- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সেলফি নিরাপত্তা গাইডের মাধ্যমে আপনার জীবন রক্ষা করতে চায় রাশিয়ান পুলিশ

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, যুবা, শিল্প ও সংস্কৃতি, রুনেট ইকো
Image by Philippe Put on Flickr. CC BY 2.0.

ফ্লিকারে ফিলিপ্পের দেয়া ছবি। সিসি বাই ২.0

সেলফি (নিজের ছবি নিজে তোলা) তোলার সময় পোজ দেয়ার ঝুঁকি নিয়ে সচেতনতা বাড়াতে একটি প্রচারণার [1]অংশ হিসেবে রাশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে “নিরাপদ সেলফি” নামের একটি মাইক্রোসাইট [2]চালু করা হয়েছে।

সেলফি তোলার চেষ্টা করার সময় আহত হওয়া এমনকি মারা যাওয়া রাশিয়ানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এর ফলে সৃষ্ট উদ্বেগ বার বার তুলে ধরতে চালানো প্রচারাভিযানের গুরুত্ব মাইক্রোসাইটে ব্যাখ্যা করা হয়েছে। ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ লাইকের চেয়েও আপনার স্বাস্থ্য এবং জীবন অনেক বেশি মূল্যবান”।

“যখন কেউ তাঁদের নিজেদের ছবি তোলার চেষ্টা করে তখন তাঁদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাঁরা ভারসাম্য হারিয়ে ফেলেন, চারপাশে তাকিয়ে দেখেন না এবং বিপদ নিয়ে সচেতন থাকেন না”। মাইক্রোসাইট সেলফি ভক্তদের তাদের আশেপাশের সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করে সতর্ক করেছে।

মাইক্রোসাইট ওয়েবসাইটটি রুনেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কেননা এই প্রচারাভিযানের জন্য একটি ইনফোগ্রাফিক (তথ্য অথবা জ্ঞানের গ্রাফিক দৃশ্য প্রদর্শনী) নির্মিত হয়েছে। সেলফি তোলার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিগুলো বর্ণনা করা হয়েছে। ব্যবহারকারীদের কেউ কেউ ইনফোগ্রাফিকটিকে “প্রাণ হারানোর মূক উপায়ের” [3](রেলপথে নিরাপত্তা বাড়াতে একটি অস্ট্রেলিয়ান পাবলিক সার্ভিস ঘোষণা) সাথে তুলনা করেছেন। নীচের ইনফোগ্রাফিকটির টীকাযুক্ত সংস্করণ পরীক্ষা করে দেখুন।

Infographic from mvd.ru/safety_selfie. Translations by Tetyana Lokot.

এমভিডি ডট আরইউ/নিরাপত্তা_সেলফি থেকে নেয়া তথ্যচিত্র। টেটিয়ানা লকটের অনুবাদ করা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে রুনেট এর সৃষ্টিশীল চিন্তা কাজে দিচ্ছে এবং “নিরাপদ সেলফি” ইনফোগ্রাফিকের অন্যান্য সংস্করণের জন্য ক্রাউডসোর্সিং [4](জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহ) করা হচ্ছে, যেন এই প্রচারাভিযানের জন্য ব্যবহারকারীরা তাদের নিজস্ব ব্যাখ্যা পাঠাতে উৎসাহিত হন।