- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

নাইজেরিয়ার এক গায়িকার বোকো হারামের জন্য একটি বার্তা রয়েছে

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, নাইজেরিয়া, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত
Nneka at Cargo, London in 2009. Photo by Flickr user Andy Lederer. CC BY-NC-ND 2.0 [1]

২০০৯ সালে লন্ডনের কার্গো নামক এলাকায় নেনকা। ছবি ফ্লিকার ব্যবহারকারী এ্যান্ডি লেডেরের-এর । সিসি বাই-এনসি ২.০।

দি ওয়ার্ল্ড [2] এর জন্য এই লেখা এবং রেডিও প্রতিবেদন তৈরী করেছে এপ্রিল পেয়ভেই [3], যা ১৮ জুন, ২০১৫-এ পিআরআই.অর্গ-এ [4] প্রথম প্রকাশিত হয়েছে এবং লেখা বিনিময় চুক্তির মাধ্যমে এখানে পুনরায় প্রকাশ করা হয়েছে।

নাইজেরিয়ার এক কিশোরী গায়িকা নেনেকার কাছে বন্দুক ও হানাহানির বিরুদ্ধে নিজস্ব এক সাহসী জবাব রয়েছে। “ আপনাদের জন্য প্রার্থনা” নামক গানটি সে গেয়েছে নাইজেরিয়ায় বোকো হারাম-এর উপস্থিতি নিয়ে [5]। বোকো হারাম হচ্ছে দেশটির এক উগ্রবাদী ইসলাম-পন্থী সশস্ত্র দল, যারা কিশোরী মেয়েদের অপহরণের জন্য কুখ্যাত। তাদের এই ঘটনার কারণে বিশ্বব্যাপী এক টুইটার প্রচারণা আমাদের মেয়েদের ফিরিয়ে নিয়ে এসোর [6] (@ব্রিংব্যাকআওয়ারগার্ল) জন্ম হয়।

সে তার গানের মধ্যে দিয়ে ক্ষমা করার কথা বলছে “সহিংস হওয়ার বদলে, সহিংস দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতির মোকাবেলা করার বদলে আমাদের যা প্রয়োজন তা হচ্ছে এক শান্তিপূর্ণ সমাধান। এবং নেনকা উল্লেখ করেছে অনেক নাইজেরীয় নাগরিক একই অনুভূতি পোষন করে।

সে তার গানের মাধ্যমে ক্ষমার কথা বলছে “ সহিংস হওয়ার বদলে, সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিস্থিতির দিকে এগিয়ে না গিয়ে ভাবে, আমাদের যা প্রয়োজন তা হচ্ছে এক শান্তিপূর্ণ সমাধান। এবং নেনকা উল্লেখ করেছে অনেক নাইজেরীয় নাগরিক একই অনুভূতি পোষন করে।

নেনকা ধৈর্য্যের সাথে কথা বলছে। এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতি তাঁর প্রবল আগ্রহের কারণে তাকে তার ভক্তরা ফেলা কুটি এবং বব মার্লের সাথে তুলনা করছে। এই দুই গায়ক নিজের মনের কথা তাদের গানের মাধ্যমে তুলে ধরেছিল, তারা ছিল রাজনৈতিক ভাবে প্রভাবিত এবং নিজের দৃষ্টিভঙ্গি নিজেদের গানের মাধ্যমে প্রকাশ করেছিল।

নেনকা নিজেকে এক নেতা হিসেবে দেখতে অনিচ্ছুক। সে স্বীকার করে যে অনেক নেতার মত তারও ত্রুটি রয়েছে। আর তার ত্রুটি কি? “ আমি আর কোন কথা বলতে চাই না, কারণ ইতোমধ্যে অনেক বেশী কথা বলা হয়েছে আর কেউ এখন এই ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করছে না অথবা তারা যা বিশ্বাস করে তা অনুশীলন করছে না”। এখন নেনকা তার ভাষায় “ফাঙ্ক” বা নিরব হয়ে যায়, তবে তাঁর ধারণা “ দিনের শেষে এই নিরবতা থেকে সে আওয়াজ এবং আবার গান গাইবার শক্তি অর্জন করে”।