
আজ বিকেলে গাজার মারিনা এলাকা ধূলি ঝড়ে ঢেকে যায়। টুইটার ছবি প্রদর্শন করেছে @শাওয়াইশন।
আজ মধ্যপ্রাচ্যের পশ্চিম অংশ জুড়ে প্রচণ্ড এক ধূলিঝড় বয়ে যাচ্ছে, যা আগামীকাল বয়ে যাবার কথা, যার ফলে কোন কোন দেশে ঠিক সামনের দৃশ্যও দেখা কঠিন হয়ে পড়ছে এবং এর কারণে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যায় আক্রান্ত হয়ে কিছু লোককে হাসপাতালে যেতে হচ্ছে । এই ধূলিঝড় লেবাননকে ঢেকে ফেলেছে, যেখানে অন্তত পাঁচজন ব্যক্তি নিহত হয়েছে এবং এবং শ্বাস সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়ে সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশ, এবং মিশর, ইরাক, তুরস্ক এবং সাইপ্রাস-এ ৭৫০ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। এই ধূলিঝড়, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক এবং অনেক বার প্রদর্শিত হয়েছে, তা মধ্যপ্রাচ্যের এই অংশে অনেক দূর্লভ এক ঘটনা, যা সাধারণত এত ব্যাপক ভাবে সংঘঠিত হয় না, তবে এই রকম ঘটনা সৌদি আরবে অনেক সাধারণ।
এখানে কয়েকজন ফটোগ্রাফারের তোলা এই ঘূর্ণিঝড়ের ছবির কয়েকটি প্রদর্শন করা হল।
জর্ডান:
জর্ডানে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রতিষ্ঠান (ইউনাইটেড নেশন্স রিফুজি এজেন্সির বা ইউএনএইচসিআর) সেখানকার জাত্তারি নামক শরণার্থী শিবিরের এই ছবি প্রকাশ করেছে, যেখানে ৮০,০০০ সিরীয় শরণার্থী বাস, তারা দেশটির গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে এখানে পালিয়ে এসেছে:
Terrible weather in #Zaatari today. Nine main clinics+hospital are providing nebuliser treatment & masks to refugees pic.twitter.com/DEaYYoCjvQ
— Za'atari Camp (@ZaatariCamp) September 8, 2015
জাত্তারির আবহাওয়া আজ প্রচণ্ড বাজে। নয়জন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের নেবুলাইজার দেওয়া হয় এবং শরণার্থীদের ধুলো প্রতিরোধী মুখোশ পড়তে হয়।
লেবানন:
লেবাননে বাস করা সিরীয় শরণার্থীরাও খুব একটা ভাল নেই। ইউএনএইচসিআর-এর গণ যোগায়োগ বিষয়ক সহযোগী খালেদ খাব্বার এই সমস্ত ছবি প্রদর্শন করেছে, যা তাদের বিপর্যয়কর অবস্থাকে তুলে ধরেছে:
Massive sandstorm hits North #Lebanon, affecting refugees already living in challenging conditions. pic.twitter.com/l0nLCO2SFT
— Khaled Kabbara (@khaled_kabbara) September 8, 2015
উত্তর লেবাননে তীব্র এক ধূলিঝড় আঘাত হেনেছে, যে সমস্ত শরণার্থী চরম প্রতিকূল অবস্থায় বাস করছে ইতোমধ্যে এই ঝড় তাদের আক্রান্ত করেছে।
60 yrs. old Khodr covering his face from dust, he is one of many Syrian refugees affected by the sandstorm #Lebanon pic.twitter.com/HzlC7U81bO
— Khaled Kabbara (@khaled_kabbara) September 8, 2015
৬০ বছর বয়স্ক খোদর ধুলো থেকে বাঁচার জন্য নিজের মুখ ঢেকে রেখেছেন, তিনি হচ্ছেন সেই সমস্ত অনেক সিরীয় নাগরিকদের মধ্যে একজন, যিনি লেবাননে এই ধূলিঝড় দ্বারা আক্রান্ত হয়েছেন।
এ্যালেক্স থমসন টুইটারে এই ভিডিও প্রদর্শন করেছে যাতে বৈরুত ধুলায় ঢেকে যাচ্ছে, বৈরুতের নাগরিকরা বলছে যা তারা এ জীবনে এ রকম কিছু দেখার কথা স্মরণ করতে পারছেন না:
Look what blew in from Syria pic.twitter.com/g0aSyXDTPC
— alex thomson (@alextomo) September 8, 2015
সিরিয়া থেকে দেখ কি এসে আঘাত হেনেছে।
সিরিয়া
বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েন, যিনি এই এই মূহূর্তে সিরিয়ায় বিবিসির সংবাদদাতা হিসেবে কাজ করছেন, গতকাল এই ঝড় শুরু হওয়ার পর থেকে তিনি তার টুইটারে এ সংক্রান্ত তাজা সংবাদ প্রদান করে যাচ্ছেনঃ
Big sandstorm across #Syria pic.twitter.com/hJGt1LMf2J
— Jeremy Bowen (@BowenBBC) September 7, 2015
সিরিয়ার উপর দিয়ে এক বিশাল ধূলিঝড় বয়ে যাচ্ছে।
আজ সকালে, তিনি জিজ্ঞেস করেছেন:
Where's #Damascus gone? The huge Middle East dust storm continues. #Syria pic.twitter.com/tBBHWfJlWX
— Jeremy Bowen (@BowenBBC) September 8, 2015
দামেস্ক কোথাও উধাও হয়ে গেল? মধ্যপ্রাচ্যে যে বিশাল ধূলিঝড় শুরু হয়েছে, তার আর থামার লক্ষণ নেই।
মিশর:
সামের আল আথ্রুস কায়রো থেকে এই ছবিটি প্রদর্শন করেছে:
Central Cairo blanketed by dust pic.twitter.com/ntIK4huQgK
— Samer Al-Atrush (@SameralAtrush) September 8, 2015
কায়রোর কেন্দ্রস্থল ধুলোয় ঢেকে গেছে।
ইজরায়েল:
এই ছবিটি আজ তেল আবিবের দুপুরবেলার দৃশ্য যা প্রদর্শন করেছে @ইগুরভিৎজ:
ללא פילטר. pic.twitter.com/JBMYA6YbbM
— ygurvitz (@ygurvitz) September 8, 2015
@ইগুরভিৎজ-এর ছবি।
নাসার ছবি:
যুক্তরাজ্যের শেফিল্ড থেকে জিওমর্ফোলজিস্ট ( পৃথিবীর গঠনবিন্যাস বিষয়ক অধ্যায়ন) রব ব্রায়ান্ট, টুইটারে নাসার এই ছবিটি প্রদর্শন করেছে :
Last few days have been seriously dusty in #syria #jordan and #Israel #modis Aqua data from 7 and 8 September #dust pic.twitter.com/7pA38QMvIU
— Rob Bryant (@sheffield_dust) September 8, 2015
গত কয়েকদিন ধরে সিরিয়া, জর্ডান, ইজরায়েল এক প্রচন্ড ধূলি ঝড় আঘাত হেনেছে. ৭ এবং ৮ সেপ্টেম্বরের একুয়া ডাটা (এ্যাকুয়া ডাটা স্টুডিও হচ্ছে এমন এক ডাটাবেজ যা এক অনুসন্ধান এবং এ্যাডমেনিস্ট্রেটিভ টুলস, এটি ডেভলাপারকে এসকিউএল স্ক্রিপ্ট তৈরি, সম্পাদনা এবং প্রকাশ করার অনুমতি প্রদান করে থাকে)।
ধারণা করা হচ্ছে আগামীকালও এই ঝড় অব্যহত থাকবে (বুধবার, সেপ্টেম্বর ৯ তারিখ পর্যন্ত)।