ইরানের অভ্যন্তরে বিবিসি কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া সম্পর্কে সংস্কৃতি ও ইসলামী পথ নির্দেশন মন্ত্রণালয়ের দেয়া ঘোষণাটি ইরানের তাসনিম সংবাদ সংস্থা প্রকাশ করেছে। ইরানের দেশীয় এবং বিদেশী প্রেস প্রবিধান এই মন্ত্রণালয়টি নিয়ন্ত্রণ করে থাকে।
তাসনিম সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র খবরটি জানিয়েছেন। সাক্ষাৎকারে তাঁরা ঘোষণা করেন, শীঘ্রই বিবিসি ওয়ার্ল্ড বিশেষভাবে সংবাদ সংগ্রহ করে প্রতিবেদনের জন্য নেদারল্যান্ডের বংশোদ্ভূত বিবিসি সাংবাদিকদের একটি দল সে দেশে প্রবেশ করবে। মুখপাত্র আরও ঘোষণা করেছেন যে সিদ্ধান্তটি দেশের গোয়েন্দা ও পুলিশ বাহিনী সঙ্গে আলোচনা করে নেয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কে দেয়া আরেকটি সাক্ষাৎকারে মন্ত্রনালয় থেকে পরবর্তিতে স্পষ্টভাবে জানান হয়েছে যে শুধুমাত্র বিবিসি ওয়ার্ল্ড এর বিশেষ সংবাদ সংগ্রহের জন্য এই পরিবর্তন সাময়িকভাবে স্থায়ী হবে। এ বিষয়ে বিবিসি এপি’কে বলেছে, তাঁরা ইরান সরকারের নতুন সিদ্ধান্তের ব্যাপারে এখনও কিছু শোনেনি।
ইরানিদের অনেকের কাছে দেশের ভেতরে বিবিসি ফার্সি একটি জনপ্রিয় স্যাটেলাইট এবং অনলাইন সংবাদ উৎস। উল্লেখ্য, ২০০৯ সালের সবুজ বিপ্লবের সময় বিবিসির বিরুদ্ধে দেশটিতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ এনে কর্তৃপক্ষ তখন থেকে ইরানের অভ্যন্তরে বিবিসি ফার্সি সেবার কার্যক্রম বন্ধ করে দেয়।
বিবিসি ফার্সি ও ইংরেজি উভয় ওয়েবসাইটই ইরানের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে। বিবিসি ফার্সি অনলাইন ২০০৬ সালে সর্বপ্রথম বন্ধ করা হয়েছিল এবং তখন থেকে অবৈধ উপগ্রহের মাধ্যমে ইরানে এর সম্প্রচার দেখানো হচ্ছিল।