যেদিন গ্রীস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পরিশোধে ব্যর্থ হয় এবং যার ফলে নিজেকে দেউলিয়া ঘোষণা করার মত পরিস্থিতির মুখোমুখি হয়, সেই ১ জুলাই-এ, সন্ধ্যা নামার এক ঘন্টা আগে, সিএনএন এক বিতর্কিত ভাবনা তার পরিকল্পনায় গ্রহণ করে। তারা গ্রীসের দেউলিয়া হয়ে যাওয়ার চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণে টিভির পর্দায় এক ঘড়ি স্থাপন করে, যা এই ক্ষণ গণনা করা শুরু করে।
এই বিষয়টি মোটেও বিস্ময়কর নয় যে, এই ঘটনায় সাথে সাথে সারা বিশ্বজুড়ে গ্রীক নেট নাগরিকরা দ্রুত তাদের প্রতিক্রিয়া প্রকাশ করে, যারা এই ঘটনাকে অপমানজনক অথবা এক নোংরা রসিকতা হিসেবে চিহ্নিত করে। .
ব্যবহারকারী স্পিরোস ফোটিস জুনিয়র বিস্মিত :
Θα σκάσει βόμβα κ μέτρα αντίστροφα το #CNN ;
— Spiros Fotis Jr.® (@SpirosFotisJr) June 30, 2015
কোন একটি বোমা কি এক বিস্ফোরণের অপেক্ষায় আর সিএনএন কি তার ক্ষণ গণনা শুরু করেছে?
এদিকে জনি ফেভারিট ঘোষণা প্রদান করেছে :
Ακόμη και το #cnn ετοιμάζεται να 'γιορτάσει' μαζί μας την επίσημη έξοδο απο τα μνημόνια σύντροφοι… #GreeceCrisis pic.twitter.com/hgkM2t0nPO
— Johnny Favorite (@JohnnyHatz) June 30, 2015
ভাই সকল, এমনকি সিএনএন-ও আমাদের আনুষ্ঠানিক ভাবে সংস্থা থেকে বের হয়ে বিষয়টি আমাদের সাথে উদযাপনে প্রস্তুত।
অন্য এক ব্যবহারকারীর টুইটের জবাবে ব্যবহারকারী @ড্রুনুচ্চি “সিএনএনকে “সুযোগ গ্রহণকারী” হিসেবে অভিহিত করেছে:
CNN ever the opportunistic douche bags! RT @Maria_Tejero: Seriously? A #default countdown? Come on #Greece #IMF #CNN pic.twitter.com/1kDccpVglg
— Energy Field D (@drinucci) June 30, 2015
ΡΕ ΞΕΦΤΙΛΕΣ ΤΟΥ #CNN ΑΝΤΙΣΤΡΟΦΗ ΜΕΤΡΗΣΗ ΓΙΑ ΤΗΝ ΧΡΕΟΚΟΠΙΑ ΜΑΣ? #dimopsifisma #Greferendum #xeftiles
— Ioanna Mamai (@IoannaMamai) June 30, 2015
সিএনএন, শালা বেজন্মা! আমাদের দেউলিয়া হয়ে যাওয়ার ক্ষণ গুনছিস?
ব্যবহারকারীরা গ্রীসের বিষয়টি নিয়ে আলাপ করার সময় পরিহাস ক্রমে এই ঘটনার সাথে নতুন বছরের উদযাপনের বিষয়টি তুলনা করছে:
#CNN shows #Greece countdown live from Athens – Greeks prepare fireworks – Happy New Year, Vanuatu
— Keep Talking Greece (@keeptalkingGR) June 30, 2015
গ্রীসের রাজধানী এথেন্স থেকে সিএনএন সরাসরি ক্ষণ গণনার বিষয়টি তুলে ধরছে। গ্রীস আতশবাজীর জন্য প্রস্তুত, ভানুয়াতু, শুভ নববর্ষ।
ভাসিলিকি পরিহাসের সাথে এই তথ্য তুলে ধরেছে যে “যুক্তরাষ্ট্র” এখন গ্রীসকে উত্তমরূপে অবিহিত করার বিষয়ে সচেতন :
Χρεοκοπήσαμε και πλέον και επισήμως ενημερωνόμαστε από την Αμερική. #Grexit #CNN
— Vassiliki (@vasskal) June 30, 2015
যুক্তরাষ্ট্রের তাজা সংবাদ অনুসারে, আমরা এখন আনুষ্ঠানিক ভাবে দেউলিয়া।
হেলেনা ডেসকোয় এতে শ্রদ্ধা এবং মর্যাদার অভাবের দিকটি উল্লেখ করেছে:
Countdown for our final bankruptcy on #CNN. Nobody respects the Greek people.
— Helena Descou (@Helena_513) June 30, 2015
সিএনএন ক্ষণ গুনছে কখন আমরা চূড়ান্ত ভাবে দেউলিয়া হয়ে যাবে। কেউ গ্রীসের নাগরিকদের শ্রদ্ধা করে না।
এদিকে ব্যবহারকারী @টু_পাপাগালাকি এই পরিস্থিতি নিয়ে মজা করেছে, সে প্রমাণ করেছে যে গ্রীস কখনো রসিকতার মেজাজ ত্যাগ করেনি:
Ακούω το The Final Countdown και περιμένω την χρεοκοπία! #cnn #xreokopia #yolo
— Το Παπαγαλάκι (@to_papagalaki) June 30, 2015
“দি ফাইনাল কাউন্টডাউন” নামক গান শুনছি এবং দেউলিয়া হওয়ার অপেক্ষায় রয়েছি।
এই সকল চতুর মন্তব্য সত্ত্বেও-এই গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে ক্ষণ গণনার জন্য এক ঘড়ি স্থাপন করার চিন্তার ক্ষেত্রে বলা যায়-একটি রাষ্ট্রের সামগ্রিক ভবিষ্যৎ মোটেও রসিকতার বিষয় নয়-দৃশ্যত কোন এক ভাবে এটা মোটেও যথাযথ নয়।
কিন্তু সিনএনএন এমন এক টিভি চ্যানেল যা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল করছে।
উদাহরণ হিসেবে বলা যায়, গত মাসে এই চ্যানেল সমকামী শোভাযাত্রায় এক ডিলডো ব্যানারকে ভুলে আইএসআইএস-এর পতাকা হিসেবে চিহ্নিত করে:
This is the best thing I've seen all weekend! A banner of dildos mistaken for an ISIS flag at a gay parade #CNN pic.twitter.com/LEMBApMXGa
— Daniel Hopper (@DanielH_LUFC) June 28, 2015
এর আমাদের ভুলে যাওয়া উচিত নয়, এই চ্যানেলের ভুগোল সম্বন্ধে বিশেষ জ্ঞানের কথা, যেমনটা সাম্প্রতিক সময়ে গ্লোবাল ভয়েসেস এর প্রবন্ধে তুলে ধরা হয়েছে, প্রিয় সিএনএন, উগান্ডা দেশটি তানজানিয়া নয়:
২৯ জুনের সন্ধ্যায়, গ্রীসের ভবিষ্যত বিপন্ন আবস্থায় ছিল। বিদেশী নেতাদের সাথে সাংঘর্ষিক এক আলোচনার পর হাজার হাজার গ্রীক নাগরিক কঠিন শর্তে আন্তর্জাতিক ঋণ থেকে দায়মুক্তি প্রত্যাখ্যানের দাবীকে সমর্থন করে এক র্যালি বের করে। একই সময়ে গ্রীসের সব ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশটি এক অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যে পতিত হয়, এদিকে দেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দায় নিয়ে বাণিজ্য করা শুরু করে।
তবে কয়েকজন গ্রীক নাগরিকের কাছে ঋণ সঙ্কটের সংবাদ দেখার ক্ষেত্রে সিএনএন-এর বার্তা হয়ত একটা ধন্যবাদের যোগ্য, কারণ সর্বোপরি এই রকম এক কঠিন সময়ে এই সংবাদ খানিকটা মজার খোরাক হয়ে এসেছে।