উইকিলিকসে ফাঁস হওয়া নতুন একগুচ্ছ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি গভীরভাবে ইরানের সাথে দেশটির তীব্র আঞ্চলিক শত্রুতার বিষয়টি ধরেছে।
এখন পর্যন্ত ইরানী পররাষ্ট্র মন্ত্রণালয় ফাঁস হয়ে যাওয়া উক্ত নথি গুচ্ছ থেকে প্রতিদিন ২৩টি করে বর্ণনা করেছেঃ
Most fascinating find of #SaudiCables so far are the 23 Iran Daily Briefs (‘تقرير ايران اليومي’) from '06, '10, '11 https://t.co/T3DRHhL3X0
— Mahsa Alimardani (@maasalan) June 20, 2015
সৌদি আরবের ফাঁস হয়ে যাওয়া নথি থেকে ৬, ১০, ১১ তারিখ–এ দৈনিক বর্ণনা করা ২৩টি নথি থেকে দারুণ আকর্ষণীয় কিছু তথ্য পাওয়া গেছে।
স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা ইরানের সাথে সৌদি আরবে এই গভীর লড়াই-এর বিষয়টি উল্লেখ করেছে। এখন পর্যন্ত ফাঁস হওয়া ৬০,০০০ নথির মধ্যে প্রায় ১,৫০০ টি নথিতে ইংরেজি অথবা আরবিতে ইরান বা ইরানের নাগরিকদের কথা উল্লেখ রয়েছে। যত এ সকল নথি বিশ্লেষণ করা হচ্ছে, ততই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরানের সাথে সম্পর্ক স্থাপনে উদ্বেগের বিষয়টি ধরা পড়ছে।
This leaked document shows #Saudi concern over a homegrown Iranian jet fighter #SaudiCables #Iran pic.twitter.com/y73oVm4A6W — Darius Caspian (@DariusCaspian) June 20, 2015
ফাঁস হয়ে যাওয়া নথিতে দেখা যাচ্ছে সৌদি আরব ইরানের নিজস্ব উৎপাদিত যুদ্ধ বিমান নিয়ে উদ্বিগ্ন।
#KSA was suspicious of #Iran #Egypt relationship during #Morsi presidency #SaudiCables #Saudileaks pic.twitter.com/CjYzaQBZQL
— Hassan Ridha (@sayed_ridha) June 20, 2015
সৌদি আরব, মিশরের রাষ্ট্রপতি মুরসির সময় ইরান ও মিশরের সম্পর্ক নিয়ে সন্দিহান ছিল।
#SaudiCables show overwhelming obsession of #SaudiArabia with regards to #Iran and Shiism. https://t.co/9gHrITV3HQ — Victor J. Willi (@victorjwilli) June 20, 2015
এ সব নথিতে দেখা যাচ্ছে ইরান এবং শিয়া সম্বন্ধে সৌদিদের আগ্রহ প্রচণ্ড।
Real nugget from #SaudiCables: panic abt #Iran amid Arab Spring on full display, signed by then FM Faisal. https://t.co/DsKJNujyQq — Mohammad Ali Shabani (@mashabani) June 20, 2015
সৌদি কেবল থেকে প্রাপ্ত প্রকৃত তথ্যঃ আরব বসন্তের সময় ইরানকে নিয়ে সৌদি আরব যে আতঙ্কে ছিল তা এই সব নথিতে স্পষ্ট প্রদর্শিত হয়েছে, আর এতে স্বাক্ষর রয়েছে সে সময়কার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল-এর।
Leaked Saudi Foreign Ministry documents include cables on interference with the broadcast of IRIB's @alalam_news. https://t.co/vG853TJyKC — Collin Anderson (@CDA) June 19, 2015
ফাঁস হয়ে যাওয়া সৌদি পররাষ্ট্রমন্ত্রীর নথিতে উল্লেখ রয়েছে আইআরআইবি [ইরান রেডিও]-এর সম্প্রচারে হস্তক্ষেপ করার বিষয়টি।
This leaked document shows #Saudi concern over a homegrown Iranian jet fighter #SaudiCables #Iran pic.twitter.com/y73oVm4A6W
— Darius Caspian (@DariusCaspian) June 20, 2015
ফাঁস হয়ে যাওয়া নথিতে দেখা যাচ্ছে সৌদি আরব ইরানের নিজস্ব উৎপাদিত যুদ্ধ বিমান নিয়ে উদ্বিগ্ন।
সৌদি আরবের কয়েকজন স্যোশাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছে যে এই সমস্ত নথি ফাঁস হয়ে যাওয়ার পেছনে ইরানের হ্যাকররা দায়ী। তবে অন্যের দ্রুত এই দাবীতে পানি ঢেলে দিয়েছেঃ
In case you missed it, #Iran hacked into #Saudi government computers and forwarded tons of documents to wikileaks, which posted them online
— Hussain AbdulHussain (@hahussain) June 19, 2015
আর কারণ, এটা আপনি এই বিষয়টি জানতেন না, সৌদি আরব সরকারের কম্পিউটার থেকে ইরান নথি চুরি করেছে এবং হাজার হাজার নথি উইকিলিকসের কাছে পাঠিয়ে দিয়েছে, যা সে অনলাইনে সেগুলো পোস্ট করেছে
Arab liberal going nuts over #SaudiCables. No comment on the Saudi regime's destructive policies. Just Iran Iran Iran pic.twitter.com/37SqOie8Ip
— كريم (@ArabSecularist) June 20, 2015
আরব উদারনৈতিকেরা সৌদি নথি ফাঁস হয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ। সৌদি শাসকদের ধ্বংসাত্মক রাজনীতির বিষয়ে তাদের কোন মন্তব্য নেই। তারা কেবল, ইরান, ইরান, ইরান করছে।