- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

‘দ্রোনচিতা'র সাথে পরিচিত হোন, মেক্সিকোর প্রথম গ্রাফিটি-শিল্পী দ্রোন

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, মেক্সিকো, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, যুবা, শিল্প ও সংস্কৃতি

২০১৪ সালের অক্টোবরে মেক্সিকো শহরের জোকালো চত্বরে ‘রাষ্ট্র এটি করেছে’ লেখার কারণে বিখ্যাত রেহিস্তে [1] নামের যৌথ প্রকল্পটি তাদের অজ্ঞাতনামা পরিবারের একজন নতুন সদস্যকে পরিচিতি করিযেছে: উড়ন্ত দ্রোন, দ্রোনচিতা।

ইগুয়ালার গণ অপহরণের প্রথম বার্ষিকীতে, দ্রোনচিতা'র প্রথম কাজটি ছিল মেক্সিকীয় রাষ্ট্রপতি এনরিকে পেনিয়া নিয়েতোর প্রতিকৃতির গ্রাফিটি এঁকে তার পদত্যাগ দাবী করা। গ্রাফিটিতে বলা হয় ‘সব কিছু পরিবর্তন করার সময় এটি'।

২০১৪ সালের ২৬শে সেপ্টেম্বর তারিখে আয়োতজিনাপা থেকে উধাও হয়ে যাওয়া ৪৩ শিক্ষানবীশ শিক্ষক স্থানীয় পুলিশ কর্তৃক আক্রান্ত হবার পর থেকে এখনও নিরুদ্দেশ রয়েছে। কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে একটি কার্টেল যুবকদেরকে হত্যা করেছে এবং তাদের দেহ পুড়িয়ে দিয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্তদের মাতাপিতারা এই সরকারী বিবৃতিকে বিশ্বাস করে না।

আয়োতজিনাপা'র ঘটনাটি মেক্সিকোতে বিদ্যমান সহিংসতা ও দূর্নীতির  — এবং এই মারাত্মক সমস্যার সমাধানে পেনিয়া নিয়োতোর ব্যর্থতা উপর তীর্যকভাবে আলোকপাত করেছে।

উপরের ভিডিওটি ইংরেজী অনুবাদসহ দেখুন।