রুশীয় আদালত গুগলকে জিমেইল-এ ‘ব্যক্তিগত যোগাযোগ পত্র পড়ার’ দায়ে জরিমানা করেছে

A Russian court has decided that Google's targeted ads violate user's right to private correspondence. Images: Email by Martha Ormiston and video surveillance by Ji Lee from the Noun Project. Mixed by Tetyana Lokot.

গুগলের বাছাই করা বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত যোগাযোগ পত্রে অধিকার লঙ্ঘন করে বলে রুশীয় একটি আদালত রায় দিয়েছে। ছবি: বিশেষ্য প্রকল্প থেকে মার্থা অর্মিসটন কর্তৃক ইমেইল এবং জি লী কর্তৃক ভিডিও নজরদারী। তেতিয়ানা লোকোট ছবিগুলোর মিশ্রণ করেছেন। 

মস্কো শহরের আদালত গুগলকে বাছাই করা অনলাইন বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে ‘যোগাযোগ পত্রের গোপনীয়তা লঙ্ঘনের‘ কারণে ৫০ হাজার রুবল (৭৬৫ মার্কিন ডলার) জরিমানা হিসেবে প্রদান করার জন্য রায় দিয়েছে, কারণ এটি একজন ব্যবহারকারীর জিমেইল হিসেবের পত্রের বিষয়বস্তুর উপর ভিত্তি করেই করা হয় বলে আদালত দেখেছে।

ইয়াকেটেরিনবার্গ-এর বাসিন্দা আন্তন বুরকভ প্রথম যখন সন্দেহ করতে শুরু করলেন যে কোম্পানীটি তার ব্যক্তিগত যোগাযোগ পত্রগুলো পাঠ করছে তার পরপরই ২০১৫ সালের গোড়াতেই গুগল কর্পোরেশনের বিরুদ্ধে তিনি মামলা করার সিদ্ধান্ত নিলেন। ইয়াকেটেরিনবার্গ মানবতাবাদী বিশ্ববিদ্যালয়ের ইউরোপীয় আইন বিভাগের উপ-প্রধান বুরকভ তার বন্ধুদেরকে ইউরোপীয় মানবাধিকার আদালত পরিদর্শনের একটি পূর্ব-পরিকল্পিত ভ্রমণ সম্পর্কে ইমেইল করছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে বিভিন্ন বিজ্ঞাপন তাকে স্ট্রাসবুর্গ-এ হোটেলে থাকা ও ভিসা পরিষেবার বিভিন্ন প্রস্তাব দিচ্ছিল।

Я обнаружил это совершенно случайно, с правой стороны всех моих писем я увидел рекламу и понял, что она содержит данные из моих писем. То есть, их роботы запрограммированы так, чтобы собирать информацию о пользователях и выдавать контекстную рекламу.

আমি এটি অপ্রত্যাশিতভাবেই আবিষ্কার করি, আমি দেখি যে আমার ইমেইলগুলোর ডান পাশে কয়েকটি বিজ্ঞাপন ছিল এবং আমি অনুধাবন করলাম যে সেগুলোর মধ্যে আমরা চিঠিগুলোর মধ্যে থাকা কিছু তথ্য রয়েছে। সুতরাং, তাদের রোবটগুলোকে ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য এবং প্রাসঙ্গিক বিজ্ঞাপন সরবরাহ করার উপযোগী করে তৈরী করা হয়েছে।

২০১৫ সালের ২১শে এপ্রিল তারিখে মস্কোর একটি জেলা আদালত বুরকভের মামলাটিকে অস্বীকার করে, কিন্তু ব্যবহারকারী পরবর্তীতে পুনর্বিচারের প্রার্থনা করতে উচ্চতর আদালতে গমণ করে দাবী করে যে গুগল পত্র যোগাযোগের গোপনীয়তায় তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। এখন মস্কো শহর আদালত বুরকভের অনুকূলেই রায় দিয়েছে, যদিও আদালতের সংবাদ-পরিষেবা দপ্তর শুধুমাত্র ৫০ হাজার রুবল জরিমানা করার কথা উল্লেখ করেছে, এবং ব্যবহারকারীদের যোগাযোগের পত্র থেকে তথ্য নিয়ে ব্যবহার করা থেকে গুগলকে বিরত রাখার বুরকভের প্রাথমিক দাবীর বাস্তবায়ন করতে আদালত রুল জারি করেছে কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলে নি

জিমেইলের পরিষেবা সংক্রান্ত শর্তবলী ও গোপনীয়তার নীতি-তে যে ধরনের ব্যবহারকারী উপাত্ত ও তথ্য এই পরিষেবাটি সংগ্রহ করে থাকে তা বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। গুগল হিসেব নিবন্ধন করার সময় ব্যবহারকারী যে তথ্য প্রদান করে সেগুলোও এগুলোর মধ্যে আছে, সেই সাথে সাথে কার্যাবলীর তালিকা সংক্রান্ত তথ্য যেমন বিষয়বস্তু সন্ধান করার তালিকা, যন্ত্রের তথ্য (এর নকশা, অপারেটিং সিস্টেম, ইত্যাদি) এবং অন্যান্য তথ্য, যেমন অবস্থান। অন্যদিকে, এর সহায়ক ওয়েবসাইট-এ  ‘জিমেইলে বিজ্ঞাপন‘ সংক্রান্ত একটি অনুচ্ছেদে জিমেইল বলছে: জিমেইলকে লক্ষ্য করে বিজ্ঞাপনগুলো সম্পূর্ণ সয়ংক্রীয়, এবং আপনাকে বিজ্ঞাপন বা সংশ্লিষ্ট তথ্য দেখানোর জন্য কোন মানব আপনার ইমেইল বা গুগল হিসেব সম্পর্কিত তথ্যগুলো পাঠ করে না।

রাশিয়ার আদালতের রায় বা জরিমানা বিষয়ে কিভাবে তারা প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে গুগল এখনও কোন মন্তব্য করেনি। এপ্রিল মাসে রুশীয় গুগল কার্যালয় আরআইএ ‘নোভোস্তি'কে জানায় যে রুশীয় কোম্পানীটি জিমেইল পরিষেবার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল না, এবং যে কোন অভিযোগ সম্পর্কে অবহিত করতে যুক্তরাষ্ট্রে অবস্থিত গুগল ইনকরপোরেটেড-কে উদ্দেশ্য করে করতে হবে।

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .