বাহরাইনের রাজনৈতিক বন্দি ইব্রাহিম শরিফ “সাজার মেয়াদ পূর্ণ হওয়ায়” সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি উদারপন্থী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাকশন সোসাইটি (ডাব্লিউএএডি)-এর সাধারণ সম্পাদক। তিনি ২০১১ সালে ১৭ মার্চে আরো পাঁচ রাজনৈতিক কর্মীরা সাথে গ্রেফতার হয়েছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন। তবে অ্যাক্টিভিস্ট এবং অন্যান্য রাজনৈতিক কর্মীরা মনে করেন, আরব বসন্তে উদ্বুদ্ধ হয়ে বাহরাইনে গণতন্ত্র ও সংস্কার আন্দোলনে নেতৃত্ব দান করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
২০১১ সালের ২২ জুন বিচারে তার পাঁচ বছরের জেল হয়। এবং আদালত ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তা বহাল রাখে। জেলে তিনি নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হন।
তবে তার অপ্রত্যাশিত মুক্তি নিয়ে বাহরাইনে গুজব ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিষয়টি নিশ্চিত করলেও কেউ কেউ মুক্তির খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তবে ফাতেন বুশেরি গ্লোবাল ভয়েসেস চেকডেস্ককে শরিফের মুক্তির খবরটি নিশ্চিত করেছেন।
নেটিজেনরা শরিফের মুক্তির খবর অনুসরণ করছিলেন। উল্লেখ্য, শরিফ চার বছর তিন মাস জেল খেটেছেন।
অনেকে মুক্তির খবর গুজব বলে উড়িয়ে দিলেও ডাব্লিউএএডি টুইট করে একে নিশ্চিত করে:
عاجل : تم الإفراج عن المناضل ابراهيم شريف الآن
#bahrain #sharifIsFree #waad
— جمعية وعد (@Waad_bh) June 19, 2015
Breaking news: Freedom fighter Ibrahim Sharif has been released
ব্রেকিং নিউজ: মুক্তি আন্দোলন কর্মী ইব্রাহিম শরিফ জেল থেকে ছাড়া পেয়েছেন।
এ বিষয়ে আরো আপডেটেড খবর জানতে আমাদের গ্লোবাল ভয়েসেস চেকডেস্ক-এ চোখ রাখুন।