আমার দেখা সবচেয়ে বাজে জনতার ভিড় নিয়ন্ত্রণঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুটবল প্রতিযোগিতা, কিরগিজস্তানের গণ বিশৃঙ্খলার সমস্যা তুলে ধরছে

Kyrgyzstan's national stadium, Spartak, when it is not hosting the Australian national team.

কিরগিজস্তানের জাতীয় স্টেডিয়াম, স্পার্টাক। এখানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সাথে কিরগিজস্তানের জাতীয় ফুটবল দলের খেলাটি এখানে অনুষ্ঠিত হয়নি। স্নিপভিউ এর করা ব্যবহারকারী জন্য তৈরী করা কন্টেন্ট থেকে ছবিটি গ্রহণ করা হয়েছে।

২৬ জুন তারিখে কিরগিজস্তান নামক মধ্য এশিয়ার দেশটি যখন ফিফা বিশ্বকাপ চূড়ান্ত পর্বে যোগ্যতা অর্জনের জন্য বাছাই পর্বের খেলায় দেশটির বিগত ২২ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচে অস্ট্রেলীয় জাতীয় ফুটবল দলের মুখোমুখি হয়, তখন মাঠের বাইরে জনতার ভিড় দেখা নুরলান বুলতুরকভ লিখেছে “ এখন আপনারা উপলব্ধি করতে পারবনে কেন ইতিমধ্যে আমাদের দেশে দুটি সফল বিপ্লব সংগঠিত হয়েছে”

খেলায় বর্তমান এশীয় চ্যাম্পিয়ান সকারুদের বিরুদ্ধে প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে প্রথমার্ধে তারা ০-১ গোলে পিছিয়ে ছিল, দ্বিতীয় আর্ধে তারা অস্ট্রেলিয়া আরেটি গোল প্রদান করে খেলার শেষ মুহূর্তে দারুণ কর্ণার কিক থেকে দারুণ এক আক্রমণের মাধ্যমে সান্ত্বনা সূচক গোল পরিশোধ করে

কিন্তু এই খেলা দেখার জন্য দর্শকদের চাহিদা ছিল প্রচণ্ড। এবং কিরগিজস্তানের সরকারী কর্তৃপক্ষ এই সমস্ত বিশালাকায় জনতার ভিড় নিয়ন্ত্রণের জন্য তেমন পরিচিত হয়। এই খেলা চলার সময় টিকিটধারী শত শত দর্শক যাদের মধ্যে কেউ কেউ স্থানীয় এবং কেউ কেউ অস্ট্রেলিয়া থেকে আসা- তাদের সবাই স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় কারণ পুলিশ তাদের ঠেলে বাইরে নিয়ে যায়, এদিকে ধারণা করা হচ্ছে যে সমস্ত ব্যক্তি টিকেট কিনে নাই, তারা প্রাচীর টপকে স্টেডিয়ামে প্রবেশ করে।

উপরের এই ভিডিও, যা কিরগিজস্তান পত্রিকা কল্প।কেজি তৈরী করেছে, তাতে প্রথম ব্যক্তি যে রুশ ভাষায় সাক্ষাৎকার প্রদান করেছে, সে বলছে :

তিনি তিনজন ব্যক্তিকে প্রশ্ন করেন যারা যেতে যেতে সংগঠকদের সমালোচনা করেছেঃ

তৃতীয় সাক্ষাৎকারে, রুশ ভাষায় কথা বলা এই ব্যক্তি প্রতিজ্ঞা করেছে যে সে সংগঠক এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মামলা করবে:

এখানে আমরা আইন শৃঙ্খলার অভাব দেখতে পাচ্ছি, ও সাংগঠনিক এবং পুরো দেশজুড়ে নৈরাজ্য। এমনকি ফুটবলের মত এক মজার খেলায়- তারা [এই খেলার জন্য] এত বিশাল এক বিজ্ঞাপন করেছে এমনকি এটাও তারা গুছিয়ে করতে পারেনি।

নীচের ভিডিও প্রদর্শন করছে কি ভাবে নাগরিকরা একে অন্যের আগে গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবে এবং ক্ষুব্ধ ভক্ত যারা সপরিবারের এই খেলা দেখার জন্য পয়সা দিয়ে টিকেট কিনেছিল তাঁর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .