২১ বছরের বেশি বয়সী রোগীদের লিঙ্গ-পরিবর্তন করতে অস্ত্রোপচারের অনুমতি দেওয়ার অভিযোগে সেন্ট পিটার্সবার্গ স্টেট পেডিয়াট্রিক মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনত একটি মেডিকেল বোর্ড বাতিল এবং তাৎক্ষনিকভাবে ঐ কমিশনের ডাক্তারদের প্রধান দিমিত্রি ইসায়েভকে চাকুরী থেকে বরখাস্ত করেছে। একজন প্রখ্যাত ডাক্তার হিসেবে ইসায়েভের সুনাম রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি স্কুলের বিভাগীয় প্রধান। সমকামী যুব সম্প্রদায় “শিশু-৪০৪” এর কাছে সাক্ষাৎকার দেওয়ার পর তিনি “মস্কো সদম (প্রাচীন ফিলিস্তিনের একটি শহর) নয় এবং সেন্ট পিটার্সবার্গ গোমোরাহ (একটি শহর) নয়!” শিরোনামের সমকামী বিরোধী একটি গ্রুপের রোষানলে পড়েন।
লিনা ক্লিমোভা পরিচালিত এলজিবিটি যুব সম্প্রদায়ের “শিশু-৪০৪” এর সাথে একটি মুক্ত আলোচনা ধর্মী অনুষ্ঠানে তিনি গত ১৪ মে অংশ নিয়েছিলেন। একটি শিশু যখন সমকামী হিসেবে চিহ্নিত হয় তখন তাঁকে সর্বোত্তমভাবে দেখাশুনা করার ক্ষেত্রে এলজিবিটি সম্প্রদায়ের উপর রাশিয়ান আইনের কঠোরতা থেকে উঠে আসা বিভিন্ন ইস্যু নিয়ে সেখানে তাঁকে নানা প্রশ্ন করা হয় এবং তিনি তাঁর জবাব দেন।
“মস্কো সদম নয়” সংগঠনটি দুই সপ্তাহ পর ইসায়েভকে মানসিক বিকারগ্রস্ত সাবেক অপরাধী হিসেবে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে একটি চিঠি লেখা প্রচারাভিযানের আয়োজন করে। সংগঠনটি দাবি করেছে, তিনি প্রচলিত ধারার অন্যান্য মনোরোগ বিশেষজ্ঞের মতো নন। অনুমিত লিঙ্গ পরিবর্তনকারী কোন ব্যক্তি লিঙ্গ পরিবর্তনের জন্য তাঁর কাছে এলে তিনি “প্রায় কখনই” তাঁদের ফিরিয়ে দেন না। গ্রুপটি একজন শিক্ষক এবং যৌন পরিবর্তনের জন্য অনুমতি দেওয়া মেডিকেল বোর্ডের প্রধান হিসেবে তাঁর কাজ পর্যালোচনা করতে পুলিশকে আহ্বান জানিয়ে সেন্ট পিটার্সবার্গের জেলা অ্যাটর্নির কার্যালয়ে অভিযোগ পাঠাতে সংগঠনটির অনুসারীদের আহ্বান জানিয়েছে।
গত ১০ জুলাই তারিখে অনলাইনে গুজব ছড়াতে শুরু করে যে বিশ্ববিদ্যালয়টি সমকামী বিরোধী প্রচারাভিযানের চাপে পড়ে ইসায়েভকে চাকুরী চ্যুত করেছে এবং কমিশনটি বাতিল করে দেয়ার উদ্যোগ নিয়েছে। গত ১৬ জুলাই তারিখে ইসায়েভ প্রচার মাধ্যমের কাছে নিশ্চিত করেন যে বিশ্ববিদ্যালয়ে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে গেছে। যদিও বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী এই ব্যাপারে বিস্তারিত কারণ জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এত বিপুল সংখ্যক অভিযোগ এবং ফোন কলের অন্তঃপ্রবাহে সাড়া দিতে হিমশিম খেয়েছে বলে ইসায়েভ অতীতে বহুবার উল্লেখ করেছেন।
ইসায়েভ এবারই প্রথম “শিশু-৪০৪” এর কাছে কোন সাক্ষাৎকার দিলেন তা নয়। দুই বছরেরও বেশি সময় আগে রাশিয়ার ক্রমবর্ধমান “অসহিষ্ণুতা” সংস্কৃতি এবং সাধারণত এলজিবিটি সম্প্রদায়কে নিয়ে পশ্চাত্গামী বোধের সমালোচনা করে সম্প্রদায়টির সাথে বিস্তারিত কথা বলেন। এছাড়াও ইসায়েভ চাপ দিয়ে আসছেন যে সমকামীতা এবং অন্যান্য যৌন ঝোঁক প্রাকৃতিকভাবে হচ্ছে এবং পছন্দসই জীবনধারা হিসাবে বাতিল করে দেয়া যাবে না।
রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকনতাকতে’তে “শিশু-৪০৪” সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা লিনা ক্লিমোভা ইসায়েভের বরখাস্ত নিয়ে লিখতে যেয়ে বলেছেন, “আমি মনে করেছি এটি অসম্ভব হবে। এতে করে প্রমাণিত হল কেউই নিরাপদ নয়”।