- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কারাদণ্ডপ্রাপ্ত কার্টুনশিল্পী এতেনা ফারাগদানি'র আইনজীবিকে তার সাথে করমর্দন করার কারণে গ্রেফতার করা হয়ছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, নাগরিক মাধ্যম, মানবাধিকার, লিঙ্গ ও নারী

ইরানীয় সক্রিয় কর্মী এবং কার্টুনশিল্পী এতেনা ফারাগদানির আইনজীবি মোহাম্মদ মোঘিমিকে তার মক্কেলের সাথে কারাগারে দেখা করার পর ১০ জুন তারিখে গ্রেফতার করা হয়েছে। তিনি ফারাগদানির সাথে করমর্দম করেছেন এ ঘটনার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ফেসবুকের পাতায় সরকাররের সমালোচনামূলক অংকন ও লেখা পোষ্ট করার দায়ে ফারাগদানিকে সম্প্রতি ১২.৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত [1] করা হয়।

মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা [2]র মতে মোঘিমিকে কারজ-এর রাজাই শহর জেলখানার ১০ নম্বর ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। তার জামিন-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি তোমান  যা প্রায় ৭,০০০ মার্কিন ডলারের সমপরিমাণ। ফারাগদানিকেও একই ধরনের অভিযোগের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে।

#ইরান -এর আইনজীবি মোহাম্মাদ মোঘিমি তার মক্কেল #এতেনাফারগাদানির সাথে করমর্দনের মতো মারাত্মক অপরাধ করেছে

@মিনানেইসতানি অংকিত কার্টুন: #মুক্তকরএতেনা ও তার আইনজীবি উভয়কেই জেল থেকে

সামাজিক মাধ্যমগুলোতে ফারাগদানির মুক্তির প্রচারণাগুলো #freeAtena [12] হ্যাসট্যাগের অধীনে অনুসরণ করা যাবে।