জিভি সম্প্রদায় এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের নানা অংশীদারদের কাছ থেকে পাওয়া আকর্ষণীয় অডিও প্রচারসূচী তুলে ধরার একটি উপায় হিসেবে গত মে মাসে আমরা আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ভয়েসেস বেতার সম্প্রচার চালু করেছি। আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের সাহায্যে এই প্রবাহিত ইন্টারনেট স্টেশনে প্রবেশ করতে পারবেন। এতে সাক্ষাত্কার, বিশ্বের বিভিন্ন দেশের সংগীত এবং বিভিন্ন অডিও অনুষ্ঠান প্রচারিত হয়। আমরা এখনও বিভিন্ন সম্ভাব্য অনুষ্ঠান এবং নতুন অডিও অংশীদারের খোঁজ চালিয়ে যাচ্ছি। আমরা জুলাই মাসের জন্য সংকলিত নতুন কিছু অনুষ্ঠানের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
গ্লোবাল ভয়েসেসের অনুষ্ঠান সূচী
জিভি বেতার গ্লোবাল ভয়েসেসের পূর্ববর্তী পডকাস্টগুলো প্রচার করতে থাকবে। এই পডকাস্টগুলো আমাদের সম্প্রদায়ের বর্ধিত কাজগুলোর প্রতি সূক্ষ্মভাবে আলোকপাত করে। জিভি ফেইসের পর্বগুলোও আমরা বিশেষভাবে তুলে ধরছি, যেমন গ্লোবাল ভয়েসেসের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের সহ-প্রতিষ্ঠাতা রেবেকা ম্যাকিনন এবং ইথান জুকারম্যানের একটি অডিও কথোপকথন আমরা প্রচার করেছি। পাশাপাশি টর সম্প্রদায়ের সদস্য যাদের “ডিমিস্টিফাইং (কঠিন কথা সহজ করে বোঝানো) অনিয়ন রাউটার” বলে অভিহিত করা হয়, তাঁদের সঙ্গে এ্যাডভক্স আলোচনাগুলোও সম্প্রচার করা হচ্ছে।
আফ্রিকা চেজা হচ্ছে উগান্ডাতে কমিউনিটি সদস্য জেমস প্রোপা পরিচালিত একটি আফ্রিকান সঙ্গীত পডকাস্ট। আফ্রিকা চেজার দ্বিতীয় পর্ব এবং গ্লোবাল ভয়েসেস লাতিন আমেরিকা সম্প্রদায়ের একজন সদস্য রবার্ট ভ্যালেনসিয়া এর নেয়া একটি সাক্ষাত্কার অনুষ্ঠান সূচীতে অন্তর্ভুক্ত রয়েছে। এ সাক্ষাত্কারে তিনি আফ্রো-পেরুর অধিকারের বর্তমান অবস্থা সম্পর্কে মনিকা ক্যারিলোর সঙ্গে কথা বলেছেন।
পডকাস্টের নতুন অংশীদারেরা
ইতোমধ্যে চালু হওয়া আমাদের প্রাথমিক পোস্টে আমরা বিভিন্ন অংশীদারি প্রচারসূচীর নির্মাণ কাজ অব্যাহত রাখব। গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যদের সুপারিশের জন্য ধন্যবাদ। ভিয়েতনামের লোয়া পডকাস্ট এর মতো নতুন অংশীদারদের নিজেদের সাথে যুক্ত করতে পেরে আমরা আনন্দিতঃ
লোয়া এমন একটি পডকাস্ট, যা আজকের ভিয়েতনামকে পরিচিতি দিতে বিভিন্ন ঘটনা, ধারনা, এবং গল্প অনুসন্ধান করে থাকে। চিন্তাশীল আলোচনা, অন্তর্দৃষ্টিপূর্ণ বৈশিষ্ট্য, ঘনিষ্ঠ সাক্ষাৎকার এবং আরও বেশি কিছু, শব্দ এবং দৃষ্টিশক্তির মাধ্যমে জীবনে আনা সবকিছুর মাধ্যমে দৈনন্দিন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা যে যাত্রা শুরু করেছি তাতে আমাদের সাথে যোগ দিন।
আগামী সপ্তাহের জন্য নির্ধারিত অনুষ্ঠান সূচীতে চোখ রাখার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই। নিয়মিতভাবে নতুন অনুষ্ঠান প্রচার করে অনুষ্ঠান সূচী হালনাগাদ করা হবে। গ্লোবাল ভয়েসেসের টুইটার এ্যাকাউন্ট (@গ্লোবালভয়েসেস) থেকে টুইট অনুসন্ধান করুন এবং #জিভিরেডিও হ্যাশট্যাগের মাধ্যমে এখন কি সম্প্রচারিত হচ্ছে সে ঘোষণা দেখুন। উপড়ে উল্লেখিত প্লেয়ার উইজেটের মাধ্যমে অথবা জিভি বেতার অবতরণ পেইজের মাধ্যমে সরাসরি আপনি শুনতে পারেন। জিভি বেতার শোনার জন্য ধন্যবাদ।
সম্পূর্ণ অনুষ্ঠানসূচী