বিদেশী হাঙ্গেরির নাগরিক টামাস পাকজাই বিশ্বকাপ বাছাই পর্বে কিরগিজস্তান বনাম অস্ট্রেলিয়ার ফুটবল খেলার সময় দেশটির ফুটবল জ্বরে আক্রান্ত হওয়ার ছবি ধারণ করেছে

kyrgyzstan-australia-tp-1

ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় ১৬ জুন তারিখে কিরগিজস্তান মুখোমুখি হয় অস্টেলিয়ার।

কিরগিজস্তান সকারু নামে পরিচিত বর্তমান এশীয় ফুটবল চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়াকে বেশ ভালই বেগ দিয়েছে, প্রথমার্ধে কিরগিজস্তান ১-০ গোলে পিছিয়ে ছিল, দ্বিতীয়ার্ধে দেশটি আরেকটি গোল হজম করে, এরপর তারা দারুন আক্রমণের মাধ্যমে সান্তনা সূচক গোল পরিশোধ করে- হাতের স্পর্শ সত্ত্বেও এই গোলটি এসেছিল সরাসরি এক কর্ণার কিক থেকে- ঠিক খেলার অন্তিম মূহূর্তে।

তবে দেশটিতে জনতার ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে এক প্রধান সমস্যা, যেমনটা গ্লোবাল ভয়েসেস এর এক প্রবন্ধে উল্লেখ করা হয়েছে।

কিন্তু ১৬ জুনের পড়ন্ত বিকেলে যদিও নিয়ন্ত্রণের কারণে কিছু কুৎসিত ঘটেছিল ছিল, কিন্তু পাশাপাশি একই সাথে এই ঘটনায় কিছু সৌন্দর্য্য ধরা পড়ে। মধ্য এশীয়ায় বাস করা হাঙ্গেরীয় ফটোগ্রাফার টমাস পাকজাই এমন এক দেশের ফুটবলের প্রতি নিগূঢ় ভালবাসার ছবি ধারণ করতে সক্ষম হয়েছে, যা ফিফার তালিকায় দুর্বল এক ফুটবল রাষ্ট্র এবং ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর অস্ট্রেলিয়ার মত বড় দলের সাথে খেলার সুযোগ পেয়েছে- তবে তাদের ফলাফল ছিল চিত্তাকর্ষক।

kyrgyzstan-australia-tp-2

kyrgyzstan-australia-tp-3

kyrgyzstan-australia-tp-4

kyrgyzstan-australia-tp-5

kyrgyzstan-australia-tp-6

kyrgyzstan-australia-tp-7

kyrgyzstan-australia-tp-8

kyrgyzstan-australia-tp-9

kyrgyzstan-australia-tp-10

kyrgyzstan-australia-tp-11

kyrgyzstan-australia-tp-12

kyrgyzstan-australia-tp-13

kyrgyzstan-australia-tp-14

kyrgyzstan-australia-tp-15

সকল ছবি টমাস পাকজাই-এর তার ব্লগ টমাস পাকজাই.কম

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .