গল্পগুলো মাস 20 নভেম্বর 2015
‘ডাবল’ নামক খাবারের দাম বাড়ায় ত্রিনিদাদ ও টোবাগোর খাদ্যরসিকেরা উদ্বিগ্ন
ত্রিনিদাদ ও টোবাগোর জনগণের সবচেয়ে প্রিয় সকালের নাস্তা "ডাবল" নামক খাবার বিক্রেতারা ক্ষোভের সৃষ্টি করে যখন তারা ঘোষণা করে এর দাম এক ডলার বাড়ানো হবে, যদিও বাস্তবতা হচ্ছে এই খাবার বানানোর সকল উপাদানের দাম একই রয়ে গেছে।