- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

২০১৫ সালে রুশ ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে কি কি অনুসন্ধান করেছে

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, শিল্প ও সংস্কৃতি, রুনেট ইকো
The A321 plane crash was among the top events Russians searched for on Google in 2015. Screenshot from YouTube.

২০১৫ সালে এ-৩২১ নামক বিমান ধবংস হওয়ার ঘটনাটি রুশ ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটে সবচেয়ে বেশী অনুসন্ধান করছে। স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া।

বিগত বছরে রাশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা উল্লসিত ছিল ইউরোভিশন এবং হকি নিয়ে। গুগলের ডাটা অনুসারে একই সাথে যে সমস্ত রুশ নাগরিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং এ বছর মিশর ও ফ্রান্সে বেদনাদায়ক ঘটনায় নিহত রুশ নাগরিকদের জন্য দেশটির ইন্টারনেট ব্যবহারকারী নাগরিকেরা ছিল শোকার্ত।

গুগলের বার্ষিক অনুসন্ধান [1] প্রতিবেদন অনুসারে, রুনেটে রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় অনুসন্ধান বিষয়ে গুগল একটি সার-সংসেক্ষপ পর্যালোচনা [2] তুলে ধরেছে।

এক সংক্ষিপ্ত ভিডিওতে, গুগল রাশিয়া ২০১৫ সালে রুশ ইন্টারনেটে যে সমস্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশী অনুসন্ধান হয়েছে তার এক নিবিড় পর্যালোচনা তুলে ধরেছে।

একই সাথে গুগল সেরা আলোচিত বিষয়ের এক তালিকা প্রকাশ করছে [3], বিগত বছরে যে সমস্ত বিষয়ের প্রতি রুশ নাগরিকেরা আগ্রহ প্রকাশ করছে।

এ বছর রাশিয়ার যে সব বিষয় অনুসন্ধানের তালিকায় সবার উপরে অবস্থান করছিল [4], তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরোভিশন এবং বিশ্ব আইস হকি প্রতিযোগিতা (যে প্রতিযোগিতায় রাশিয়া দ্বিতীয় স্থান লাভ করেছে), একই সাথে সূর্যগ্রহণ এবং ২০১৫ সালের অস্কার অনুষ্ঠানও তালিকায় অর্ন্তভুক্ত ছিল। তবে বছর জুড়ে যে সমস্ত ঘটনা সেরা দশের অনুসন্ধানের তালিকায় ছিল, তার মধ্যে বেশ কয়েকটি ছিল বছরের অন্যতম বিয়োগান্তক ঘটনা; এ-৩২১ নামক বিমানের ধবংস হয়ে যাওয়া এবং প্যারিসে সন্ত্রাসবাদী হামলা ছিল এর মধ্যে অন্যতম।

রুশ ব্যবহারকারীরা অন্যান্য অনেক বিষয়ের মাঝে আইএসআইএস (ওরফে ইসলামিক স্টেট), লেভিয়াথন ( রুশ চলচ্চিত্র যা গোল্ডেন গ্লোব নামক পুরস্কার জিতেছে) এবং প্রেফর প্যারিস (প্যারিসের জন্য প্রার্থনা) -এর অর্থ জানতে [5] ছিল দারুণ আগ্রহী।

যে সমস্ত ব্যক্তি [6] রুশ নাগরিকদের অনুসন্ধানে তালিকায় সবার উপরে ছিল তাদের কেউ কেউ ২০১৫ সাল বা এই সাল শুরুর কিছুদিন আগে পৃথিবী ত্যাগ করেছে, যাদের মধ্যে অর্ন্তভুক্ত ছিল পপ সঙ্গীত তারকা ঝাননা ফ্রিস্কে, রাজনৈতিক নেতা বোরিস নেমেতসভ, প্রবাদ প্রতীম ব্যালে নৃত্যশিল্পী মায়া পিলিসেতস্কায়া, অভিনেতা লেভ দুরভ এবং চলচ্চিত্র নির্মাতা এলডার রায়াজানোভ। কিন্তু ইউরোভিশনে অংশগ্রহণকারী ও সুনাম অর্জনকারী রুশ নাগরিক পাওলিনা গাগারিনা রাশিয়ার ইন্টারনেটে সবচেয়ে অনুসন্ধান করা দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হয়।

জনপ্রিয় মেমের [7] সেরা অনুসন্ধানের তালিকায় যুক্ত ছিল দি ওয়াকিং ডেড সিরিজের কার্ল মেমে [8] (যা রুশ নাগরিকরা পরম আগ্রহের সাথে দেখেছে), দি “হোয়াট কালার ইস দি ড্রেস [9]” নামক মেমে, এবং অনুবাদ করার খুব কঠিন রুশ “Ничоси [10]” নামক মেমে, যা রাশিয়ার ভিকনোটাকটে নামক সোশ্যাল নেটওয়ার্কে জন্ম নিয়েছে।