জাপানে গাড়ির যন্ত্রাংশ বিক্রির এক অভিনব বিজ্ঞাপন দেশটির স্যোশাল মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেছে।
জি স্পোর্টস, যার মালিক এবং পরিচালনায় রয়েছে গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা, সেই জি স্পোর্টস এক অভিনব বিজ্ঞাপন তৈরি করেছে যাকে জি-এর বেসবল বেসবল পার্টি বলে অভিহিত করা হচ্ছে।
এই ভিডিওর বিষয় হচ্ছে একদল পথচারী, তারা হঠাৎ এক খেলায় যোগ দেয়, হাতে বেসবল তুলে নেয়। অংশগ্রহণকারীরা অসাধারণ সব ক্যাচ ধরে, এবং গাড়িকে আরো উন্নত করছে। এই বিজ্ঞাপনের প্রথম উদ্দেশ্য পণ্য বিক্রির করা–যদিও সেটি ভিডিওর সব শেষ দৃশ্যের পূর্ব পর্যন্ত স্পষ্ট হয় না।
মার্চে এই ভিডিও প্রকাশিত হয় এবং ইতোমধ্যে অবিশ্বাস্য পরিমাণ ৮০ লক্ষ বার ইউটিউবে এটি দেখা হয়েছে।
স্যোশাল মিডিয়ার তথ্য অনুসারে এই বিজ্ঞাপনে যে আবেদন, তাতে এটাকে বিজ্ঞাপন হিসেবে তুলে ধরা হয়নি:
TOYOTA G's Baseball Party https://t.co/YX4vNrLHtl CMのクオリティがすんげえ高い。 だが売ろうとしている「商品」がCMに追いついてない、気がするw pic.twitter.com/dVk1U7GqG5
— まさひろ⊿P10広島最終日へGO!! (@masahiro2010) August 7, 2015
এই বিজ্ঞাপনের মান সত্যই ভাল! যদিও আপনার এই অনুভূতি হতে পারে যে এই বিজ্ঞাপন তাদের বিক্রি করা পণ্যের চেয়ে ভাল হতে পারত। দারুণ!
লেখকের ভাষ্যঃ মার্ক আলডেয়ার-এর চিন্তার ভিত্তিতে টুইটের সর্বশেষ অনুবাদ করা হয়েছে।