২০১৪ সালের ৭ই নভেম্বর ইথান জুকারম্যান ঘোষণা দেন যে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন। যে ওয়েব ডোমেইনটিকে আমরা ১০ বছর ধরে পাবার আকাঙ্খা করে এসেছি তা যে কেউ নিয়ে নিতে পারে, এবং নরক গুলজার লেগে যাক বা প্রবল জলচ্ছাস যাই হোক না কেন সে এটি জয় করতে যাচ্ছে।
ডোমেইনটি ছিল globalvoices.org, যেটি ২০০৫ সালে সাইটটি চালু করার দিন থেকেই গ্লোবাল ভয়েসেস ওয়েব সাইটের ঠিকানা হিসেবে পরিদর্শনকারীরা তাদের ব্রাউজার-এ দেখতে পেতেন যদি এই পৃথিবীটা সর্বদাই কারো অনুকূলে কাজ করতো। কিন্তু তখন এটি অলাভজনক প্রতিষ্ঠান এ্যামেরিকা স্পিক্স-এর মালিকানাধিন ছিল, যাকে এটি বিক্রয় করার জন্য প্রভাবিত করা যায় নি। আমাদের বিকল্প ছিল এই দীর্ঘ, পেল্লায় globalvoicesonline.org, যেটি আমাদের ব্যবসায়িক কার্ডের প্রান্ত ছাড়িয়ে গেলেও এবং এর কারণে কেউ কেউ ‘গ্লোবাল ভয়েসেস অনলাইন’ হিসেবে আমাদেরকে উদ্ধৃতি দিলেও আমরা একে ভালবেসে ফেলেছিলাম।
বছরের পর বছর ধরে আমরা আমেরিকাস্পিকস এবং তাদের ঐ ডোমেইন নামের উপর নজর রেখেছি। ২০১৪ সালের শুরুতে, আমরা ১৯ বছর পর আমরা বন্ধ হয়ে যাচ্ছি জানতে পারার পর আমেরিকাস্পিকস এর সম্পত্তি বিক্রয় করে ফেলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সাথে অল্প কয়েকটি আশাপ্রদ কিন্তু পরিশেষে ফলাফলবিহীন আলোচনা করি। তারপরই ৭ই নভেম্বর ইথানের কাছ থেকে চিরকুটটি আসে যাতে উল্লেখ ছিল যে globalvoices.org বাজারে এসেছে এবং সে এটি পাবার জন্য গোড্যাডি-তে নিলাম যুদ্ধ শুরু করতে যাচ্ছে। আমরা তার সৌভাগ্য কামনা করলাম এবং পরবর্তী কয়েকটি ঘন্টা রুদ্ধশ্বাসে, সফলতার আকাঙ্খায় আঙ্গুল চেপে ধরে, এবং আমাদের নিজস্ব সৌভাগ্যের কবচগুলোকে আঁকড়ে ধরে অপেক্ষা করে থাকলাম।
‘আমরা পেয়েছি’
সেদিন বিকেল ৬:০৭ ঘটিকায় আমাদের ইনবক্স-এ একটি ইমেইল এসে থামলো যার বিষয় স্থানে লেখা ছিল ‘আমরা পেয়েছি'। ‘সুতরাং…,’ ইথান লিখেছে, ‘আমরা এখন এর গর্বিত মালিক।’
আমরা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাস না করতাম তবে কোন সন্দেহ নেই যে এক বোতল স্যাম্পেইন খোলা হতো, কিন্তু এমন কি এই কার্যত জয়ধ্বনিও ছিল কোলাহলপূর্ণ ও সক্রিয় উদ্দীপনাময়। মাত্র কয়েক সপ্তাহ আগে আমরা আমাদের সর্বপ্রথম ব্লগ প্রচারের ১০ বছর পূর্তি করেছি, এবং আমাদের আনুষ্ঠানিক ১০ম জন্মদিবস পালিত হবে আর মাত্র কয়েক সপ্তাহ পর। পরিশেষে আমাদের সংস্থা ও ডোমেইনের নামগুলোকে যথাযথ বিন্যস্তভাবে হাতে পাবার থেকে ভাল ১০ম জন্মদিনের উপহার আর কি হতে পারে!
এর উপর একটি এস যোগ করুন
একটি নতুন ডোমেইনের অধিকার গ্রহণ করা এক বিষয়–এটিকে আমাদের ৩০টির বেশী একটি আর একটি সাথে সংযুক্ত, বহুভাষাভাষী ওয়ার্ডপ্রেস সাইটের সারিতে এর বাস্তবায়ন করা সম্পূর্ণ অন্য বিষয় ছিল, বিশেষভাবে আমরা এটিকে HTTP থেকে আরও নিরাপত্তাযুক্ত HTTPS স্থানান্তরণের সঙ্গে সমলয়ী করতে পরিকল্পনা করছিলাম, যে পরিবর্তনটি অনেক দিন ধরেই করা হচ্ছিল।
বিগত বেশ কয়েকটি মাস ধরে, আমাদের মন্ট্রিল-ভিত্তিক কারিগরি প্রধান জেরেমী ক্লার্ক কার্ল এ্যালেকজান্ডার-এর সহায়তায় এই দুই সম্পর্কহীন কিন্তু আন্তসংযুক্ত প্রক্রিয়াগুলোর জটিলতা ও কৌশলগত দিকগুলো সমাধানের কাজ করে যাচ্ছিলেন।
সেপ্টেম্বরের ১৫ তারিখে আমরা ডোমেইন স্থানান্তরের কাজটি শেষ করি, এবং প্রক্রিয়াক্রমে সর্বদাই চালু থাকা HTTPS কে আমাদের প্রধান প্রধান সাইটগুলোতে সক্রিয় করি। https://www.globalvoices.org এখন আমাদের ঠিকানা যেটি আপনারা আমাদের মূল ইংরেজী সাইট, এবং রাইজিং ভয়েসেস-এর মতো সাবডোমেইনগুলো পরিদর্শন করলে আপনাদের ব্রাউজারে দেখতে পাবেন, আমাদের অনুবাদ সাইটগুলোও globalvoices.org বহন করছে।
এই পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্টজন এবং নিকট বন্ধুদের কাছে আরও প্রাণবন্ত ‘এ্যাডভক্স’ নামে পরিচিত গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসী-এর পুর্বের ইউআরএল থেকে বিশাল ৯টি অক্ষর ছেটে ফেলা হয়েছে, এবং সেটি এখন সুতনু https://advox.globalvoices.org -এ পরিণত হয়েছে। পরবর্তী সপ্তাহগুলোতে আমরা গর্বের সাথে এ্যাডভক্সকে আমরা আমাদের আনুষ্ঠানিক নাম হিসেবে সাইটির মার্কা ও প্রতীকের মধ্যে ধারণ করবো।
এবং আমাদের কাজ এখনও শেষ হয় নি। সকল পাতাগুলোকে HTTPS হিসেবে সাজানোর পরও আমরা জানি যে আমাদের সেটআপে থাকা সংকেতলিপির কোন কোন বিষয়ে আরও কাজ করার প্রয়োজন আছে যাতে সর্বশেষ নিরাপত্তা প্রটোকলের অনুবর্তী হওয়া যায়। কিন্তু আমরা এই বড় বড় পদক্ষেপগুলো নিতে পারার জন্য গর্বিত। আমরা ইথান, জেরেমী, এবং কার্লকে এগুলো সম্ভব করে তোলার জন্য করা পরিশ্রমের জন্য সেলুট দেই!