- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদী আরব ‘সন্ত্রাসবাদ’-এর অভিযোগে সর্বোচ্চ শিয়া ধর্মবেত্তার শিরোচ্ছেদ করেছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., বাহরাইন, সৌদি আরব, আইন, তাজা খবর, ধর্ম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি
Saudi Arabia today announced it had executed top Shia cleric Shaikh Nemer Al Nemer under "terrorism" charges. Photo credit: Talkhandak.com (CC BY 4.0) [1]

সৌদী আরব আজকে ঘোষণা দিয়েছে যে তারা সর্বোচ্চ শিয়া ধর্মবেত্তা নেমের আল নেমেরকে ‘সন্ত্রাসবাদ’-এর অভিযোগে শিরোচ্ছেদ করেছে। ছবির কৃতিত্ব: Talkhandak.com [1] (CC BY 4.0)

সৌদী আরর আজকে ঘোষণা দিয়েছে যে তারা ‘সন্ত্রাসবাদী’ অভিযোগের ভিত্তিতে ৪৭ জনের শিরোচ্ছেদ করেছে যার মধ্যে সর্বোচ্চ শিয়া ধর্মবেত্তা নিমর আল নিমর [2] ছিলেন যাকে তথাকথিত আরব বসন্তের শুরুতে নিরঙ্কুশ রাজতন্ত্রের পূর্বাঞ্চলীয় প্রদেশে সংঘটিত হওয়া সরকার-বিরোধী বিক্ষোভের নেতা হিসেবে দেখা হয়।

একটি টুইটমালায় সৌদী সাংবাদিক আহমেদ আল ওমরান সৌদী রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বলেন:

সৌদী আরব ৪৭জনকে সন্ত্রাসবাদের অভিযোগে শিরোচ্ছেদ করে, যার মধ্যে আছে শিয়া ধর্মবেত্তা নেমের আল নেমের –রাষ্ট্রীয় সংবাদ সংস্থা

সৌদী সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে আহ্বান জানানো নিমর ছাড়াও সৌদী আরব আল কায়দা সদস্যদের শিরোচ্ছেদ করেছে যারা সুন্নি ইসলামের একটি অতি-গোঁড়া শাখায় অন্তর্গত। আল ওমরান টুইট করেছেন:

আজকের শিরোচ্ছেদগুলোর বেশীরভাগই হলো আল কায়দা কর্তৃক সৌদী আরবের অভ্যন্তরে ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে চালানো সন্ত্রাসবাদী হামলা সংক্রান্ত।

সামাজিক মাধ্যমগুলোতে ‘ঢালাও’ শিরোচ্ছেদের বিষয়টি অচিহ্নিত হয়ে থাকে নি। ডেভিড কেনার ব্যাখ্যা করছেন:

সৌদী কর্তৃক আল কায়দা সদস্যসহ নিমর আল-নিমরের শিরোচ্ছেদ সরাসরি আসাদের ক্রীড়াপুস্তক থেকে এসেছে – অসহিংস আন্দোলনকারীদেরকে ঢালাওভাবে সন্ত্রাসীদের মতো করে দেখা

সৌদী আরব জুড়ে ১২টি ভিন্ন জায়গায় গণ শিরোচ্ছেদ কার্যকর করা হয়:

এবং সেগুলো সৌদী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দ্বারা সমর্থিত হয়েছে:

সৌদী সর্বোচ্চ মুফতি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন যে আজকে নির্বাহ করা মৃত্যুদণ্ডগুলো ‘যথাযথ'।

আওয়ামিয়া এলাকা থেকে নিমর রক্ষণশীল রাজ্য যেখানে নারীদের গাড়ী চালানোর অনুমতি নেই সেখানে সংস্কারের আহ্বান জানিয়ে বক্তব্য পেশ করার পর এবং ২০১১-২০১২ সালে সরকার বিরোধী বিক্ষোভে ‘নেতৃত্ব দেবার জন্য’ সৌদী আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সৌদী সরকারের রোষে পড়েন। ২০১২এর জুলাইয়ে পায়ে গুলি করার পর পুলিশ কর্তৃক গ্রেফতার হন এবং ২০১৪ সালের অক্টোবরে অন্যান্য অভিযোগের মধ্যে ‘শাসকের অবাধ্য হবার’ অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

টুইটারে নেটিজেনরা নিমরের শিরোচ্ছেদের বিষয়ে তাদের ক্রোধ ব্যক্ত করেছেন।

আমেরিকীয়-মরিতানীয় নাসের ওয়েদ্যাদী লিখছেন:

নিমর আল নিমরের শিরোচ্ছেদ এমন একটি দূর্লভ মূহুর্ত যেখানে ক্রোধ সাম্প্রদায়িক বিভেদকে ছাড়িয়ে গেছে।

তিনি তার ৩৭ হাজার অনুসারীর জন্য টুইটারে আরও বলেন:

নিমর আল নিমর-এর মৃত্যুতে সত্যিকার যে ক্ষতি তা হলো তিনি যে বার্তার জন্য মৃত্যুবরণ করলেন তা নিয়ে শিয়া ও সুন্নি অত্যাচারী শাসকরা আরব বিদ্রোহের দিন থেকেই ভীত ছিল।

আরব দেশগুলোতে সরকার বিরোধী মতানৈক্য থাকা একটি স্বাস্থ্য ঝুঁকি। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে কারাদণ্ড, নিপীড়ন এবং মৃত্যু।

রাওইয়া রাগেহ্‌ তার ৮৩.৩ হাজার অনুসারীকে বলেছেন যে নিমরের শিরোচ্ছেদ এই অঞ্চলে আরও উত্তেজনা বৃদ্ধি করবে:

#সৌদী কর্তৃক বিশিষ্ট #শিয়া ধর্মবেত্তা #আলনিমর-এর শিরোচ্ছেদ সন্দেহাতীতভাবেই আঞ্চলিক উষ্ণতা বৃদ্ধির একটি কারণ হয়ে দাঁড়াবে।

ইরান নিমরের শিরোচ্ছেদের বিষয় নিয়ে সৌদী আরবকে ‘সন্ত্রাসবাদ ও তাকফিরি (উগ্রপন্থী সুন্নি) চরমপন্থীদের সমর্থন করে দেশের অভ্যন্তরে সমালোচকদের শিরোচ্ছেদ করে ও দমিয়ে রাখছে’ বলে অভিযোগ করেছে [15]

নিমরের শিরোচ্ছেদ এই অঞ্চলে মতপার্থক্য আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করার আহ্বান জানানো হয়েছে। টুইটারে প্রচার করা ছবিতে দেখা যায় যে অস্ত্রসজ্জিত যানবাহন যে কোন সম্ভাব্য সমাবেশ ভণ্ডুল করার জন্য পূর্বাঞ্চলিয় প্রদেশের শিয়া এলাকাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে:

এই মূহুর্তে কাতিফ-এ আছি

এবং কাছেই অশান্ত বাহরাইনে যেখানে সরকার-বিরোধী বিক্ষোভ ২০১১ সালের ফেব্রুয়ারীর ১৪ তারিখ থেকেই অব্যহত ছিল সেখানে এই সংবাদ ঘোষণার পরপরই বিক্ষোভকারীরা কয়েকটি গ্রামের রাস্তায় নেমে আসে।

বাহরাইনের বেশ কিছু জায়গায় শহীদ নিমর আল নিমরের শিরোচ্ছেদের নিন্দা করতে বিক্ষোভ করা হয়েছে।

 

নিমর আল নিমরের শিরোচ্ছেদ বাহরাইনের গ্রামগুলো ক্রোধে ফুঁসে ওঠে।

গত বছর (২০১৫) সৌদী আরব সর্বমোট ১৫৮ জন বা গড়ে প্রতি দু'দিনে একজন ব্যক্তির শিরোচ্ছেদ করেছে, যা ১৯৯৫ সালের পর সর্বোচ্চ লিপিবদ্ধ সংখ্যা।