১. সাও পাওলো, ব্রাজিল। ছবি তুলেছেন রদ্রিগো বোরগেজ ডেলফিম

শহরের বিখ্যাত আবিরাপুয়েরা পার্ক। এই পার্কের ক্রিসমাস ট্রি’র খ্যাতি বিশ্বজুড়ে। ঝড়-বৃষ্টি যাই হোক, প্রতিবছর ডিসেম্বরের মাসের এই সময়ে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন।
২. ক্রিয়েভ, ইউক্রেন। ছবি তুলেছেন তানিয়া লোকট

ক্রিয়েভের মার্কেটগুলোতে লেগেছে বড়দিনের ছোঁয়া। ক্রিসমাস ট্রি সাজানোর জন্য হাতে বানানো এমন আকর্ষণীয় জিনিসপত্র ছাড়াও আরো ম্যালা কিছু পাওয়া যাচ্ছে দোকানে দোকানে।
৩. ভিক্টোরিয়া, কানাডা। ছবি তুলেছেন নেভিন থমসন

বড়দিনের সাজে সজ্জিত ব্রিটিশ কলম্বিয়ার আইন পরিষদ ভবন।
৪. বন, জার্মানি। ছবি তুলেছেন অ্যানি জামান

জার্মানি জুড়ে আজ উষ্ণ আবহাওয়া। তাই গ্লুহওয়াইনের পরিবর্তে আলপেইন বিয়ার পান করলাম। কেউ কি এবছর তুষারাবৃত ক্রিসমাস পালন করছেন?
৫. মাপুটো, মোজাম্বিক। ছবি তুলেছেন ডারসিও সান্ডজানা।

সান্ডজানা পরিবারের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা। ছবিতে মাপুটোর সংসদ ভবনের ডানদিকের অংশবিশেষ দেখা যাচ্ছে।
৬. গুয়েতেমালা সিটি, গুয়েতেমালা। ছবি তুলেছেন রেনেটা আভিলা।

জলবায়ু পরিবর্তনের ছায়া পড়েছে সান্তার পোশাক-আশাকে।
৭. বৈরুত, লেবানন। ছবি তুলেছেন থালিয়া রাহমে

থালিয়া’র মায়ের হাতের সজ্জিত ক্রিসমাস ট্রি।
৮. লিমা, পেরু। জুয়ান আরলানো।

এগুলো একাদশ জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়া যীশুখিস্টের জন্মের দৃশ্য। এগুলো তৈরি করেছেন শিপিবোস নামের পেরুর আমাজনের বসবাস করা একটি নৃগোষ্ঠী। কাপড় দেখতে খুব সাধারণ হলেও এর মধ্যে স্টাইলিশ ভাব বেশ স্পষ্ট। যীশু’র জন্মের দৃশ্যে অন্যান্য প্রাণিদের মধ্যে চিতাবাঘও রয়েছে।
৯. টরোন্টো, কানাডা। ছবি তুলেছেন মাশা আলমারদানি

সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমরা টরোন্টোতে অপার্থিব উষ্ণতায় পূর্ণ বড়দিন উপভোগ করছি (গতবছর এই সময় আর্কটিক তাপমাত্রা ছিল!)। প্রথমবারের মতো আমাদের পরিবারে বড়দিনের রাতের খাবার হিসেবে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছে। বাবা নিজ হাতে এটা করেছেন।
১০. ফেইরা ডি সান্টানা, ব্রাজিল। ছবি তুলেছেন পাউলা গোজ

পাউলা’র আন্টি আনা’র করা ফিস্ট।
১১. পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো। ছবি তুলেছেন জর্জিয়া পপলওয়েল

সূর্যকরোজ্জ্বল ত্রিনিদাদ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এবছর আবহাওয়া কোনো পাগলামি করেনি। বরং তার উল্টোটা হয়েছে। সন্ধ্যায় তাপমাত্রা আরো দুই ডিগ্রি বেড়েছে। তাই আমার বড়দিন আরো আনন্দমুখর হয়েছে। আমি আমার ছোট্ট ক্রিসমাস ট্রি’র ছবি সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি। হাইতির ক্রোক্স দেস বনক্রয়েটের মেটাল আর্টিস্টদের তৈরি এটি। কী লেখা আছে, আশা করি ফ্রেঞ্চ ভাষাভাষীরা বুঝতে পারবেন।
১২. প্যারিস, ফ্রান্স। ছবি তুলেছেন এলিস

জিভে জল আনা খাবার!
১৩. মিয়ামি, ফ্লোরিডা। ছবি তুলেছেন রবার্তো ভ্যালেন্সিয়া

মায়ের বাড়িতে। এবারের বড়দিন উদযাপন করলাম এখানেই।
১৪. সান্তিয়াগো, চিলি। ছবি তুলেছেন এলিজাবেথ রিভেরা
!["Our Christmas Turkey. [] It's 33 Celsius in Santiago, so Santa is wearing shorts."](https://globalvoices.org/wp-content/uploads/2015/12/image2.jpg)
আমাদের ক্রিসমাস টার্কি। […] সান্তিয়াগোতে আজকের তাপমাত্র ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তাই সান্তা আজ হাফপ্যান্ট পরে এসেছে।
১৫. লাহোর, পাকিস্তান। ছবি তুলেছেন রাই আজলান

বড়দিনের শুভেচ্ছাস্বরূপ লাহোরের একটি হোটেল লবিতে রাখা হয়েছে ক্রিসমাস ট্রি।
১৬. সান জোসে, মার্কিন যুক্তরাষ্ট্র। ছবি তুলেছেন মেরি আভিলেস

ক্যালফোর্নিয়ার সান জোসের আমার শোবার ঘর থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
১৭. কলকাতা, ভারত। ছবি তুলেছেন অর্পণা রায়

ঐতিহ্যবাহী ধুতি পরে সান্তা। কলকাতার পার্ক স্ট্রিটের বড়দিনের উৎসব থেকে তোলা ছবি।
গ্লোবাল ভয়েসেস-এর যারা যারা বড়দিন উদযাপন এবং রাতের খাবার-দাবারের ছবি শেয়ার করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।