- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিডিও ব্লগ জাপানের রাজনীতির গভীর অন্তঃ দর্শন প্রদান করছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, রাজনীতি
japan politics podcast

টোকিও অন ফায়ার হচ্ছে জাপানের রাজনীতি নিয়ে লেখা একটি নিয়মিত একটি ভিডিও ব্লগ যা তৈরি করেছে টিম ল্যাংলি। ছবি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে।

যদি আপনি জাপানী রাজনীতি সম্বন্ধে আরো জানতে চান, তাহলে টিম ল্যাংলি আপনাকে ইউটিউবে সে সম্বন্ধে ধারণা প্রদান করবে।

টোকিও অন ফায়ার [1] হচ্ছে ইউটিউবে পরিবেশিত তথ্যবহুল এবং চিত্তাকর্ষক এক ইংরেজি ভাষী ভিডিও ব্লগ (ভ্লগ) যা জাপানের রাজনীতির গভীর অন্তর্দর্শন তুলে ধরছে।

জাপানের প্রখ্যাত মিডিয়া ফিক্সার টিম ল্যাংলির [2]-এর প্রযোজনায় টোকিও অন ফায়ার এই মূহূর্তে জাপানের রাজনীতিতে যা কিছু ঘটছে তা উপস্থাপন করছে। প্রখ্যাত ইংরেজি ভাষী ধারা বর্ণনাকারী মাইকেল কুচেক এর ধারাবর্ণনা সহ এর বিষয়বস্তুর মধ্যে থাকে সাম্প্রতিক সাড়া জাগানো টিপিপি চুক্তি [3] থেকে বিতর্কিত [4] নতুন নিরাপত্তা বিষয়ক খসড়া আইন [5]

নিচের এই পর্বে ল্যাংলি আর কুচেক এবং কিওতো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ন্যান্সি স্নো [6] জাপানের বিরোধী দলগুলো নিয়ে আলাপ করছে।

যদিও অনেক প্রকাশনা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে জাপানের রাজনীতি নিয়ে সংবাদ প্রদান করছে, এটা খুব দুর্লভ যে জাপানের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ইংরেজি ভাষায় গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষজ্ঞ নয় এমন প্রকাশনায় সাধাণত জাপানের রাজনীতির জটিল দিকগুলো বিশ্লেষণ ও উন্মোচনের চেষ্টা ব্যর্থ হয়।

এক ঘণ্টা ব্যপি এই ভ্লগ এর কাঠামোকে ধন্যবাদ, ল্যাংলী এবং সহকর্মীরা স্বাধীনভাবে বিষয় বেছে নিয়ে এ নিয়ে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারে। এরকম বিস্তারিত আলোচনা প্রতিষ্ঠিত প্রকাশনায় বিরল।

টোকিও অন ফায়ার সাধারণ আমেরিকার দৃষ্টিভঙ্গি দিয়ে জাপানের মূল ধারার রাজনীতি বিষয়ে সংবাদ প্রদান করে থাকে, এবং সামাজিক ন্যায়বিচার দৃষ্টিভঙ্গি থেকে কোন বিশ্লেষন সাধারণত থাকে না।

ল্যাংলী নিজে এক আইনজীবী এবং সরকারী এবং বেসরকারি প্রতিষ্ঠান –এর উপদেষ্টা এবং জাপানের সাথে যার গভীর বন্ধন রয়েছে। তিনি তোহুকু বিশ্ব বিদ্যালয় থেকে আইনের ডিগ্রী অর্জন করেন এবং পূর্বে তিনি জাপান সংসদের এক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন।