- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইনস্ট্রাগ্রামে প্রকাশিত জাপানের শরৎকালের অপূর্ব সুন্দর ছবি

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, নাগরিক মাধ্যম, ভাল খবর, ভ্রমণ, শিল্প ও সংস্কৃতি
Autumn in Japan. Photo by Nevin Thompson.

শরতের জাপান। ছবি তুলেছেন নেভিন থমসন।

পৃথিবীর অন্যান্য দেশের মতো জাপানেও রয়েছে ঋতুবৈচিত্র্যের বিপুল সমাহার। সারাবছর ধরেই ঋতুবৈচিত্র্যের এই রূপ চোখে পড়ে।

জাপানে গ্রীষ্মকালে ব্যাপক গরম পড়ে। অন্যদিকে কেন্দ্রীয় তাপনিয়ন্ত্রণ ব্যবস্থার অপ্রতুলতার কারণে শীতকালেও খুব ঠান্ডা পড়ে। এর বাইরে বছরের বাকি সময় বসন্ত এবং শরতে এখনকার অধিবাসীরা আবহাওয়ার চরমাবস্থা থেকে মুক্ত থাকেন।

অক্টোবর এবং নভেম্বর এই দু’মাস জাপানের শরৎকাল। এ সময়ে গাছের পাতা সবুজ রং হারিয়ে বর্ণিল হয়ে উঠে। গাছের পাতার এই বর্ণিল রংয়ের ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন।

জাপানের সবচে’ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত নিক্কো [1]। এর অবস্থান টোকিও’র উত্তরপূর্বের পার্বত্য অঞ্চলে। শরতের রং-বৈচিত্র্য, বিশেষ করে জাপানিজ ম্যাপলের কারণেও এর সুনাম রয়েছে। নিক্কো’র চমৎকার কিছু ছবি রইলো এখানে।

*** 真っ赤なモミジ♡ [2]

A photo posted by yumi♡ (@yumihr) on

লাল রংয়ের অসাধারণ ম্যাপল!

নিক্কোর প্রধান আকর্ষণ হলো চমৎকার সাজে সজ্জিত নির্জন মঠ ও মন্দির কমপ্লেক্স [3]। দীর্ঘ গৃহযুদ্ধকালীন সময়ে তোকুগাওয়া শোগানদের (একটি সম্প্রদায়) সমাধি হিসেবে মন্দিরগুলো নির্মিত হয়েছে।

তোকুগাওয়া সম্প্রদায়ের বিশেষ খ্যাতি ছিল সামরিক নৈপূণ্যতার জন্য। তবে নান্দনিক উৎকর্ষের দিক দিয়ে তারা অতটা উন্নত ছিল না। যারা নিক্কো বেড়াতে আসেন, তারা স্বর্ণ আর সিঁদুর রংয়ের মন্দির দেখে দেখে ক্লান্ত হয়ে ফিরে যান।

A photo posted by Bonhomme (@bonhommeupstate) [4] on

紅葉の素晴らしさ . #栃木県 #日光 #佐野 #紅葉 #2015 #観光 #日光国立公園 #華厳の滝 #ニ荒山神社 #日光東照宮 #大猷院 #竜宮門 #湯滝 #湯ノ湖 #休日 #満喫 #さやの湯 #岩盤浴 #リフレッシュ [5]

A photo posted by u.ttttt* (@u_takaraaaaa) on

শরতের পর্ণমোচি বৃক্ষের সৌন্দর্য। নিক্কো ন্যাশনাল পার্ক।

শরৎকালে যদিও আশেপাশের পাহাড়-পর্বতের রং তোকুগাওয়া মন্দিরের রংয়ের সাথে মিলে যায়।

A photo posted by tammy (@tammy____) [6] on

Autumn leaves [7]

A photo posted by Satoru Soeta (@torucho) on

Light is Right // Perhaps the most beautiful moment in our short sojourn to the Okunikko region in Tochigi Prefecture, Japan, was when we laid out eyes on Kirifuri Falls (霧降の滝). "霧降" literally means descending fog, but we were fortunate enough to see these magnificent two-step falls so clearly, and while they were resplendent in autumn foliage. The masters of @instagram have taught me that the patience in waiting for the right light can be rewarding, and I think this is an illustration of the point. It was a bit cloudy on the day, but for a couple of minutes, the sun behind us broke through the clouds and cast magnificent soft light across the foliage and the lower part of the falls, illuminating it. We were speechless. Indeed, this was such a pretty scene that nothing else we saw during the trip was quite able to match the beauty we saw in this brief moment. The light was, indeed, just right! Have a great week ahead, friends far and wide! –––––––––––––––––––––– Sunday Salutations My humble thanks to these hubs and moderators for recent features! Please check them out and show some love @igpodium | @jamjammal @ig_shotz_bridges | @tanja123456 @creative_architecture | @franciscortega @fantastic_landscap | @francisca_s_goncalves @earth_ravens | @picarus ––––––––––––––––––––––– [8]

A photo posted by Bernie Ng (@itsbernie81) on

নিক্কো মন্দিরের শহর থেকেও আরো বেশি কিছু। এটি ঘোরাঘুরির জনপ্রিয় গন্তব্য। শরৎকালে হালকা তাপমাত্রা থাকার কারণেও নিক্কো একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

A photo posted by 19VintageVW75 (@19vintagevw75) [9] on

আবহাওয়া যথেষ্ট ঠান্ডা। কনকনে হাওয়া বইছে। তাই মাফলার পরা বাধ্যতামূলক।

A photo posted by @bucch0 [10] on

টোকিও থেকে নিক্কো যাওয়ার পথটাও অসম্ভব সুন্দর। রাস্তার দু’পাশে ক্রিপ্টোমেরিয়া গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে থাকে পুরোটা সময় ধরে।

日光街道をドライブ♪ (^ー^) [11]

A photo posted by kaz–tam (@tam_926) on

নিক্কো হাইওয়ে ধরে চলছে গাড়ি।

すがすがしい栃木旅行の天気! 早起きしすぎて今、ブランチ やはり栃木の蕎麦は美味しいわ〜 [12]

A photo posted by りりか (@ririkankan) on

আমরা যাচ্ছিলাম তোচিগির দিকে। শরতের আবহাওয়া চমৎকার লাগছিল। আমরা অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম। এখন সকালের নাস্তা করছি। তোচিগির সোবা নুডলস খেতে খুব সুস্বাদু।

2015/10/25 NikkoToshogu✨ ザ・日本の秋 #nikko #toshogu #momiji #japaneseautumn #autumncolours #red #blue #green #autumn #beautiful #nature #nofilter #日光 #東照宮 #もみじ #紅葉 #自然 #美しい #美しすぎる #きれい #秋 #秋色 #赤 #青 #緑 #日本の秋 #感動 #絵になる [13]

A photo posted by Liubov Wakabayashi (@wakabayashi_ai) on

নিক্কো, তোসোগু। শরতের ঘোরাঘুরি।

ঋতুভিত্তিক খাবারদাবার জাপানি রান্নায় ব্যাপক ভূমিকা রাখে। নিক্কোতে আমরা একটি দোকান দেখেছিলাম, যেখানে শরতের প্রিয় দু’টি স্ন্যাক রান্নার প্রস্তুতি নিচ্ছে। এর একটি হলো গ্রিলড ড্যানগো রাইস ডাম্পলিং। অন্যটি চারকোল-গ্রিলড আইউ রিভার ট্রাউট।

烤糰子及魚 #湯滝瀑布 [14]

A photo posted by Bonnie (@bonniewen) on

ড্যানগো এবং ফিশ স্কিউয়ার।

জাপানে বছরের যেকোনো সময়ে হট স্প্রিং উদযাপন করতে পারবেন। সতেজ, ঠান্ডা বাতাসে বাইরের এই গোসলখানায় জলকেলি আনন্দময় হয়ে উঠতে পারে।

#温泉#日光#奥日光#奥日光高原ホテル 最高だった‼ [15]

A photo posted by miki (@suzuki0502) on

হট স্প্রিং, নিক্কো কোজেন হোটেল। সত্যি অসাধারণ এটা।

জাপানে বসন্তের মতো শরৎকালও খুব দ্রুত চলে যায়। অক্টোবর আর নভেম্বরের শুরুর দিকের উজ্জ্বল সুন্দর দিনের জায়গায় স্থান করে নেয় শীতের বৃষ্টি-বাদলা। যা শরতের রঙের বৈচিত্র্যকে ধুয়ে নিয়ে যায়।

এই পোস্ট লিখতে লোকেশনভিত্তিক সোশ্যাল মিডিয়া সার্চ এবং মনিটরিং টুল ইকোসেক [16]-এর সাহায্য নেয়া হয়েছে।