- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চাক্কু, হাজার বছর ধরে আন্দিজের সেরা ভিকুনা উল সংগ্রহের এক ঐতিহ্যবাহী প্রথা

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, পেরু, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম
Imagen en Flickr del usuario Marcelo Dondo (CC BY-ND 2.0).

ফ্লিকারের মার্সেলো ডোনডোর [1] ছবি (সিসি বাই-এনডি ২.০)

প্রতি বছর, পেরুতে চাক্কু [2] নামক এক বিশেষ কাজ শুরু হয়, আর এর শুরু হয় যখন উলের জন্য ভিকুনার ( লামাদের এক দূর সম্পর্কের আত্মীয়) শরীর থেকে তার লোম সংগ্রহের মাধ্যমে, এই কাজটি করা হয় জুনের শেষ সপ্তাহে আইয়াকুচো পাম্পা গালেরাস বারবারা ডি আচিলে [3] নামক প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে, এখানে ঐতিহ্যগত ভাবে ভিকুনা শিকার স্প্যানিশদের আগমনের আগে থেকে চলে আসছে।

“আসুন চাক্কু শুরু করি” ( “চাকুতাই জাইয়ায়াকুসা”!) বলে জোরে এক আওয়াজ তোলা হয়, আর তার জবাবে ‘চাক্কু’ শব্দটি উচ্চারণের মধ্যে দিয়ে বার্ষিক এই কর্মসূচি শুরু হয়, টুরিসিমো.পেরু ওয়েব সাইটে যেমনটা বর্ণনা করা হয়েছে [4]:

Chaccu es una palabra quechua que es utilizada para una práctica específica, la cual consiste en la persecución, captura y esquila de las vicuñas. Para este proceso se rodea al grupo de animales dentro de una amplia extensión que poco a poco se va cerrando hasta poder obtener a cada uno de estos para ser esquilados.

চাক্কু হচ্ছে এক কোয়েচুয়া শব্দ যা বিশেষ অনুশীলনের জন্য ব্যবহার করা হয়, ধাওয়া করা, ধরা এবং ভিকুনাসের লোম চেঁছে তোলা-এই শব্দ দিয়ে তুলে ধরা হয়। এই কাজের জন্য বিশাল এক এলাকা জুড়ে এই প্রাণীদের ঘিরে ফেলা হয় এবং শিকারীরা ক্রমশ তাদের দিকে এগিয়ে যেতে থাকে, যতক্ষণ না তাদের ধরা হয় এবং লোম বেছে তুলে ফেলা হয়।

আন্দিজ এলাকায় উট গোত্রীয় যে চারটি প্রাণী রয়েছে [5] ভিকুনা হচ্ছে তার মধ্যে একটি :

La vicuña es el animal que tiene la fibra natural más fina del mundo –un kilogramo de fibra de vicuña tiene un precio superior a los cuatrocientos dólares. Vive en grupos encabezados por un macho adulto y se reproduce una vez al año. La captura de la vicuña demanda gran esfuerzo físico, no solo por su velocidad, sino principalmente porque vive en las partes altas de los Andes, en la puna o páramo, una zona de alta montaña caracterizada por su clima hostil.

ভিকুনা হচ্ছে এমন এক প্রাণী যার শরীরের রয়েছে বিশ্বের সবচেয়ে সেরা পশম-ভিকুনার এক কিলোগ্রাম পশমের দাম কখনো চারশ ডলারের বেশী হয়ে থাকে। ভিকুনারা দলবেঁধে চলে, বছরে একবার বাচ্চা প্রসব করে। ভিকুনা ধরার জন্য প্রচুর শারীরিক শক্তির প্রয়োজন হয়, কেবল শুধু গতির জন্য নয়, মূলত তাদের বাস আন্দিজের উচ্চ পর্বতে, পুনা অথবা পারামোতে, এই দুটি এলাকা হচ্ছে উঁচু পর্বতময় এলাকা যা তার প্রতিকূল আবহাওয়ার জন্য পরিচিত।

এই প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে প্রাণী বা পশমের কোন ক্ষতি না করে ভাকুনার লোম সংগ্রহণ করা। একবার যদি ভিকুনার শরীর থেকে লোম সংগ্রহ করা শেষ হয়, তখন সংগৃহীত লোমকে আরেক প্রক্রিয়ার জন্য পাঠানো হয় [5]:

Un grupo de personas, principalmente mujeres, se encargan de recibir el vellón y lo doblan con especial técnica como si fuera una camisa que se empaca para un viaje. Doblan las mangas y el cuerpo del vellón hasta obtener un paquete de 15 por 15 cm que se introduce en una bolsa de polietileno, etiquetando el origen de la fibra y si es de macho o hembra. Luego de terminar la esquila, se cuenta el número de animales esquilados y se libera a todas las vicuñas hasta el próximo año.

মূলত মেয়েদের নিয়ে গঠিত একটি দল এই পশম গ্রহণ করে এবং এক বিশেষ প্রক্রিয়া এগুলোকে ভাজ করে, যেন একটি শার্ট ভ্রমণের জন্য প্যাকেট করা হচ্ছে। যতক্ষণ না ১৫ গুণন ১৫ সেন্টিমিটারের এক প্যাকেট তৈরী হয় ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকে, যা এক পলিথিন ব্যাগে রাখা হয়। এই ব্যাগের উপরে এক লেবেল থাকে যেটি নির্দেশ করে, এই লোমের উৎপত্তি স্থান এবং সেটা কি পুরুষ নাকি নারী ভিকুনা-এর লোম। একবার চূড়ান্ত ভাবে যখন তার পশম সংগ্রহের কাজ শেষ হয়, তখন প্রাণীগুলোকে গণনা করা হয় এবং পরবর্তী বছর একই কাজ করার পূর্ব পর্যন্ত তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

২০১২ সালে পেরুর কৃষি মন্ত্রণালয় দেশটিতে কতগুলো ভিকুনা রয়েছে সে বিষয়টি গণনা করার জন্য পুনরায় এক জরিপ কর্মসূচি পুনরায় চালু করে [6]। সরকারের প্রাপ্ত তথ্য অনুসারে দক্ষিণ আমেরিকার উট প্রজাতির এই প্রাণীটার সংখ্যা ২০৯ টি, যা ২০০০ সালের তুলনায় ৭৬ শতাংশ বৃদ্ধি ঘটেছে। আয়েকুচা হচ্ছে সেই এলাকা যেখানে বেশিরভাগ ভিকুনা বাস করে, এক হিসেবে এখানে বসবাসকারী ভিকুনার সংখ্যা ৬২টি যা মোট ভিকুনাসের শতকরা ২৯ শতাংশ।

ব্লগ আল পাকাস ইয়া আল পাকুরাস ২০১২ সালে জাতীয় ভিকুনা জরিপের ফলাফল তুলে ধরেছে [7]:

Los resultados arrojan que la población total de vicuñas en el Perú es de 208.889 animales de los cuales el 70% está en condición silvestre y el 30% en condición de semicautiverio.

এই জরিপের ফলাফল প্রদর্শন করছে যে ভিকুনার সংখ্যা ২০৮,৮৮৯ টি, যার মধ্যে ৭০ শতাংশ বন্য এবং ৩০ শতাংশ খানিকটা বন্য থেকে ক্রমশ আরো বন্য প্রাণীতে পরিণত হচ্ছে ।

টুইটার ব্যবহারকারী চাক্কু তোলার কয়েকটি ছবি প্রদর্শন করেছে:

চাক্কু হচ্ছে সহস্র বছরের এক ঐতিহ্য ভিকুনার পশম উত্তোলন প্রক্রিয়া… এবং ভাবুন আমরা এটা উপভোগ করছি যার জন্য ডঃ এ বারাক [সাম্প্রতিক মৃত্যুবরণ করা ডঃ আন্তোনিও বারাক [10] ছিলেন এক কৃষি প্রযুক্তিবিদ, পরিবেশবিদ এবং গবেষক ছিলেন যিনি ছিলেন পেরুর প্রথম পরিবেশ মন্ত্রী)-এর কাজকে ধন্যবাদ।

২০১৫ সালের পাম্পা ন্যাশনাল পার্কে জাতীয় চাক্কু–এর জন্য প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছি।

পেরু চাক্কু নামক পশম সংগ্রহ কর্মকাণ্ডের প্রস্তুতি চলছে, পূর্ব পুরুষের এই ঐতিহ্য অনুষ্ঠিত হয়ে থাকে পাম্পা গালেরাস ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত হয়ে থাকে।

ফেসবুকে, আভেন্তুরা সিন লিমিটেড সাম্প্রতিক চাক্কু তোলার ছবি পোষ্ট করেছে [20]