সতেরো ছবিতে উঠে এলো সারাবিশ্বের বড়দিন উৎসব

১. সাও পাওলো, ব্রাজিল। ছবি তুলেছেন রদ্রিগো বোরগেজ ডেলফিম

 Parque Ibirapuera (Ibirapuera Park), the most famous in the city. The Christmas Tree is famous and a popular visiting spot in December - even on rainy days.

শহরের বিখ্যাত আবিরাপুয়েরা পার্ক। এই পার্কের ক্রিসমাস ট্রি’র খ্যাতি বিশ্বজুড়ে। ঝড়-বৃষ্টি যাই হোক, প্রতিবছর ডিসেম্বরের মাসের এই সময়ে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন।

২. ক্রিয়েভ, ইউক্রেন। ছবি তুলেছেন তানিয়া লোকট

At one of the Christmas markets in Kyiv, In a huge art gallery full of handmade holiday goodies like these tree ornaments.

ক্রিয়েভের মার্কেটগুলোতে লেগেছে বড়দিনের ছোঁয়া। ক্রিসমাস ট্রি সাজানোর জন্য হাতে বানানো এমন আকর্ষণীয় জিনিসপত্র ছাড়াও আরো ম্যালা কিছু পাওয়া যাচ্ছে দোকানে দোকানে।

৩. ভিক্টোরিয়া, কানাডা। ছবি তুলেছেন নেভিন থমসন

British Columbia's Provincial legislature buildings decorated for Christmas.

বড়দিনের সাজে সজ্জিত ব্রিটিশ কলম্বিয়ার আইন পরিষদ ভবন।

৪. বন, জার্মানি। ছবি তুলেছেন অ্যানি জামান

IMG_1662

জার্মানি জুড়ে আজ উষ্ণ আবহাওয়া। তাই গ্লুহওয়াইনের পরিবর্তে আলপেইন বিয়ার পান করলাম। কেউ কি এবছর তুষারাবৃত ক্রিসমাস পালন করছেন?

৫. মাপুটো, মোজাম্বিক। ছবি তুলেছেন ডারসিও সান্ডজানা।

 "Happy Holidays from the Tdanszana family, directly from Mozambique."


সান্ডজানা পরিবারের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা। ছবিতে মাপুটোর সংসদ ভবনের ডানদিকের অংশবিশেষ দেখা যাচ্ছে।

৬. গুয়েতেমালা সিটি, গুয়েতেমালা। ছবি তুলেছেন রেনেটা আভিলা।

Climate Change Santa wearing shades.

জলবায়ু পরিবর্তনের ছায়া পড়েছে সান্তার পোশাক-আশাকে।

৭. বৈরুত, লেবানন। ছবি তুলেছেন থালিয়া রাহমে

IMG-20151215-WA0003

থালিয়া’র মায়ের হাতের সজ্জিত ক্রিসমাস ট্রি।

৮. লিমা, পেরু। জুয়ান আরলানো।

This is part of the XI national contest of nativity scenes. Crafted  with Shipibos,  Peruvian amazon jungle people. The textile of the cushma (tunic) depicted is typical but stylized. Among the usual nativity animals there is a jaguar.

এগুলো একাদশ জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়া যীশুখিস্টের জন্মের দৃশ্য। এগুলো তৈরি করেছেন শিপিবোস নামের পেরুর আমাজনের বসবাস করা একটি নৃগোষ্ঠী। কাপড় দেখতে খুব সাধারণ হলেও এর মধ্যে স্টাইলিশ ভাব বেশ স্পষ্ট। যীশু’র জন্মের দৃশ্যে অন্যান্য প্রাণিদের মধ্যে চিতাবাঘও রয়েছে।

৯. টরোন্টো, কানাডা। ছবি তুলেছেন মাশা আলমারদানি

IMG_0832

সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমরা টরোন্টোতে অপার্থিব উষ্ণতায় পূর্ণ বড়দিন উপভোগ করছি (গতবছর এই সময় আর্কটিক তাপমাত্রা ছিল!)। প্রথমবারের মতো আমাদের পরিবারে বড়দিনের রাতের খাবার হিসেবে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছে। বাবা নিজ হাতে এটা করেছেন।

১০. ফেইরা ডি সান্টানা, ব্রাজিল। ছবি তুলেছেন পাউলা গোজ

Feast prepared by Paula's aunt.

পাউলা’র আন্টি আনা’র করা ফিস্ট।

১১. পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো। ছবি তুলেছেন জর্জিয়া পপলওয়েল

"Greetings from sunny Trinidad, where at least the weather isn't doing anything too abnormal, though it's probably a couple of degrees warmer than it should be in the evenings. I'm having a quiet Christmas, so sharing a photo of my little Christmas tree, made by the metal artisans of Croix des Bouquets, Haiti. The francophones should be able to figure out what the words mean."

সূর্যকরোজ্জ্বল ত্রিনিদাদ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এবছর আবহাওয়া কোনো পাগলামি করেনি। বরং তার উল্টোটা হয়েছে। সন্ধ্যায় তাপমাত্রা আরো দুই ডিগ্রি বেড়েছে। তাই আমার বড়দিন আরো আনন্দমুখর হয়েছে। আমি আমার ছোট্ট ক্রিসমাস ট্রি’র ছবি সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি। হাইতির ক্রোক্স দেস বনক্রয়েটের মেটাল আর্টিস্টদের তৈরি এটি। কী লেখা আছে, আশা করি ফ্রেঞ্চ ভাষাভাষীরা বুঝতে পারবেন।

১২. প্যারিস, ফ্রান্স। ছবি তুলেছেন এলিস

Bon appetit! Jambon d'york en croute.

জিভে জল আনা খাবার!

১৩. মিয়ামি, ফ্লোরিডা। ছবি তুলেছেন রবার্তো ভ্যালেন্সিয়া

"My mother's house, where I'm spending Christmas. Miami, Florida."

মায়ের বাড়িতে। এবারের বড়দিন উদযাপন করলাম এখানেই।

১৪. সান্তিয়াগো, চিলি। ছবি তুলেছেন এলিজাবেথ রিভেরা

"Our Christmas Turkey.  [] It's 33 Celsius in Santiago, so Santa is wearing shorts."

আমাদের ক্রিসমাস টার্কি। […] সান্তিয়াগোতে আজকের তাপমাত্র ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তাই সান্তা আজ হাফপ্যান্ট পরে এসেছে।

১৫. লাহোর, পাকিস্তান। ছবি তুলেছেন রাই আজলান

"Greetings from Lahore"

বড়দিনের শুভেচ্ছাস্বরূপ লাহোরের একটি হোটেল লবিতে রাখা হয়েছে ক্রিসমাস ট্রি।

১৬. সান জোসে, মার্কিন যুক্তরাষ্ট্র। ছবি তুলেছেন মেরি আভিলেস

"Merry Christmas from my living room in San Jose, California."

ক্যালফোর্নিয়ার সান জোসের আমার শোবার ঘর থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।

১৭. কলকাতা, ভারত। ছবি তুলেছেন অর্পণা রায়

Santa in a traditional dhoti. At the Christmas festival on Park Street in Kolkata.

ঐতিহ্যবাহী ধুতি পরে সান্তা। কলকাতার পার্ক স্ট্রিটের বড়দিনের উৎসব থেকে তোলা ছবি।

গ্লোবাল ভয়েসেস-এর যারা যারা বড়দিন উদযাপন এবং রাতের খাবার-দাবারের ছবি শেয়ার করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .