- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রাইজা রুইজ এর কাহিনী, যখন সে দিব্যি বেঁচে আছে, তখন তাকে মৃত ঘোষণা করা হয়েছে

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ভেনেজুয়েলা, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা
Raiza Ruiz. Imagen tomada de Radio Ambulante.

রাইজা রুইজ, ছবি রেডিও আম্বুলান্তে থেকে গ্রহণ করা

রাইজা রুইজ এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যখন তিনি দিব্য বেঁচে আছেন তখন আইনগত ভাবে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

শেষ লাইনটি থেকে কি আরো একবার পড়তে চান? এক্ষেত্রে আপনি একমাত্র ব্যক্তি নন। তবে রাইজা রুইজ এর জন্য এটা একটা এক বিচিত্র বাস্তবতা, যে কিনা ভেনেজুয়েলার আমাজানিয়া প্রদেশে যাওয়ার পথে সংঘঠিত এক বিমান দুর্ঘটনার একমাত্র বেচে যাওয়া যাত্রী। সে সময় রুইজা এই রাজ্যের রাজধানী পুয়ের্টো আয়াকুচোর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই দুর্ঘটনার ঘটনার সময় রাইজার বয়স ছিল ২৬ বছর এবং সে তখন উক্ত এলাকার এক আদিবাসী সম্প্রদায়ের এক শিক্ষানবিস চিকিৎসাবিদ হিসেবে কাজ করছিল:

Decía yo en la selva: ‘Aquí no me muero, aquí no me muero. A mi que me encuentren. Yo me muero en Caracas y cuando yo quiera.’ Imagínate tú qué osada, qué necia, qué horror.

রেইন ফরেস্টে-এ আমি নিজেকে বললাম,, “আমি এখানে মারা যেতে চাই না, আমি এখানে মারা যেতে চাই না। তারা আমাকে খুঁজে বের করবে। আমি যখন চাইব, তখন আমি কারাকাসের মারা যাব”। এর মাঝে যে সাহসিকতা, মূঢ়তা, এবং যে আতঙ্ক রয়েছে সে বিষয়টি কল্পনা করুন…

এই বেদনাদায়ক ঘটনা আজীবনের জন্য তার মাঝে ছাপ ফেলে গেছে। এই দুর্ঘটনার পর রুইজ নিজেকে বেশ কিছু অদ্ভুত পরিস্থিতির মাঝে আবিষ্কার করে, যার মধ্যে রয়েছে পুলিশ কর্তৃক তার বিবৃতিকে খারিজ এবং বাতিল করে দেয়া, কারণ পুলিশ কোন একজন জানিয়েছিল যে আসলে রুইজ মারা গেছে।

নীচে আপনারা তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে পাবেন, যা স্প্যানিশ ভাষায় প্রদান করা হয়েছে, আর এর শিরোনাম “এক মৃতের উপাখ্যান, ভুলক্রমে যা ভবিষ্যদ্বাণী করা হয়েছে [1]”, এটি তৈরি করেছে রাফায়েল ডেভিড সুলবারিয়ান,যিনি প্লামাভালোটিল.কমের সাংবাদিক এবং নির্দেশক, যার সাথে ছিলেন আমাদের সিলভিয়া ভিনাস, যিনি ল্যাটিন আমেরিকার গ্লোবাল ভয়েসেস-এর প্রাক্তন সম্পাদিকা। এই সাক্ষাৎকারের ইংরেজিতে অনুবাদের প্রতিলিপি এখানে [1] রয়েছে।