- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কে মার্কেল হতে চান? ক্লিক করুন এবং এই খরচ কমানোর উদ্যোগ খেলার আনন্দ নিন

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, গ্রীস, কৌতুক, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, রাজনীতি
Screenshot from

দৈবচয়ন খরচ কমানোর উদ্যোগ খেলার স্ক্রিনশট।

হাসি ব্যথার জন্য শ্রেষ্ঠ ওষুধ এবং এই নতুন অনলাইন গেইমটি [1]মাত্র কয়েক দিন আগেই এসেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এথেন্স এবং ইউরোপ জুড়ে রাজনীতির উপড় আধিপত্য বিস্তারকারী কঠোরতা পরিমাপ নিয়ে গেইমটি বিচক্ষণতার সাথে ব্যঙ্গ করছে।

র‍্যানডম অস্টেরিটি মেজার জেনারেটর গেইমের দাপ্তরিক ফেইসবুক পেইজে [2]গত ১৫ জুলাই তারিখে প্রকাশের প্রথম দিনেই ২ হাজার ২ শত টিরও বেশি সংখ্যক “লাইক” পড়েছে এবং ক্রমাগত লাইকের সংখ্যা বেড়েই চলেছে। এই গেইমের স্রষ্টারা নিজেদের আড়ালেই রেখেছেন, তবে পাঠকদের উদ্দেশ্যে নিচের বার্তাটি জানিয়েছেনঃ

…গেইমটি মজা করে তৈরি করা হয়েছে। গ্রিক দ্বীপে চমৎকার এক কাপ কফি হাতে নিয়ে সঙ্কট কাঁটিয়ে উঠতে এটি গ্রীকদের সহায়তা করবে!

অংশগ্রহণকারীদের ক্লিক করতে বলা হয়েছে, আর করলেই তাঁরা দেখতে পাবেন গ্রীক প্রধানমন্ত্রী টিসিপ্রাস, এথেন্সের সাবেক অর্থমন্ত্রী ভারোউফাকিস, এমনকি ঋণগ্রস্ত ইতালি এবং পর্তুগালকে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং কঠোরতা আরোপ নিয়ে ইইউ এর সবচেয়ে বিতর্কিত প্রবক্তা জার্মান অর্থমন্ত্রী সেয়ুবলকে [3]সন্তুষ্ট করতে আর কি কি করতে হয়েছে।

খেলায় “প্রচন্ড মাদকাসক্ত অবস্থায় টিসিপ্রাসকে ৬৯ ঘন্টার জন্য জাস্টিন বিবারের গান শোনাতে” পারেন। অথবা আপনি স্পেনের “প্রধানমন্ত্রীকে এক পায়ের উপড় ভর দিয়ে ৪২ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখতে পারেন”, “ঈর্ষা ও হিংসা তৈরি করতে ইতালির শতকরা ৪ ভাগ শিশুকে ১১ টি আইফোন দিয়ে অন্যান্যদের পুরাতন মোবাইল দিয়েই সন্তুষ্ট রাখতে” পারেন। আরেকটি অপশন দিয়ে আপনি “ভারোউফাকিসকে নাচাতে এবং গাওয়াতে পারবেন মার্কেল ‘আমার এনাকন্ডাদের’ ১৪ গুণের সমান।

গ্লোবাল ভয়েসেসের লেখক গেইমটি খেলে দেখেছেন। তবে অবশ্যই তা গবেষণার জন্য; আর এর ফলাফল ছিল মজারঃ

আমার দৈবচয়ন খরচ কমানোর খেলা। আপনারটা কি?

সেটা খাঁটি জঘন্য!

null

দৈবচয়ন খরচ কমানোর খেলার স্ক্রিনশট। সম্ভাব্য গ্রীক প্রতিক্রিয়াঃ “তবে এটি পিৎজা থেকে পনির বের করার মতো বিষয়!!”

ফলাফলগুলো এই খেলার একমাত্র হাস্যরসাত্মক দিক নয়। ইউরোগ্রুপ গ্রীসের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সময় ইউরোজোন এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা সম্প্রতি যেসব ঘটনা ঘটিয়েছেন এবং কাজ করেছেন সেগুলো নিয়ে কিছু ব্যঙ্গাত্মক ভাষ্যও লোডিং বারে দেখা যায়। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে “গণতন্ত্র আনয়ন”, “কিছু ব্যাংক বন্ধ করা”, “আপনার জন্য সিদ্ধান্ত”, “কিছু অভ্যুত্থান আনয়ন”, “বিভিন্ন বিষয় আলোচনা”, “গুরুতর এবং পরিচর্যা মনে হওয়া”, “ভোটের জিনিসপত্র” এবং এই লেখকের ব্যক্তিগত পছন্দঃ

দৈবচয়ন খরচ কমানোর খেলার স্ক্রিনশট।

ঋণদাতা, বেইলআউট (পতন থেকে রক্ষার জন্য একটি ব্যর্থ ব্যবসা বা অর্থনীতিতে আর্থিক সহায়তা প্রদানের একটি আইন), ‘গ্রি-এক্সিট’ (ইউরোজোন থেকে গ্রিসের প্রত্যাহার) এবং কঠোরতা নিয়ে নিরাশ আলোচনার মাঝে গেইমটি হাসির মুহূর্ত খুঁজে নিতে সুযোগ করে দেয়। এটিকে একবার খেলুন এবং আমাদের জানান আপনি কি পেয়েছেন!