সৃষ্টিশীল উপায়ে লেবাননে আবর্জনা সঙ্কটের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন

Some trash should not be recycled. This is a modified version of a sign held up in a protest in Lebanon shared on Twitter by @Beirutspring

কিছু কিছু আবর্জনা রিসাইকেল করা যায় না। এটা লেবাননে অনুষ্ঠিত এক বিক্ষোভে প্রদর্শিত পোস্টারের খানিকটা পরিবর্তিত সংস্করণ যা টুইটার ব্যবহারকারী @বেইরুতস্প্রিং শেয়ার করেছে। এটি রাজনৈতিক অঙ্গনে লেবাননের রাজনীতিবিদদের অবস্থান তুলে ধরেছে।

“আপনারা তীব্র গন্ধ ছড়াচ্ছেন” (টোল৩এট রসেতা৭কোম ) নামক বিক্ষোভ আন্দোলন ২০,০০০ নাগরিকের এক র‍্যালি আয়োজনে সক্ষম হয় এবং তারা কেবল দেশটির আবর্জনা বিষয়ক জটিলতার বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেনি, একই সাথে দেশটিতে ক্রমাগত দুর্নীতি করার দায়ে সরকারের পদত্যাগ দাবী করেছে

২২ আগস্ট তারিখে বৈরুতে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যে বিক্ষোভে সকল বয়স এবং শ্রেণীর মানুষ সমবেত হয় এই বিষয়টি বলার জন্য যে “সরকার তীব্র গন্ধ ছড়াচ্ছে”। ১৭ জুলাই তারিখে লেবাননের আবর্জনা সঙ্কট শুরু হয় যখন নাআমেহ সিটিতে অবস্থিত দেশটির সবচেয়ে বৃহৎ আবর্জনা ফেলার কেন্দ্র সেখানকার বাসিন্দার বন্ধ করে দেয়। এই আবর্জনার স্তুপ বৈরুত এবং মাউন্ট লেবানন এর আবর্জনা ফেলার স্থান, যে দুটি এলাকা দেশটির প্রায় অর্ধেক নাগরিকের বসতি। সরকারের আবর্জনা সঙ্কট দূর করার ব্যর্থতার কারণে সড়কে আবর্জনার পাহাড় তৈরি হয়েছে, যার ফলে আক্ষরিক অর্থে নাগরিকদের মুখে মুখোশ বা রুমাল দিয়ে হাঁটতে হয়।

নীচের এই ছবিটি ” আপনারা তীব্র গন্ধ ছড়াচ্ছেন” নামের ফেসবুকের নিজস্ব পাতা থেকে নেওয়া হয়েছে :

Mountains of trash in Beirut. Photograph from the the official Facebook page of "You Stink" movement

বৈরুতে আবর্জনার পাহাড়। ছবি “আপনারা তীব্র গন্ধ ছড়াচ্ছেন” নামক আন্দোলনের এর নিজস্ব ফেসবুকের পাতা থেকে নেওয়া।

Lebanon's garbage disposed in a hazardous manner, which harms the environment. Photograph from the official page of the You Stink movement

লেবানন বিশৃঙ্খলভাবে আবর্জন জমা করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। ছবি “আপনারা তীব্র গন্ধ ছড়াচ্ছেন” নামক আন্দোলনের এর নিজস্ব ফেসবুকের পাতা থেকে নেওয়া।

দেশটিতে যে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান তা এই সমস্যায় আরো খানিকটা আগুন ঢেলেছে। লেবানন এক বাজে অবকাঠামোর কারণ ইতোমধ্যে সমস্যায় আক্রান্ত এবং প্রতিদিন দেশটিতে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে, যে দেশে এক বছর থেকে কোন রাষ্ট্রপতি নেই। ২০০৯ সালে দেশটির সংসদ ২০১৭ সাল পর্যন্ত নিজেদের মেয়াদ বর্ধিত করেছে, কোন ধরনের নির্বাচন ছাড়াই, অস্থিরতাকে এর এক কারণ হিসেবে উদ্ধৃত করা হয়েছে।

এ ছাড়া এই র‍্যালিতে লোকজন রাজনৈতিক পোস্টারও বহন করে, কেউ কেউ এই আন্দোলনের প্রতি অন্যদের আকর্ষণের জন্য সৃষ্টিশীল কিছু উপায় ব্যাবহার করে।

সৌদি সাংবাদিক আহমেদ আল ওমরান এক ব্যক্তির ছবি টুইট করেছে যে মনে করছে সরকারের চরিত্র তার প্রেমিকার মতঃ

লেবাননের এই বিক্ষোভের এখন পর্যন্ত সেরা পোস্টার।

রানা হারবি একগুচ্ছ ছবি প্রদর্শন করেছে, ভদ্রমহিলা ভাবছেন যে একগুলো মজাদার এবং “ গতানুগতিক লেবাননের চিত্র”। কয়েকজন পুরুষ প্রতিবাদের ভাষাকে তুলে ধরার জন্য ভিন্ন ধরনের পোষাক পড়েছে:

আজকের বিক্ষোভের কিছু মজাদার ছবি। চিরাচরিত লেবাননের নাগরিকেরা

এই ব্যক্তিটি সত্যিকার অর্থে তুলে ধরতে চায় স্তুপ হয়ে থাকা আবর্জনার গন্ধ কত তীব্র, যা সারা বৈরুত জুড়ে ছড়িয়ে পড়েছে, আর এভাবে সে এটা তুলে ধরেছে:

আজকের বিক্ষোভের কিছু মজাদার ছবি। চিরাচরিত লেবাননের নাগরিকেরা

এক বিক্ষোভকারী লেবাননের রাজনীতিবিদদের পর্ণ তারকার সাথে তুলনা করার মত সাহসিকতা প্রদর্শন করেছে, যে বলছে যে দেশের রাজনীতিবিদদের চেয়ে তার সম্মান বেশীঃ

আমাদের রাজনীতিবিদদের চেয়ে মিয়া খলিফার সম্মান বেশী। আপনার কি শুনতে পাচ্ছেন।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নাগরিকরা এই ধরনের আরো সৃষ্টিশীল ছবি বিনিময় করেছে :

"Either you leave, or we won't give birth. #YouStink"

হয় তোমরা এলাকা ত্যাগ করবে, তা না হলে আমরা সন্তান জন্ম দেওয়া বন্ধ করব (সূত্র-অজ্ঞাত)

ইয়াসমিন বেলআউট একটি ছবি প্রদর্শন করেছে যে ছবিটিকে সে সৃষ্টিশীল এক ছবির প্রতীক হিসেবে তুলে ধরেছে। এখানে লেখা আছে, আমাদের কাছে আছে মুরগী এবং রসুন স্যান্ডউইচ, আপনারা কি আমাদের ভেতরে প্রবেশ করতে দেবেন”

হাহাহাহাহা আমি শপথ নিয়ে বলছি, আমি আমাদের নাগরিকদের সৃষ্টিশীলতা পছন্দ করি।

যখন তারা বলছে যে সকলে বিক্ষোভে যোগদান করেছে, তারা সত্যিকার অর্থে বলছে যে সকলে, যার মধ্যে চলচ্চিত্রের চরিত্র অর্ন্তভুক্ত :

এক পর্যায়ে ব্যাটম্যান এসে আমাদের সাথে যোগ দিয়েছে।

যেহেতু লেবাননের নাগরিকরা আগামিকাল আরো বিক্ষোভের জন্য নিজেদের উদ্বুদ্ধ করেছে, সে কারণে লেবানন সংক্রান্ত আমাদের আরো সংবাদের জন্য আমাদের সাথে থাকুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .