সৌদি আরবের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সাউদ আল ফায়সাল ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছে

Riyadh, Saudi Arabia. 5th March 2015 -- Saudi Arabia Foreign Minister Saud al-Faisal addresses reporters during a news conference with U.S. Secretary of State John Kerry in Riyadh, Saudi Arabia. State Department photo/Handout -- John Kerry, the US Secretary of State, travels to Saudi Arabia to discuss the latest developments on the Nuclear Talks and ISIS with the GCC and to meet with King Salman of Saudi Arabia to ease the fears of the Sunni country over Shia Iran. Photograph by Demotix Live News. Copyright: Demotix

রিয়াদ সৌদি আরব, ৫ মার্চ ২০১৫, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সাউদ আল ফয়সাল রিয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের উদ্দেশ্য বক্তব্য রূপদান করছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত/বিলি করার জন্য প্রদান করা ছবি–জন কেরি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী, তিনি সাম্প্রতিক সময়ে পরমাণু চুক্তি এবং উপসাগরীয় অঞ্চলে আইএসআইএস-এর উত্থান নিয়ে আলোচনা করতে এবং শিয়া রাষ্ট্র ইরান থেকে সুন্নী রাষ্ট্র সৌদি আরবের আতঙ্ক দূর করতে সৌদি বাদশার সাথে দেখা করার জন্য সৌদি আরবে এসে উপস্থিত হন। ছবি ডেমোটিক্স লাইভ নিউজের, আজ দাবি করা হয়েছে যে আল ফয়সাল মৃত্যুবরণ করেছে। কপিরাইট ডেমোটিক্সের।

চল্লিশ বছর ধরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্ব পালন করা আল ফয়সাল আজ ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। যখন এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা আব্দে আল জুবেইর তার স্থলাভিষিক্ত হয়, সে সময় তিনি বিশ্বের সবচেয়ে বেশী সময় ধরে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করার রেকর্ড গড়েন।

আল ফয়সাল ছিলেন মধ্য প্রাচ্যের কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি, রাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনায় তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ক্ষমতা ছিল।

চল্লিশ বছর ধরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা আল ফয়সাল আজ ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। যখন এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা আব্দে আল জুবেইর তার স্থলাভিষিক্ত হন, তার পূর্ব পর্যন্ত সময় তিনি বিশ্বের সবচেয়ে বেশী সময় ধরে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করার রেকর্ড গড়েন।

সৌদি আরব নামক দেশটিকে যারা পরিচালনা করে, আল ফয়সাল ছিলেন তাদের নেতা এবং প্রধান, যার প্রমাণ হচ্ছে সাম্প্রতিক ফাঁস হওয়া সৌদি নথি গুচ্ছ। বিশাল সংখ্যক নথিতে তার কথা উল্লেখ হয়েছে, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিষয়ও তার সংশ্লিষ্টতা বর্ণনা করা হয়েছে, এবং অন্য বেশ কিছু বিশাল পরিমাণ নথিতে তার স্বাক্ষর রয়েছে যে সমস্ত নথি বিশ্বের বিভিন্ন দেশের সাথে আদান প্রদান করা হয়েছে। আদতে তিনি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের “সামষ্টিক নিয়ন্ত্রণ কর্তা”

আইনজীবী মোহাম্মদ বেল্লো, সিরিয়ার বর্তমান সঙ্কটের জন্য তাকে দায়ী করেছে:

প্রাক্তন সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সাউদ আল ফয়সাল–যিনি সিরিয়ায় সৃষ্ট সংঘর্ষের রূপকার-তিনি মৃত্যুবরণ করেছেন।

সাউদ আল ফয়সালের জন্য নির্মিত হ্যাশট্যাগে তার মৃত্যু এবং সৌদি আরবের হয়ে তার অর্জনের বিষয়টি স্মরণ করে একগুচ্ছ টুইট করা হয়েছে।

এদিকে ইরাকি নাগরিক হাদি আল মুসাউয়ি আল ফয়সালের, ইরাকে হস্তক্ষেপের বিষয়টিকে ধ্বংসাত্মক হিসেবে অভিহিত করেছে

প্রাক্তন সৌদি পররাষ্ট্র মন্ত্রী সাউদ আল ফয়সাল মারা গেছে। এখানে ইরাকে তার ধ্বংসাত্মক হস্তক্ষেপের কয়েকটি নমুনা তুলে ধরা হল।

@হাকিম নামের এক জনপ্রিয় টুইটার একাউন্ট তার ২০ লক্ষ অনুসারীর কাছে আল ফয়সালের শেষ বক্তৃতার ভিডিওটি প্রদর্শন করেছে :

সৌদি পররাষ্ট্র মন্ত্রণলায় থেকে পদত্যাগ করার আগে সাউদ আল ফয়সালের শেষ বক্তৃতা। আমরা যুদ্ধের পক্ষে কথা বলি না, কিন্তু যখন রণবাদ্য বেজে ওঠে, তখন আমরা তার জন্য প্রস্তুত।

অনেক সৌদি টুইটার ব্যবহার কারী হুবহু একই রকম বার্তা পাঠিয়েছে, তারা বলছে সৌদি আরব এখনো বাদশা আবদুল্লাহর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি।

নোরা আল খালিদি উল্লেখ করেছে:

একই বছরে দুটি আঘাতের জন্য আমরা প্রস্তুত ছিলাম না, সৌদি আরবের এই দুটি ক্ষতের এখনো উপশম হয়নি

সৌদি নাগরিক তারেক ওয়াসামি পররাষ্ট্রমন্ত্রী আল ফয়সালের কোলাজ ছবি প্রদর্শন করছে:

বিশ্ব এক অসাধারণ নাগরিককে হারিয়েছে, যুবরাজ সাউদ আল ফয়সাল, শান্তিতে ঘুমান

এবং রিয়াদের জার্মান দূতাবাস তার এক টুইটে আল ফয়সালকে “ শ্রদ্ধাভাজন রাষ্ট্রনায়ক হিসেবে” অভিহিত করেছে:

মহামান্য যুবরাজ সাউদ আল ফয়সালের মৃত্যুতে শোক প্রকাশ করছি, দীর্ঘ সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা এবং এক শ্রদ্ধাভাজন রাষ্ট্রনায়ক

তবে অন্য সৌদি নাগরিকেরা তাদের মন্তব্যে এতটা ক্ষমা শীল ছিলেন না, উপসাগরীয় অঞ্চল বিষয়ক ধারাভাষ্যকার, অনুসন্ধানী সাংবাদিক আলি আল আহমেদ তার মন্তব্যে এতটা দয়ালু ছিলেন না। তার দুটি টুইটে, তিনি আল ফয়সালকে বর্ণবাদী এবং শিয়া বিদ্বেষী হিসেবে বর্ণনা করেছেন :

প্রাক্তন সৌদি পররাষ্ট্র মন্ত্রী আল ফয়সাল, যে আজ মারা গেছে সে ছিল এক বর্ণবাদী নাগরিক এবং একজন কৃষ্ণাঙ্গকে সে কূটনীতিবিদ হিসেবে নিয়োগ দেয়নি।

তাজা সংবাদঃ প্রাক্তন সউদি পররাষ্ট্রমন্ত্রী এবং শিয়া বিদ্বেষী এক নাগরিক সাউদ আল ফয়সাল মৃত্যু বরণ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার তার ৪২ বছরের ইতিহাসে একজন শিয়া নাগরিককেও সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ প্রদান করেনি।

সৌদি নথি সংক্রান্ত আমাদের বিশেষ সংবাদ পড়ুন; উইকিলিকসে সৌদি নথি ফাঁস

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .