আজ ত্রিনিদাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুপুরের খাবার সময় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে বন্যা দেখা দেয় এবং উদ্বেগ তৈরি হয় যে আবহাওয়ার বিরূপ প্রভাব ভোট প্রদানের উপর না প্রভাব ফেলে। এমনকি কয়েকজন নেট নাগরিক বিস্মিত যে আবহওয়ার কারণে ভোট প্রদানের সময় যৌক্তিক ভাবে বাড়ানো উচিতঃ
Rain like the proverbial “peas” for #trinidad #elections pic.twitter.com/LNUNREXosD
— Wesley Gibbings (@wgibbings) September 7, 2015
ত্রিনিদাদের নির্বাচনে বৃষ্টি প্রবাদের মত শান্তি বর্ষণ করছে
Heavy rainfall in T&T on election day. Photo taken by Achsah Gulston along the Churchill Roosevelt Highway #S6TT pic.twitter.com/sYM5mgjDHf
— CCN TV6 (@tv6tnt) September 7, 2015
নির্বাচনের দিন ত্রিনিদাদ এন্ড টোবাগোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। চার্চিল রুজভেল্ট মহাসড়কের এই ছবিটি তুলেছেন আচশাহ গুলস্টোন।
Midday rains seemed to have affected the flow of early-afternoon voters in the Couva South constituency.
— Jabari Fraser (@JabariFraser) September 7, 2015
দুপুরের এই বৃষ্টিপাতের মনে হচ্ছে দুপুরের শুরুতেই দক্ষিণ কোউভা নির্বাচনী এলাকায় ভোট প্রদানের উপর প্রভাব ফেলতে যাচ্ছে।
এই বাজে আবহওয়া দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক জ্যামের সৃষ্টি করেছ, ঠিক সুনির্দিষ্ট স্থানে যেখানে ঘোষণা করা হয় গুরুত্ব অনুসারে বাস ছাড়ার নির্ধারিত রুট, এমন এক সড়কপথের যে সব স্থান গণ পরিবহন এবং জরুরী কাজে ব্যবহৃত-গাড়ির জন্য সংরক্ষিত, সেগুলো আজ ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য খুলে রাখা হবেঃ
Lots of cars on the road heading East and Central #traffic #PushForPower @tv6tnt #S6TT pic.twitter.com/tuHkTt9XZC
— Achsah Gulston (@AGulstonTV6) September 7, 2015
অজস্র গাড়ী রাস্তায় এবং পূর্ব এবং মধ্যখানের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে
Priority Bus Route is open to the public until midnight – @mowigovtt #S6TT
— CCN TV6 (@tv6tnt) September 7, 2015
অগ্রাধিকার ভিত্তিতে চলা বাস যে সব পথ দিয়ে গমন করত, সে সব রাস্তা আজ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে
এদিকে যখন কেউ কেউ বৃষ্টির কারণে বন্যার পানিতে আটকে পড়া অবস্থায় নিজেকে আবিষ্কার করেছে, তখন অন্যরা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সামান্য বৃষ্টিপাত তাদের অধিকার অনুশীলনের পথে বাঁধা হয়ে দাঁড়াবে না:
Fire officers helping people stranded because of the rain/flood. Corner South Quay & Charlotte St. @tv6tnt #s6tt pic.twitter.com/6XgCGrkuvn
— Kejan Haynes (@KejanHaynes) September 7, 2015
বৃষ্টি/ বন্যার কারণে অগ্নি নির্বাপক কর্মকর্তারা কর্নার সাউথ কোয়ে এবং শার্লটে স্ট্রিট এ আটকে পড়া নাগরিকদের সাহায্য করছে।
Rain or Sunshine my vote will count #elections2015 @tv6tnt pic.twitter.com/EY8YMA4S4k
— Hannah Bee (@MzzzzBee) September 7, 2015
বৃষ্টি অথবা রৌদ্রজ্জ্বল দিন যাই হোক না কেন, আমি আমার ভোট প্রদান করব।
@tv6tnt Voted on a rainy day at polling booth #129. pic.twitter.com/58coptqI3i
— Darren (@Darren_017) September 7, 2015
বৃষ্টির দিনে এক ভোট কেন্দ্রে।
@tv6tnt so happy I voted today no rain would stop me. pic.twitter.com/zOTlAr13xK
— Lariel-God's lioness (@laurella_s) September 7, 2015
আজ আমি খুশি যে আমি ভোট দিতে পেরেছি, কোন বৃষ্টি আমাকে থামাতে পারেনি।
একজন টুইটার ব্যবহারকারী এমন একজনকে একটি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে যে হয়ত আবহওয়ার কারণে ঘরে বসে থাকার কথা বিবেচনার করছে :
#PushForPower @tv6tnt Protect your franchise. Rain doh keep us from feteing it cah keep us from voting. pic.twitter.com/pxBWdwNJPr
— Marissa Davis (@triniMRD) September 7, 2015
নিজের অধিকার রক্ষা করুন। বৃষ্টি আমাদের ভোট প্রদান করা থেকে বিরত রাখতে পারবে না।
রোহডা ভারথ নামের এক ফেসবুক ব্যবহারকারী বিষয়টিকে আরো পরিষ্কার ভাবে তুলে ধরেছে:
ভোট দেওয়ার সময় শেষ হতে আর ৯০ মিনিট বাকী।
বৃষ্টিকে ভোটের বিপরীতে জিততে দেওয়া যাবে না।
ঘর থেকে বের হয়ে আসি এবং ভোট দেই।
ফেসবুকে, সংবাদিক ভেরনন ও'র্যায়লি রামেশ্বর ঝড়ো মেঘের ছবি আর তার নিচে শিরোনাম প্রদান করে প্রচার মাধ্যম যে ভাবে পরিস্থিতিকে তুলে ধরছে সে বিষয়টিকে আঘাত করার সুযোগ ছাড়েনি:
এবং পুরো দেশজুড়ে, যেমনটা তারা নিজেদের ভাষায় যে হিজিবিজি বর্ণনা করেছে, সে হিসেবে তারা নিজেরাই নিজেদের উদ্ভাবনী লেখার প্রতি হেসেছে…। এমনকি ভারী বৃষ্টিপাতও উৎসাহী ভোটদাতাদের উৎসাহে পানি ঢালতে পারেনি।
যদিও বিষয়টি হয়ত খুব গতানুগতিক, তবে দেখা গেছে আবহওয়া খারাপ হোক বা না হোক এখানে ভোট প্রদানের হার অনেক বেশী:
People reaaaaal voting boy – WHEEEEEEE FOOT pic.twitter.com/l1XoHV9F5Z
— Leslie Ann Boisselle (@trinilab) September 7, 2015
নাগরিকেরা সত্যিকার অর্থে ভোট দিচ্ছে–
My Instagram feed is filled with ink-stained finger-selfies, meaning it's Election Day in T&T! Here's the low-down: http://t.co/NZPAhBEwG9
— Martine Powers (@martinepowers) September 7, 2015
আমার ইনস্টাগ্রাম ফিড কালি দিয়ে পূর্ণ আঙ্গুলের সেলফিতে ভরে গেছে, এর মানে হচ্ছে ত্রিনিদাদ এবং টোবাগোতে আজ ভোট হচ্ছে। এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়িয়ে দেয়া হয়েছে, এখন ৭ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে, আর এর-কারণ বন্যা এবং যানজটের মত অনাকাঙ্খিত ঘটনা, যার ফলে ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছাতে দেরী হয়েছে।
Due to weather conditions, EBC extends voting to 7 pm in Trinidad only pic.twitter.com/an7TCGRCRj
— CCN TV6 (@tv6tnt) September 7, 2015
আবহওয়ার কারণে, ইবিসি কেবল ত্রিনিদাদে ভোট গ্রহণের সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করেছে।