
ফুটবল ভক্তরা ভুভুজেলা হাতে বিশ্বকাপের উদ্বোধন খেলাটি দেখছে। ছবি মার্সেলো কাসাল জুনিয়ারের, ক্রিয়েটিভ কমন্স-এর অধীনে এজেন্সিয় ব্রাজিল এটি প্রকাশ করেছে।
পাঁচ বছর আগে জুন ১১ মাসের তারিখে দক্ষিণ আফ্রিকায় ১৯তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়। সেটা ছিল বিশ্বে প্রথমবারের মত আফ্রিকায় অনুষ্ঠিত কোন ফুটবল বিশ্বকাপ। ২০১০ সালের স্মৃতি (#২০১০মেমোরিজ) নামক হ্যাশট্যাগ ব্যাবহার করে, দক্ষিণ আফ্রিকার নাগরিকরা টুইটারে যে দিন থেকে বিশ্বকাপে ভুভুজেলা তার অবস্থান তৈরী করে নিল, সেই দিনটিকে স্মরণ করছে।
ভাহা মাসুন্দা, সেই মূহূর্তের এক ছবি প্রদর্শন করেছে যা দক্ষিণ আফ্রিকার নাগরিকদের কাদিয়েছিল। এটি ছিল মেক্সিকোর বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার স্ট্রাইকার তাশাবালালার করা টুর্নামেন্টের প্রথম গোল, যা ১-১ গোলে পরিসমাপ্ত হয়:
The moment that brought tears to SA'ns. We were United. S/O to my government for that dispora donation #2010memories pic.twitter.com/muGzcdQSLv
— Vha Musanda (@freedom_ride) June 11, 2015
সেই মুহূর্ত যা দক্ষিণ আফ্রিকার নাগরিকদের চোখে পানি এনে দিয়েছিল। আমরা এক হয়ে গিয়েছিলাম। প্রবাসীদের পাঠানো অর্থের জন্য আমাদের আমাদের সরকারকে ধন্যবাদ।
নীচের এই ইউটিউব ভিডিওতে আপনারা দেখতে পাবেন শাকিরা গাইছে ওয়াকা ওয়াকা গানটি, ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সে এই গানটি গেয়েছিল:
যখন এই সবাই প্রতিযোগিতা নিয়ে উন্মত্ত ছিল তখন খুলেকানি মাথে স্মরণ করছে তার উন্মাদনার কথা, যা ছিল অন্য এক বিষয়ে:
This day in 2010 I was in India. When everyone was going crazy about the opening match I was going crazy with nowhere to watch #2010memories
— Khulekani.Mathe (@knmathe) June 11, 2015
২০১০ সালে আমি ভারতে অবস্থান করছিলাম, সে সময় সবাই যখন উদ্বোধনী খেলা নিয়ে পাগল হয়ে গিয়েছিল, তখন আমার পাগল হওয়ার দশা হয়েছিল খেলা দেখতে না পেরে।
টুইটার ব্যবহারকারী কিং বেলী সেই সময় জোহান্সবার্গের রাস্তায় কখনোই এতটা নিরাপদ অনুভব করেননি, যা বিশ্বের অন্যতম এক সহিংস শহর বিবেচিত:
I had never felt so safe in the streets of Johannesburg that month in my WHOLE LIFE #2010memories and it felt so great to be alive!
— King Billy⭐ (@itsmissbilly_) June 11, 2015
বিশ্বকাপের স্মৃতির কথা ভাবলে আমি ভাবি, আমার সমগ্র জীবনে আমি কোনদিন জোহান্সবার্গের রাস্তায় হাঁটার সময় নিজেকে এতটা নিরাপদ অনুভব করিনি। বেঁচে থাকা অসাধারণ।
ভুমা আগস্টিন বলেন তিনি তার সারা জীবন ধরে সে সময়ের মত একতাবদ্ধ হতে দেখেননি:
#2010memories@encanews I've never seen people so united in my life,missing the vibes #2010 siyabangena
— Vuma Augustus (@vuma5) June 11, 2015
আমি আমার জীবনে নাগরিকদের আরো কোনদিন এতটা একতাবদ্ধ হতে দেখিনি । ২০১০ সালের উত্তেজনার অভাব অনুভব করছি।
দক্ষিণ আফ্রিকার কয়েক জন নাগরিক দেশটির বিরুদ্ধে বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য ২০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠায় ক্ষিপ্ত।
টুইটার ব্যবহারকারী ইয়াং এন্ড রেকলেস বলছে এই কেলেঙ্কারির অভিযোগ নিয়ে সে মোটেও চিন্তিত নয়:
#2010memories #IwasThere to witness a beautiful country united. Bribe or no bride the 2010 World Cup Legacy lives on pic.twitter.com/UH7g2t9z1B
— Yang and Reckless (@CosteMayang) June 11, 2015
২০১০ সালে স্মৃতিতে রয়েছে এক সুন্দর রাষ্ট্রের একত্রিত হওয়ার ঘটনা, ২০১০ সালে ঘুষ দেওয়া বা না দেওয়ার এখন মাতামাতি করার কিছু নেই।
অনলাইনে অন্যেরা আরো অভিন্ন সুরে বলছে :
#2010memories#FIFAscandal WTF***k who cares there was a bribe or not..we got beautiful stadiums..tourists ar still coming so wht
— Lucky 1Xap sentence. (@LuckylLucky) June 11, 2015
ফিফার ঘুষ কেলেঙ্কারি গোল্লায় যাক। ঘুষ দেওয়া বা না দেওয়া নিয়ে কি আসে যায়। আমরা কিছু অসাধরণ স্টেডিয়াম পেয়েছিলাম। এখনো পর্যটকেরা আসছে। তাহলে আর কি।
নাকাতেকো বালোই বলছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার সফলতায় অন্য দেশগুলো ঈর্ষান্বিত :
@UvekaR why must we dwell on the past when the other countries r jealous of how awesome the world cup was #2010memories
— ★₦ĸαƫΣк̲̣̣̥o̲̣̥♡̬̩̃̊ (@NkatekoBaloi) June 11, 2015
ফিফার কেলেঙ্কারি কি আপনার বিশ্বকাপের স্মৃতিকে কলঙ্কিত করেছে? আমাকে অথবা @ইএনসিএ টুইট করুন
লেখিকার জবাবে একটি টুইটে লেখা হয়েছে, কেন আমরা অতীত ঘাটাঘাটি করবে যখন অন্য রাষ্ট্র অসধারণ বিশ্বকাপ আয়োজনের জন্য আমাদের প্রতি ঈর্ষানবিত
কাবাওয়ে সোনোগোলোর মতে দক্ষিণ আফ্রিকার সরকার এবং ফিফার উচিত নয় ক্রীড়ার মজা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলা :
#2010memories@EconFreedomZA @MbuyiseniNdlozi The conduct of RSA and FIFA officials mst nt be confused with World Cup Event. Delink them pls!
— Kabwe Songolo (@KabweSongolo) June 11, 2015
দক্ষিণ আফ্রিকা এবং ফিফার কর্মকর্তাদের কর্মকাণ্ড যেন বিশ্বকাপের আয়োজনের সাথে গুলিয়ে ফেলা না হয়। দয়া করে তাদের সাথে এই ঘটনাকে যুক্ত করবেন না।
কোন কোন ইন্টারনেট ব্যবহার কারী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার উদ্দেশ্য টুইট করেছে, যাদের তদন্তের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ডের ফিফার উচ্চ পদস্থ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে।
But one things the FBI cannot take away from #SouthAfrica is the pride and #2010memories!
— King Billy⭐ (@itsmissbilly_) June 11, 2015
কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছ থেকে এফবিআই একটি জিনিস ছিনিয়ে নিতে পারবে না তা হচ্ছে তার ২০১০-এর গর্বিত স্মৃতি।
তবে টুইটারে অনেক মানুষের যেমন বিশ্বকাপ নিয়ে ভাল স্মৃতি রয়েছে, চার্লি ল্যাঙ্গারের স্মৃতি ততটা ইতিবাচক না:
The legacy of Corruption. Bribery, Racketeering, Money Laundering, Tax evasion.The list is too long=783. #2010memories.
— Charlie Langa (@CharlieLanga) June 11, 2015
উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত, দূর্নীতি, ফন্দিবাজি, মুদ্রা পাচার, কর ফাঁকি দেওয়া। তালিকাটা অনেক দীর্ঘ=৭৮৩
#2010memories all over my social media today. How much innocence have we lost in the last 1826 days?
— Tom Moultrie (@tomtom_m) June 11, 2015
এদিকে টম মোলট্রায়ে বিস্মিত বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা তার নিষ্পাপ চরিত্র হারিয়েছে।