জাপানে রেলগাড়িতে ভুলে ফেলে যাওয়া আজব বস্তু যতো

IMG_2604

আজব সব কারণে জাপানিরা রেলগাড়িতে নিজেদের ব্যবহার্য জিনিসপত্র ফেলে যান। ছবি তুলেছেন নেভিন থম্পসন।

প্রতিদিন রেলগাড়িতে যাতায়াত করেন এমন জাপানিজের সংখ্যা অনেক। গুনে শেষ করা যাবে না। কিন্তু প্রতিদিনই তাদের মধ্যে থেকে অনেকেই রেলগাড়ির ভিতরে এমন সব জিনিসপত্র ফেলে যান, যা হাস্যরসের উদ্রেক করে।

সম্প্রতি ফেলে যাওয়া এই হাস্যরস উদ্রেককারী জিনিসপগুলো জাপানি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে।

রেলগাড়িতে কি একটা টমেটো দেখা যাচ্ছে?!

জাপানের সংকলন ওয়েবসাইট হিসেবে পরিচিত মাতোমি নাভারের ব্যবহারকারী সান্ত আকা সান টুইটার থেকে ছবি নিয়ে এই হাস্যরস উদ্রেককারী জিনিসপগুলোর একটি তালিকা তৈরি করেছেন। ছবিগুলো দেখে হাসি পেলেও কিছু কিছু সময় আপনার কাছে জটিল মনে হতে পারে।

সানের পোস্টটি ইতোমধ্যে ৮ লাখ ২০ হাজার বার দেখা হয়েছে। তিনশ’ জনের বেশি মানুষের কাছে এটি প্রিয় পোস্ট হিসেবে বিবেচিত হয়েছে।

ভুলে যাওয়া এইসব জিনিসপত্র বিষয়ে সান্ত আকা সান বলেছেন:

何が起こるかわからない電車内。忘れ物もその例外ではありません。

রেলগাড়ির ভিতরে আজব ঘটনা ঘটতেই পারে। ভুলে ফেলে যাওয়া জিনিসপত্র এর বাইরে নয়।

সান্ত আকা সানের লেখায় যেসব ছবি ব্যবহৃত হয়েছে, তার কয়েকটির শিরোনাম “রহস্যময়” দেয়া যেতে পারে।

ব্যবহারকারীরা ভেবে পান না মানুষজন কেমন করে এসব জিনিস ভুলে রেলগাড়িতে ফেলে আসতে পারে:

ছাতার একটা অংশ। কেউ একজন ভুলে ফেলে গেছে। আমি ভেবে পাই না, এটা কীভাবে সম্ভব হয়েছে।

ফেলে রেখে যাওয়া অন্যান্য জিনিসপত্র নিয়েও অনেকেই বিস্মিত হয়েছেন:

আপনি উল্লেখ করে দিন যে, অন্য কোনো দিন কেউ একজন… রেলগাড়ির ভিতরে ভুলে ফেলে গেছে… ? কিন্তু এটা এমন একটা জিনিস যেটা আপনার ভুলে যাওয়ার কথা নয়। এইটার সাথে কী ঘটেছিল? (´△`)

রেলগাড়িতে বসে মেয়েদের সাজগোজ করা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তাদের সাজগোজের ব্যক্তিগত কোনো জিনিস রেলগাড়িতে ফেলে যায়, তখন কী ঘটে দেখুন:

এটা দেখতে নকল আইল্যাসের মতো। রেলগাড়িতে পড়ে আছে। কেউ একজন ফেলে গেছে…

電車の中の忘れ物。これはお化粧用?

A photo posted by Akira Takagi (@akiratakagi) on

এটা দিয়ে মেক-আপ নেয় না?

কিছু কিছু সময় কেউ কেউ রেলগাড়িতে এমন সব জিনিস ফেলে যান, যা সবার নজরে পড়ে:

কেউ একজন রেলগাড়িতে বনসাই চারা ফেলে গেছেন, হা হা হা…। এটা দেখতে অদ্ভুত লাগছে। কেউ এটার কাছাকাছি সিটে বসতে চাইছেন না।

আমরা সিনাগাওয়াতে আছি। এটাই শেষ স্টেশন। রেলগাড়ির কন্ডাক্টরকে দেখে মনে হলো, সে সত্যি সত্যি আহত হয়েছে। সে শুধু বলতে পারলো, হাহ্?

চায়ের কেটলি ফেলে গিয়ে কেউ একজন সত্যি সত্যি রহস্যময় ঘটনার জন্ম দিলেন। তিনি কে, কেন চায়ের কেটলি ফেলে গেলেন?

একজন টুইটার ব্যবহারকারী রেলে কুড়িয়ে পাওয়া একটি জিনিসের ছবি পোস্ট করেছেন, যাতে আসল মালিকের কাছে এটা ফিরিয়ে দেয়া যায়:

আজকে সকালে আমি এই দু’টি জিনিস কুড়িয়ে পেয়েছি। কেউ একজন ভুলে রেলে ফেলে গিয়েছিলেন। আমি খুব ভালো ছেলে। আমি স্টেশনের একজন কর্মীর কাছে রেখে এসেছি।

যারা রেলগাড়িতে জিনিসপত্র ভুলে ফেলে যান, তাদের উদ্দেশ্য ব্যবহারকারীরা পরামর্শ দিয়েছেন:

電車から降りてすぐに落し物・忘れ物に気がついたら、乗った電車の時刻・号車、そしてできれば電車の最後部にある電車番号(3〜4桁の数字とアルファベットで表示される)を控えましょう

যখন আপনি রেলগাড়িতে জিনিসপত্র ফেলে যাবেন: যখনই মনে হবে আপনি কোনো কিছু রেলগাড়িতে ফেলে এসেছেন, তখনই রেলগাড়িতে ফিরে আসুন। রেলগাড়িতে যখন উঠবেন, যদি পারেন গাড়ি বা বগির নম্বরটা টুকে নিন। নম্বর খুঁজে পাবেন গাড়ির একদম পিছনের দিকে।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .