১৯৬৫ সালের কম্যুনিষ্ট-বিরোধী শুদ্ধিকরণ ফাঁস করতে সাহায্য করা পণ্ডিত বেনেডিক্ট এ্যান্ডারসনের মৃত্যুতে ইন্দোনেশিয়ায় শোক

Benedict Anderson delivering a lecture in Indonesia. Photo from ‏@BSL_Forum

ইন্দোনেশিয়াতে বেনেডিক্ট এ্যান্ডারসন একটি বক্তব্য রাখছেন। ছবি ‏@বিএসএল_ফোরাম থেকে নেয়া।

‘কাল্পনিক জনগোষ্ঠী’ শীর্ষক পুস্তকের লেখক এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক বেনেডিক্ট এ্যান্ডারসন ১২ই ডিসেম্বর ২০১৫ তারিখে ইন্দোনেশিয়াতে পূর্ব জাভার মালাং শহরে প্রয়াত হয়েছেন।

এ্যান্ডারসন ‘কল্পিত জনগোষ্ঠী'র জন্য সবচেয়ে বেশী পরিচিত, যেখানে জাতীয়তাবাদের উত্থান এবং কিভাবে তা বিশ্বের ইতিহাস রচনা করেছে তার উল্লেখ আছে। ইন্দোনেশীয় সংস্কৃতি এবং ইতিহাসের উপর তার গবেষণার জন্য তিনি অপেক্ষাকৃত কম বিখ্যাত কিন্তু অত্যান্ত শ্রদ্ধাভাজন।

ইন্দোনেশিয়াতে এ্যান্ডারসন একটি নিবন্ধের সহরচয়িতা হিসেবে খ্যাত যেটিতে ১৯৬৫ সালের গণ হত্যার বিষয়ে সরকারের লিখিত বিবৃতিতে প্রশ্নবিদ্ধ করা হয়। ‘ইন্দোনেশিয়াতে ১৯৬৫ সালের ১লা অক্টোবরে সামারিক অভ্যত্থানের প্রাথমিক বিশ্লেষণ’ শীর্ষক ১৯৭১ সালে কর্নেল রচনাটি কেন ১৯৬৫ এবং ১৯৬৬ সালের মধ্যে বিশাল ও রক্তক্ষয়ী কম্যুনিষ্ট-বিরোধী শুদ্ধীকরণ সংঘটিত হয়েছিল সে বিষয়ে সুহার্তোর ‘নতুন নীতি’ সরকারের দাবীকে খোলসমুক্ত করে। সুহার্তো একটি বিফল অভ্যুত্থান ঘটানোর দায় কম্যুনিষ্টদের উপর বর্তায় যার ফলে সেনাবাহিনী প্রতিশোধ নিতে বাধ্য হয়েছে বলে সে ব্যাখ্যা করে। এই শুদ্ধিকরণে কমপক্ষ্যে ৫০০,০০০ প্রাণ ঝরে যায়, যাদের বেশীরভাগই কম্যুনিষ্টদের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ প্রকাশ করা হয়।

১৯৭১ সালের রচনাটির কারণে ইন্দোনেশীয় কর্মকর্তারা এ্যান্ডারসনকে পরবর্তী ২৬ বছরের জন্য দেশটির অভ্যন্তরে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি পরিশেষে ১৯৯৮ সালে সুহার্তো সরকারের পতনের পর দেশে প্রত্যাবর্তন করেন।

‘লোকা ম্যাগাজিন’ (বিশ্ব পত্রিকা)-এর সাথে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ্যান্ডারসন তার আসন্ন আত্ম-জীবনী, তরুণ ইন্দোনেশীয়দের সম্পর্কে তার পর্যবেক্ষণ, এবং ইন্দোনেশীয় গবেষণার উপর তার চিন্তাভাবনা সম্পর্কে কথা বলেন।

ইন্দোনেশীয় লেখক গোয়েনাওয়ান মোহামাদ দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সংগ্রামের জন্য এই পণ্ডিতের আবেগ, উৎসর্জন, এবং সহানুভূতির প্রশংসা করে ‘মাস বেন’ (বেন ভাই) নামে একটি মৃত্যু সংবাদ প্রকাশ করেন।

তার দীর্ঘ ও বিস্তৃত পাণ্ডিত্যপূর্ণ কাজের কারণে এ্যান্ডারসন বেশ কয়েক প্রজন্মের শিক্ষাবিদকে অনুপ্রাণিত করেছেন যারা তাকে ‘পাক বেন’ (মহাশয় বা পিতা বেন) হিসেবে শ্রদ্ধা করেন। তার প্রাক্তন সহকর্মীদের কয়েকজন ফেসবুকে তাদের স্নেহশীল শ্রদ্ধা জ্ঞাপন করেছেন:

উদাহরণস্বরূপ, স্যান্ড্রা হামিদ ইন্দোনেশিয়াতে এ্যান্ডারসনের সম্প্রতি একটি ভাষণের কথা স্মরণ করছেন:

RIP Ben Anderson. One of his last messages from
the widely attended public lecture in the University of Indonesia, just last Thursday: you can be a nationalist AND be ashamed of your country.

Thanks, Pak Ben.

Listen up, Indonesia!;
listen up, USA!; listen up, Australia!

শান্তিতে থাকুন বেন এ্যান্ডারসন। মাত্র গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যপক সমাগমপূর্ণ ভাষণে তার শেষ বানীগুলোর মধ্যে একটি ছিল: আপনি একজন
জাতীয়তাবাদী হতে পারেন এবং আপনার দেশের উপর লজ্জিতও হতে পারেন।

ধন্যবাদ, পাক বেন।

শোন ইন্দোনেশিয়া!;
শোন যুক্তরাষ্ট্র!; শোন অষ্ট্রেলিয়া!

ফিল্ম সেনিয়াপ ও জাগাল ইন্দোনেশিয়ার আধুনিক ইতিহাসে একটি বিতর্কিত ঘটনার বিষয়ে এ্যান্ডারসনের রেখে যাওয়া ব্যাখ্যা সম্পর্কে লিখেছেন:

Dari Ben Anderson kita belajar untuk meragukan kebenaran sejarah versi Orde Baru. Dari makalah lain yang berjudul “How Did The Generals Die”, dengan menelaah dokumen otopsi, kita diajak mengenali adanya propaganda hitam mengenai penyiksaan para perwira tinggi Angkatan Darat di Lubang Buaya dan mengenali bahwa penyiksaan itu sesungguhnya tidak pernah terjadi. Terima kasih dan selamat jalan, Ben.

বেন এ্যান্ডারসনের মাধ্যমেই আমরা নতুন নীতির প্রবর্তিত ইতিহাসের সংস্করণের বিরুদ্ধে প্রশ্ন করতে শিখেছি। বেন এর মাধ্যমে আমরা জানতে পারি যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদেরকে কখনওই [কম্যুনিষ্টদের দ্বারা] অত্যাচারিত হয় নি। ধন্যবাদ এবং বিদায়, বেন।

টুইটারে শোকার্তরা #RIPBenAnderson (#শান্তিতেথাকুনবেনএ্যান্ডারসন) হ্যাসট্যাগ ব্যবহার করছে:

ইন্দোনেশীয় বিশেষজ্ঞ বেন এ্যান্ডারসনের প্রয়ানে আমার সমবেদনা। কল্পিত জনগোষ্ঠী বর্তমান প্রজন্মের জন্য পড়া আবশ্যক।

আমরা তার উপসংহারের সাথে একমত বা দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু তার তথ্য ও যুক্তি সর্বদাই আমাদের হৃদয় ও মনকে নাড়া দিতে পেরেছে। ধন্যবাদ!

ইউআই [ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়]-এ তার শেষ ভাষণ ২০১৫ সালের ১০ই ডিসেম্বর।

শান্তিতে থাকুন বেন এ্যান্ডারসন, আপনার প্রিয় জন্মভূমিতে আপনি আপনার বিশ্রাম খুঁজে পান তাই কামনা করি, আপনার কাজের জন্য ধন্যবাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .