ম্যাসেডোনিয়ার টুইটার সম্প্রদায়কে লিপিবদ্ধকারী মানুষটির সাথে পরিচিত হোন

Igor Bojadziev - @I999y. Courtesy photo.

টুইটারে @I999y হিসেবে পরিচিত ইগোর বোয়াদজিয়েভ। ছবি দিয়েছেন ইগোর

তার টুইটার হিসেব @i999yর কল্যাণে ব্যাপকভাবে পরিচিত ইগোর বোয়াদজিয়েভ ম্যাসেডোনীয় টুইটার সম্প্রদায়ের অনানুষ্ঠানিক কাহিনীকার হিসেবে কাজ করছেন।

তিনি নিয়মিতভাবে বিশিষ্ট টুইটার ব্যবহারকারীদের সাক্ষাৎকার প্রকাশ করেন এবং নির্বাচিত কিছু মজার টুইটারের সংকলন করেন। এপর্যন্ত তিনি ২৪৯টি সাক্ষাৎকার এবং ১৯৭টি নির্বাচিত টুইট তার ম্যাসেডোনীয় ভাষার ব্লগে প্রকাশ করেছেন।

টুইটারে ১৪ হাজারেরও বেশী অনুসারী নিয়ে আই৯৯৯ওয়াই তার নিজের অধিকারবলেই একজন প্রভাবশালী সামাজিক মাধ্যম ব্যবহারকারী। তিনি প্রায়শই হালের বিষয়গুলোর উপর বুদ্ধিদ্বীপ্ত মন্তব্য করেন। বিতর্কিত স্কোপিয়ে ২০১৪ প্রকল্পের আওয়ায় নদী গর্ভের মধ্যে তৈরী করা ‘জাহাজাকৃতির ভবনগুলোর‘ বিষয়ে করা ইগোরের টুইটগুলো ৬২৫ বারেরও বেশী পুনর্টুইট করা হয়েছে:

স্কোপিয়ের নাগরিকবৃন্দ! জাহাজটি সহজেই কিন্তু দূরযাত্রা করতে পারে! আপনাদের যা করতে হবে তা হোল একই সময়ে সকলে মিলে আপনাদের পায়খানায় জল ঢালতে হবে।

তার সাক্ষাৎকারগুলোর জন্য বোয়াদজিয়েভ একটি মৌলিক ও আদর্শ একটি কাঠামো ব্যবহার করেন যা তার পাঠকদেরকে সাধারণ ও নির্দিষ্ট প্রশ্নের সমন্বয়ে সাক্ষাৎকার গ্রহণ করা ব্যক্তিটির একটি চটজলদি ছবি দেখার সুযোগ দেয়। আমরা ইগোরের কাঠামো ব্যবহার করে এখানে গ্লোবাল ভয়েসেস-এ তার একটি সাক্ষাৎকার শুরু করবো।

গ্লোবাল ভয়েসেস: আপনার টু্‌ইটার নামকরণের পিছনে কী কাহিনী আছে?

Игор Бојаџиев: Нешто морав да турам шо би рекол Штулич: „Док сам као мали дошао у град, морао сам себи дати надимак.“
И као требаше од Игор нешто да биде па испадна Иги Иџи Игац тој со деветките …

ইগোর বোয়াদজিয়েভ: আমাকে কিছু একটা দিতে হতো, বা যেমন স্টুলিক বলেছেন ‘আমি যখন কিশোর হিসেবে শহরে আসি তখন আমাকে আমার একটি ডাক নাম দিতে হয়েছিল'। ভিত্তি হিসেবে আমি আমার নাম ইগোরকে ব্যবহার করেছি, তাতে তখন আইজিজিওয়াই, আইজিইই, আইজিএসি আসালো এবং আমি তারপর জি এর বদলে ৯ ব্যবহার করলাম।

জিভি: আপনার নিজেকে বর্ণনা করুন (১৪০টি অক্ষরের মধ্যে)।

ИБ: Тежок човек (на карактер). али испод е душа(памук) шо да ви кажуам. Знам да биам и врло забавен (чак што више на граница до Глупи Август).

আইবি: একজন ভারী মানুষ (ভারী কোন চরিত্র নয়), যার ভিতরটি সবই কোমল (ঠিক একটি তুলার গোলার মতো)। আমি বেশ বিনোদনকারীও বটে (এমনকি প্রান্তিক ভাঁড়)।

জিভি: আপনি টুইটারে কেন?

ИБ: Па… терапија, Здраво јас сум Игор и јас сум ….количар.
Не стварно, прекрасно е тука, со некои твитерџии и се запознав, се дружиме,најдов роднини тука,супер е,ептен
А терапија даааа, твитер ќе те насмее така добро (некои шо викат,упс мочнав)

আইবি: এটি এক ধরনের চিকিৎসা। ওহে, আমি ইগোর এবং আমি একজন …আসক্ত। না, এখানে খুবই সুন্দর জায়গা, আমি কয়েকজন টুইটার ব্যবহারকারীর সাক্ষাৎ পেয়েছি, আমরা আড্ডা দেই, আমি এমনকি কয়েকজন আত্মীয়ও পেয়েছি, সত্যিই দারুন। আর থেরাপীর ক্ষেত্রে, টুইটার আপনাকে হাসাতে পারে (কোন কোন ব্যক্তি এমনকি তাদের প্যান্টও ভিজিয়ে ফেলে)।

জিভি: আপনার অবতারটি কিসের প্রতিনিধিত্ব করে?

ИБ: Дирекно сликање у фаца од страна на ќерка ми (со мобилен к750 далечната 2009).

আইবি: আমার মেয়ের তোলা আমার মুখমণ্ডলের একটি নিকট চিত্র। একটি কে৭৫০ মোবাইল ফোন দিয়ে সে ২০০৯ সালের এক দিনে তুলেছিল।

জিভি: কে আপনাকে টুইটারে নিয়ে আসে এবং তা কি আপনাকে এলোমেলো করে দিয়েছে?

ИБ: Балдската, паааа поприлично. Прво бев скептик, гледајќи ја како со телефон у рака се смее, сеа ја бетер сум.

আইবি: আমার স্ত্রী'র বোন, এবং হ্যাঁ করেছিল। তাকে ফোনটি হাতে নিয়ে হাসতে দেখে প্রথমে আমি সংশয়ী ছিলাম। এখন আমি তার থেকেও খারাপ অবস্থায় আছি।

জিভি: এখন যদি আপনাকে আপনার প্রথম টুইটটি করতে দেয়া হয় তবে সেটি কী হবে?

ИБ: Здраво угнетени, обесправени, очајни, немажени, неженети, гладни…

আইবি: শুনুন আপনি কী নিপীড়িত, ভোটবঞ্চিত, বেপরোয়া, অবিবাহিত, ক্ষুধার্ত…

জিভি: আপনার জন্মস্থান কোথায়?

ИБ: Неготино, и ваљда тука ќе си останам доколку не емигрирам.

আইবি: নেগোটিনো, এবং আমার মনে হয় আমি দেশত্যাগী না হলে এখানেই থাকবো।

জিভি: এক মাসের জন্য আপনি কোথায় যেতে চান? এবং মধুচন্দ্রিমার জন্য কোথায়? এটি একটি শব্দ-কৌতুক। ম্যাসেডোনিয়াতে মাস হলো ‘মেসেক’ আর মধুচন্দ্রিমা হলো ‘মেদেন মেসেক'।)

ИБ: На еден што подалеку, медениот помина.

আইবি: যত দূর সম্ভব। এবং আমার মধুচন্দ্রিমা শেষ হয়েছে বেশ কিছু দিন হয়ে গেলো।

জিভি: বিবাহ?

ИБ: Прекрасен, еве веќе 15 години. Резултат? Син и ќерка.

আইবি: চমৎকার, ১৫ বছর হলো। ফলাফল: একটি ছেলে একটি মেয়ে।

জিভি: আপনার যদি একটি প্রাণী হিসেবে পুনর্জন্ম হয় তবে কী হতে চান?

ИБ: Тасманиски ѓавол.

আইবি: একটি তাসমানীয় ডেভিল (অস্ট্রেলিয়ার একটি সর্বভূক প্রাণী)

Igor near the Ilinden/Macedonium monument in Krushevo.

ইগোর ক্রুশেভোতে ইলিনডেন/ম্যাসেডোনিয়াম স্মৃতিসৌধের কাছে।

এখন আমরা ইগোরকে কিছু গভীর প্রশ্ন করার জন্য তার কাঠামো থেকে বের হয়ে আসবো।

জিভি: টুইটার ব্যবহারকারীদের সাক্ষাৎকার নেয়ায় কী আপনাকে অনুপ্রাণিত করে? আপনি এর থেকে কী পান?

ИБ: Јас немам ништо од сево ова, инаку се роди како идеја со @necovski и е обид за отворање на некои твитерџии. Прашалникот е начин да дознаеме повеќе за твитерџиите кои секој дневно ги сретнуваме на ТЛ. Низ низа на прашања ,обид да дознаеме што повеќе за нив.

আইবি: আমি নির্দিষ্ট করে কিছুই পাই না; কিছু টুইটার ব্যবহারকারীদের নিজেদেরকে আরও তুলে ধরতে সহায্য করার একটি প্রচেষ্টা হিসেবে আমি এই ধারণাটি @necovski-এর সাথে মিলে সৃষ্টি করেছি। আমাদের সময়রেখায় প্রতিদিন সাক্ষাৎ পাওয়া ব্যক্তিদের সম্পর্কে আরও জানার একটি উপায় হলো এই প্রশ্নপত্রটি। এটি একটি প্রশ্নমালার মাধ্যমে তাদের সম্পর্কে আরও জানার একটি প্রচেষ্টা মাত্র।

জিভি: অন্যান্য টুইটার ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া তিনটি টুইট যা আপনাকে সবথেকে বেশী মুগ্ধ করেছে।

আইবি: এখানে পাঁচটি দেয়া হোল:

নারীরা যারা বড়াই করে বলে ‘আমি রান্না করি না’ তারা আধুনিক নয়, তারা অযোগ্য।

যারা টুইটার ব্যবহার করে না তারা ভাবে যে আমরা শুধুমাত্র ‘আমি শুয়েছি। আমি স্নান করছি। আমি গান গাইছি। আমি চুলকাচ্ছি ইত্যাদি।’ জাতীয় কথাবার্তা লিখি। তাদের কোন ধারণাই নেই যে আমরা রাষ্ট্রটি চালাচ্ছি।

মাছি হলো সবথেকে বেশী ম্যাসেডোনীয় পোকা। তারা মল খেতে বাধ্য হলেও এমনভাবে তারা তাদের হাত দু'টো ঘষে যাতে মনে হয় যে তারা ‘ঠিক আছে, ঠিক আছে!’ বলছে।

আমি তোমাকে টুইটার-এ পেয়েছি।
আমি তোমাকে ফেসবুক-এ পেয়েছি।
আমি তোমাকে স্কাইপে-এ পেয়েছি।
আমি তোমাকে ভাইবার-এ পেয়েছি।
কিন্তু আমার কাছে তুমি নেই।

- আমরা কারা?
– পেনশনভাগী।
– আমরা কী চাই?
– বিনামূল্যে ধমনীর কাঠিন্যতা রোধের ঔষধ!
– কখন আমরা এগুলো চাই?
– কী বললেন? কে কী চায়? কে চেচাচ্ছে?

জিভি: কিভাবে টুইটার ব্যবহারকারীরা ম্যাসেডোনীয়ায় ইতিবাচক সামাজিক পরিবর্তন আনায় অবদান রাখতে পারে?

ИБ: Досега имаше неколку примери каде од твитер тргнале некои акции кои резултирале со конкретни резултати. Твитер како каписла за социјалните мреќи во Македонија, Евровизија, поплави Србија, Мартин, На точок и други (а можеби и за овие грешам).

আইবি: সুনির্দিষ্ট ফলাফল এসেছে এমন টুইটারে শুরু হওয়া কর্মকাণ্ডের বেশ কয়েকটি উদাহরণ আমাদের আছে। ইউরোসঙ্গীত, সার্বিয়াতে বন্যা, মার্টিন নেশকোভস্কির হত্যা ধামাচাপা‘র বিষয়টি উদ্ঘাটন, ম্যাসেডোনীয় ধাঁচের গণ জমায়েত (#НаТочак) এবং অন্যান্যর ক্ষেত্রে ম্যাসেডোনিয়াতে সামাজিক নেটওয়র্কগুলোর বিক্ষোভোর প্রাথমিক শক্তি সঞ্চারক হিসেবে কাজ করেছে টুইটার। অথবা আমি হয়তো এগুলো সম্পর্কে ভুল বলেছি…

জিভি: ম্যাসেডোনীয় টুইটার সম্প্রদায় কি ম্যাসেডোনিয়ার বাইরে কারো সাথে যোগাযোগ করে? সেখানে কি বিষয়বস্তু বিনিময় করা হয়?

ИБ: Многу малку или воопшто,и доколку има тоа се со луѓе кој на некој начин се поврзани со Македонија. Прелевање на информации има во вид на шерување, но и „преведување„ на твитови од странски автори се со цел поголем рејтинг

আইবি: খুব কমই যোগাযোগ হয়, এবং যদি হয়ও তবে সেগুলো আগে থেকেই ম্যাসেডোনিয়ার সাথে বন্ধন আছে সেরকম ব্যক্তিদের সাথেই। কিছু তথ্য, বিনিময়ের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে, এবং এক একজনের মান বাড়ানোর জন্য [অজ্ঞাত] বিদেশী লেখকদের দ্বারা টুইট অনুবাদ করার বিষয়টিও আছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .