কম্বোডিয়ার বিংশ শতাব্দীতে তোলা কিছু দুর্লভ ছবির মাধ্যমে পুরনো সময়ে ঘুরে আসুন

Elephants in front of the Royal Palace

রাজবাড়ীর সামনে হাতি

ফরাসি আর্কাইভ ‘ন্যাশনালেস ডি আউটরে-মের’ (বৈদেশিক আর্কাইভকেন্দ্র) তাঁদের সংগ্রহে থাকা কয়েক হাজার ছবি ডিজিটাইজড করেছে, যার মধ্যে রয়েছে ফরাসি-ইন্দোচীন এর সাথে সম্পর্কিত ঐতিহাসিক সব নথিপত্র। আমরা সেই ডিজিট্যাল গ্রন্থাগারে অনুসন্ধান চালিয়েছি এবং ১৯২০ এবং ১৯৩০ সালের কম্বোডিয়ার বিরল কিছু ছবি খুঁজে পেয়েছি।

১৮৬৭ সালে কম্বোডিয়া একটি ফরাসি উপনিবেশ হয়ে ওঠে এবং ১৯৫৩ সালে স্বাধীনতা লাভ করে। ছবিগুলো ফরাসি ঔপনিবেশিক শাসনামলে কম্বোডিয়ায় দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছে। যারা শুধু কম্বোডিয়ার ঔপনিবেশিক শাসনামলের অতীত নয় বরং এর সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে আরো কিছু জানতে আগ্রহী তাঁদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ সম্পদ।

ডিজিটাল আর্কাইভে কিছু গ্রামীণ দৃশ্যগুলো পরিচিত কিন্তু সেখানে বিদ্যমান শহুরে ল্যান্ডস্কেপের অনেক কিছুই ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, যেগুলো নম পেন এবং কম্বোডিয়ার অন্যান্য শহরের দ্রুত বিবর্তনের প্রমাণ বহন করে।

নীচের ছবিগুলো প্রাচীন কম্বোডিয়ার সৌন্দর্য তুলে ধরেছে, যেটি এক সময় ‘পার্ল অব এশিয়া’ (এশিয়ার মুক্তা) নামে পরিচিত ছিল:

Ruins of Angkor

অ্যাংকর ওয়াট এর ধ্বংসাবশেষ

Aerial view of Angkor Wat temple

উপর থেকে অ্যাংকর ওয়াট মন্দিরের দৃশ্য

Phnom Penh public library

নম পেন পাবলিক লাইব্রেরি

City market of Battambang

বাটাম্বাং শহরের বাজারে

Kampot fish market

কাম্পট মাছ বাজার

Monks at the SIlver Pagoda in Phnom Penh. Photo by Têtard (René)

নম পেনে সিলভার বুদ্ধ মন্দিরে কিছু ভিক্ষু। ছবিঃ টেটারড (রেনে)

Royal Palace, Silver Pagoda in Phnom Penh. Photo by Têtard (René)

রাজকীয় প্রাসাদ, নম পেনে সিলভার বুদ্ধ মন্দির। ছবিঃ টেটারড (রেনে)

Photo by Têtard (René)

ছবিঃ টেটারড (রেনে)

The National Assembly in Phnom Penh. Photo by Lebailly

নম পেনের জাতীয় সংসদ। ছবিঃ লিবাইলি

Market square in Phnom Penh. Photo by Lebailly

নম পেনের বাজার এলাকা। ছবিঃ লিবাইলি

Ophthalmological Institute. Photo by Busy (Léon)

অপথ্যালমোলজিক্যাল ইনস্টিটিউট। ছবিঃ বিজি (লিওন)

A hospital in Phnom Penh. Photo by Busy (Léon)

নম পেনের একটি হাসপাতাল। ছবিঃ বিজি (লিওন)

Ville de Phnom Penh. "Le Royal Palace". Photo by :Busy (Léon)

নম পেনের রাজকীয় প্রাসাদ। ছবিঃ বিজি (লিওন)

A school session in Phnom Penh

নম পেনের একটি স্কুল

A Chinese school building in Battambang. Photo by Service Ciné Photo (Bureau presse information)

বাটামব্যাঙে একটি চীনা স্কুল ভবন। ছবিঃ পরিষেবা সিনে (ব্যুরো প্রেসে তথ্য)

School examination in Phnom Penh

নম পেনে একটি স্কুল পরীক্ষা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .