নাগাসাকিতে একটি মিথষ্ক্রিয় সফরঃ বোমা বর্ষণের আগে এবং পরের চিত্র

Atomic Bomb Epicenter in 2015 - Urakami, Nagasaki

নাগাসাকি শহরের ইউরাকামিতে ২০১৫ সালে আণবিক বোমা কেন্দ্র। নেভিন থম্পসনের তোলা ছবি।

জাপানের দক্ষিণ-পশ্চিমের শহরটিতে ১৯৪৫ সালের ৯ আগস্ট তারিখে পারমাণবিক বোমা নিক্ষেপের আগে ও পরের নাগাসাকির একটি মিথস্ক্রিয় মানচিত্র তৈরি করতে গুগল আর্থ ব্যবহার করেছে দ্যা নাগাসাকি আর্কাইভ

এই ওয়েব টুলটি মূলত সমগ্র ওয়েব জুড়ে ছড়িয়ে থাকা তথ্যগুলো সংগ্রহ করেছে এবং বোমা বিস্ফোরণে বেঁচে যাওয়া মানুষগুলো ইউটিউবে যে গল্প বলেছেন তার সাথে মিলিয়ে দেখছে। উদাহরণ স্বরূপ বলা যায়, বোমা বিস্ফোরণগুলো যখন ঘটেছে তখন যারা নাগাসাকিতে ছিলেন তাঁদের সুনির্দিষ্ট অবস্থান সহকারে তথ্য সংগ্রহ করা।

スクリーンショット 2012-07-16 23.34.10

নাগাসাকি আর্কাইভ পরিচালনা করতে উইন্ডোজ অথবা ম্যাক ওএসএক্স ১০ দশমিক ৬+ এর জন্য গুগল আর্থ প্লাগ ইন প্রয়োজন।

এছাড়াও হিরোশিমা পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনা খুঁজে বের করতে ওয়েবসাইটটি একই ধরণের ওয়েব টুল তৈরি করেছে। পাশাপাশি ১৯৪৫ সালের শুরুর দিকে ওকিনাওয়ার রক্তাক্ত যুদ্ধ যেখানে ১ লক্ষ ৫০ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে, সেই ঘটনাগুলোও একইভাবে তুলে ধরা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .