১ সেপ্টেম্বর ২০১৫-এ যাত্রা শুরু করা গ্লোবাল ভয়েসেস ঘড়ির কাঁটা ধরে তার অনুষ্ঠান প্রচার করতে থাকবে। দিনে রাতে ২৪ ঘন্টা হিসেবে সপ্তাহে সাত দিনই শ্রোতারা সারা বিশ্বের অনুষ্ঠান এর মাধ্যমে উপভোগ করতে পারবে,যার মধ্যে থাকবে ওয়ার্ল্ড মিউজিক, বিভিন্ন সংবাদ প্রবাহের উপর আলোচনা, তারা ভিন্ন ভিন্ন অঞ্চলের সময় সূচি অনুসারে মৌলিক কনটেন্ট শুনতে পাবে। আমাদের এয়ার টাইমের প্রো-প্ল্যাটফর্মে (যেখান থেকে এর অনুষ্ঠান সম্প্রচার করা হবে, এমন এক রেডিও ম্যানেজম্যান্ট এ্যাপ্লিকেশন), আপনারা ওয়েবব্রাউজার অথবা মোবাইলের মাধ্যমে এই সকল অনুষ্ঠান শুনতে পাবেন।
Please visit our দয়া করে আমাদের জিভি রেডিওর ল্যান্ডিং পাতায় (প্রথম অথবা যেখানে মূল সব তথ্য প্রদান করা থাকে এমন পাতা) প্রবেশ করুন যাতে আপনি দেখতে পারেন এই মূহুর্তে আপনার স্থানীয় সময় অনুসারে এখানে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকে সেদিনের অন্য সব অনুষ্ঠান সূচিও জেনে নিন। আপনারা এই পোস্টে সংযুক্ত প্লেয়ার উডগেটের মাধ্যমে সব অনুষ্ঠান শুনতে পাবেন।
আমাদের গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়-এর তৈরি করা কনটেন্ট আমরা তুলে ধরতে থাকব, যেমন আমাদের পুরস্কার বিজয়ী জিভি পডকাস্ট নামক অনুষ্ঠান, সম্প্রতি অনুষ্ঠিত আমাদের জিভি সম্মেলন এবং আমাদের তৈরি করা জিভি অভিব্যক্তি নামক অনুষ্ঠান থেকে আলোচনার অডিও। এর আগের জিভি রেডিও পোস্টে আমাদের অংশীদারদের যে সকল কনটেন্ট উল্লেখ করা হয়েছে সেগুলো উল্লেখ করা হবে, যেমন রেডিও এ্যাম্বুলান্তের ডিজিটাল স্টোরি লাইন, লাও এর পূর্ণদৈর্ঘ্য পডকাস্ট, জিভির জন্য কাজ করা মেক্সিকো এবং ঘানার অধিবাসীদের সংরক্ষিত সঙ্গীত।
এই সপ্তাহ আমরা একই সাথে আমাদের দুটি নতুন পডকাস্ট অংশীদার “স্পটলাইট এবং হাইপারলিঙ্ক-কে” স্বাগত জানাচ্ছিঃ
গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্য জ্যাকব গোরনিসকি এর সৃষ্ট স্পটলাইট পডকাস্ট–এ তুলে ধরে হয় সাক্ষাৎকার এবং সারা বিশ্বে চলতি ঘটনাবলি, তবে এই পডকাস্টে বিশেষ মনোযোগ প্রদান করা হয়েছে পূর্ব ইউরোপের ঘটনাবলীর উপর।
এই হচ্ছে স্পটলাইট-যেখানে সমাজ এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠান সেই সমস্ত ব্যক্তি এবং চিন্তাকে তুলে ধরে যা আমাদের এই বিশ্বকে পাল্টে দেবে এবং এই বিষয়কে যাতে আপনি ভালভাবে উপলব্ধি করতে পারেন তার জন্য সে এক লক্ষ্য গ্রহণ করেছে। জ্যাকব গোরনিসকি ভ্রমণ এবং প্রতিবেদন বিষয়ক ব্লগ প্রডনোজনিচ্চির নতুন পডকাস্ট- স্পটলাইট
হাইপারলিঙ্ক
একটি হাইপারস্টেজ প্ল্যাটফর্মের অংশ হিসেবে, হাইপারলিঙ্ক নামক পডকাস্ট হচ্ছে আরবি ভাষার এক অনুষ্ঠান সূচি যা প্রযুক্তির উপর মনোযোগ প্রদান করে এবং এর নির্মাতা বাশার কায়ালি (@বেশার) এবং সালেহ (@এমএসকাইয়ালি)
হাইপারস্টেজ হচ্ছে এক ডিজিটাল প্ল্যাটফর্ম যা প্রযুক্তি, সমাজ এবং সংস্কৃতিক সংবাদ ছাড়াও বিজ্ঞান এবং শিল্প সংক্রান্ত তাজা সংবাদ প্রদান করে থাকে। এই ওয়েব সাইট বিশ্বের একেবারে সাম্প্রতিকতম প্রযুক্তি, প্রযুক্তি বিষয়ক পেশাদার ব্যক্তি, এবং হাইপারস্টেজ দলের লেখা মতামত বিষয়ক পোস্টের প্রতি মনোযোগ প্রদান করে থাকে।
গ্লোবাল ভয়েসেস-এর করা টুইট–এর জন্য তার টুইটার একাউন্ট (@গ্লোবালভয়েসেস) এবং #জিভিরেডিও অনুসরণ করুন যেখানে ঘোষণা করা হচ্ছে যে এই মূহূর্তে কি ধরণের অনুষ্ঠান চলছে যার সাথে স্ট্রিম শোনার জন্য একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আর পুরো অনুষ্ঠানমালার তালিকা নীচে প্রদান করা হয়েছে।