- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পুয়ের্টোরিকোর এক সমবেত সঙ্গীত আকাশে খানিকটা আনন্দ বয়ে এনেছে

বিষয়বস্তু: ক্যারিবিয়ান, ল্যাটিন আমেরিকা, পুয়ের্টো রিকো (us), নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, রাজনীতি

ইকুয়েডোর থেকে আগত বিমান যাত্রীরা এক বিস্ময়ের মুখোমুখি হয় যখন তাদের কয়েকজন সহযাত্রী ঠিক যখন বিমান পুয়ের্টোরিকো অবতরণ করতে যাচ্ছে এমন অবস্থায় কায়েইয়েতে অবস্থিত পুয়ের্টোরিকো বিশ্ববিদ্যালয়ের সমবেত সঙ্গীত বোরিনকুয়েন-এর সূর্যোদয় (কাপেল্লা আমানসেয়ের বোরিনকানো) গাইতে শুরু করে। এই দ্বীপে আদিবাসী টাইনো জন গোষ্ঠীর নাগরিকদের বোরিনকুয়েন বা বোরিকেন নামে অভিহিত করা হয়।

কিছু কিছু যাত্রী এই মুহূর্তটি ভিডিওতে ধারণ করে এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে পুয়ের্টোরিকো ভয়াবহ এক অর্থনৈতিক সঙ্কট এবং তীব্র খরার ভেতর দিয়ে যাচ্ছে। আমানসেয়েরা বোরিনকানো নামক গানটি লিখেছে অ্যালবার্টো কারিওন। এই গানের মধ্যে দিয়ে দ্বীপের সৌন্দর্য, এর নাগরিক, ঐতিহ্য, আশা এবং ভবিষ্যতের কথা তুলে ধরা হয়েছে

ইকুয়েডোরের এক সঙ্গীত সম্মেলনে এই গানটি পুয়ের্টোরিকোর প্রতিনিধিত্ব করেছে।