
ক্লাউন উইদাউট বর্ডার নামক বাৎসরিক উৎসব। ছবি মারিওই জিমানেজ ডে এম্বুন –এর যা ক্রিয়েটিভ কমন্স –এর অধীনে ফ্লিকার একাউন্ট ইমাজেন এন এসিওন একাউন্ট থেকে নেওয়া হয়েছে।
বুয়েনোস আয়ার্সের সিনেট সাম্প্রতি হাসপাতালের শিশুদের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার, সেরে ওঠার জন্য ভাঁড় রাখার আইনগত বিষয়ের অনুমোদন প্রদান করেছে। এই সমস্ত ভাঁড় শিশুদের সাথে খেলবে এবং তাদের বিনোদন প্রদান করবে।
La risa sana. Ahora es obligatoria en hospitales de Buenos Aires, Argentina> http://t.co/SF5A5iTm4j pic.twitter.com/oKwlaXmxAG @petrogustavo
— Joy (@Joy_rma) June 24, 2015
স্বাস্থ্যকর হাসি- এখন আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের হাসপাতালে-এটা অপরিহার্য
প্রধান ডারিও গোলিওয়া, যিনি আমেরিকার চিকিৎসক শিকারী প্যাঁচ এ্যাডামস –এর হাসি চিকিৎসার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন, উক্ত প্যাঁচ এ্যাডামসের হাসি চিকিৎসার বিষয়টি তুলে ১৯৯৮ সালে এই হলিউডের ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন রবিন উইলিয়ামস।
আইনের এই ধারায় বলা হয়েছে যে “হাসপাতালের গুলোসে সেই সমস্ত ব্যক্তিকে ভাঁড় হিসেবে নিয়োগ করবে যে ভাঁড়ামিতে বিশেষ দক্ষ”, তাকে সরকারি হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা এবং শর্তাবলী পূরণ করতে হবে
MAGNIFICO! Por ley, los hospitales públicos tendrán “payasos hospitalarios” pic.twitter.com/XeUTvVgoyP
— Claudina (@claudiberenguer) May 16, 2015
অসাধারণ! আইন অনুসারে এখন সরকারি হাস্পাতল গুলোতে “হাসপাতালের ভাঁড়” থাকতে হবে।
La salud, también se cura, desde el corazón. http://t.co/ygvLKwOuK3
— Pamela Luján (@PameValiente_) May 15, 2015
স্বাস্থ্য ভাল হয়ে উঠে হৃদয়ের মাধ্যমে
এই আইন প্রয়োগের প্রাক্বালে অন্যান্য অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে খেলা এবং হাস্যরস ব্যবহার করা হয় যাতে তা রোগী এবং তাদের পরিবারকে কোন বেদনা দায়ক পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সাহায্য করে, যেমন টা ডে লা প্লাটার শিশু হাসপাতাল সিস্টার মারিয়া লুডোভিকা এবং https://en.wikipedia.org/wiki/Patch_Adams অন্যান্য হাসপাতালে ঘটেছিল।
আইন প্রণয়নকারীরা বলছেন যে হসপিটালের এই পদক্ষেপ বিজ্ঞানের ভিত্তিতে নেয়া
La capacidad de la risa mejora el acto médico y esto ha sido científicamente demostrado cuando se descubre que el cortex cerebral libera impulsos eléctricos negativos un segundo después de comenzar a reír, cuando nos reímos el cerebro emite información necesaria para activar la secreción de encefalinas, que poseen propiedades similares a la morfina con capacidad de aliviar el dolor.
হাসির ক্ষমতা হচ্ছে ওষুধের কার্যকারীতা বাড়ায় যা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে বিশেষ করে যখন আবিষ্কার হয়েছে যে সেরিব্রা কোরটেক্স হাসির এক সেকেন্ড পরে ঋণাত্মক উদ্দীপনা মেলে ধরতে শুরু করে। যখন আমরা হাসি তখন মস্তিষ্কের বিভিন্ন নিঃসরণ সক্রিয় করার জন্য তথ্যের প্রয়োজন হয়, একই রকম এক প্রক্রিয়ায় মরফিন কাজ করে যার ব্যাথা দূর করতে সক্ষম।
এখন আর্জেন্টিনার সকলে মনে করছে যে ভাঁড় নিয়োগ দারুণ কোন চিন্তা। টুইটারে এই বিষয়ে বেশ কয়েকজন তাদের আপত্তি জানিয়েছে। :
aja! no hay medicos, no hay gasas, no hay medicamentos pero va a haber payasos en los hospitales!!!! http://t.co/3suLgre51I
— Pablo (@AlberdianoArg) May 19, 2015
Odio los payasos y odio los hospitales, que bueno que los juntaron en una ley #Not
— n.a.t. (@natmotorizada) May 17, 2015
আমি ভাঁড়দের ঘৃণা করি এবং আমি হাসপাতাল ঘৃণা করি, এখন তাদের এক সাথে আনার এই আইন টা কতটাই না নিদারুণ।