- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

যে টুইটটি ভেনেজুয়েলার সরকার এবং বিরোধী দলের সমর্থক কে এক করেছে

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ভেনেজুয়েলা, মেক্সিকো, খেলাধুলা, নাগরিক মাধ্যম
Santiago, Chile. 11 June 2015 -- The Copa América in Chile. Photo by Fernando Lavoz. Copyright Demotix [1]

সান্তিয়াগো চিলি, ১১ জুন ২০১৫- চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফুটবল প্রতিযোগিতা । ছবি ফার্নান্ডো লাভোজ। কপিরাইটস ডেমোটিক্স-এর

ভেনেজুয়েলায় শ্যাভেজ পন্থী সমর্থক এবং বিরোধী দলের মধ্যে বিভাজন কল্পনার বাইরে ছড়িয়ে গেছে । এমনকি যে সমস্ত বিষয় দেশকে একত্রিত করে যেমন খেলাতে, তারা এখানে তাদের রাজনৈতিক সুবিধা গ্রহণের জন্য এটিকে ব্যবহার করে। তবে দক্ষিণ আমেরিকার মহাদেশের সবচেয়ে বৃহত্তম ফুটবল প্রতিযোগিতার সময় [2], মেক্সিকোর প্রাক্তন রাষ্ট্রপতি ফিলিপে ক্যালডারোন –এর করা একটি টুইট প্রায় অসম্ভবকে সম্ভব করেছে, দুটি পক্ষকে একত্রিত করেছে।

এটা খুব লজ্জাজনক যে ভেনিজুয়েলার ফুটবল দল নোংরা খেলা খেলছে [ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস ] মাদুরোর উচিত ছিল তাদের প্রশিক্ষণ প্রদান করা। …

ভেনেজুয়েলা প্রতিযোগিতার অন্যতম এক সেরা দল কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে। তবে সত্যিকারের ধাক্কাটি আসে স্যোশাল মিডিয়া থেকে যেখানে নাগরিকরা তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন জাতীয় দলের সমর্থনে/ রক্ষায় এগিয়ে এসেছে।

ফেলিপে ক্যালডারোন-এর দুর্ভাগ্যজনক টুইট ভেনেজুয়েলার বিরোধী দল এবং শ্যাভেজপন্থীদের একত্রিত করেছে। বার্গান্ডি [ ভেনেজুয়েলার ফুটবল দল ] আমাদের একত্রিত করেছে এবং তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা বজায় রাখতে হবে। আপনি তা বুঝেছেন, তাই নয় কি ভ্রাতা?

ফিলিপ্পে কালডেরনকে অবশ্যই ভেনেজুয়েলার নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে।

ট্রুপের দল এগিয়ে যাঊ [ ট্রুপ হচ্ছে টুইটারে ভেনেজুয়েলার সরকার–পন্থী ] , আসুন আমরা পিলিপে কালডেরন একটি শিক্ষা দেই, যাতে সে ভেনেজুয়েলাকে শ্রদ্ধা করতে শেখে।