অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে তার অনেক বিতর্কিত দৃষ্টিভঙ্গির জন্য ধন্যবাদ, যার কারণে স্যোশাল মিডিয়ায় প্রায়শ তাকে বিদ্রূপ করা হয়। ১১ জুন ২০১১ তারিখে তিনি বায়ুকলকে দেখতে আজব এবং শব্দ সৃষ্টিকারী হিসেবে বর্ণনা করেন যা একই সাথে বিদ্রূপ এবং ক্ষোভের সৃষ্টি করে।
রসওয়েল নাম ব্যবহারকারী এক ব্লগার অস্ট্রেলিয়ান ইন্ডিপেনডেন্ট মিডিয়া নেটওয়ার্ক দ্রুত এই বিষয়ে সাড়া প্রদান করে :
বায়ুকলগুলো কি আসলে আওয়াজ সৃষ্টি করে? টনি এ্যাবোট মনে করে সেগুলো তা করে। আর যদি টনি এ্যাবোট মনে করে সেগুলো আওয়াজ তৈরী করে, তাহলে দেশের প্রতিটি ডান পন্থী এ্যাবোটের এই মন্তব্যকে বৈজ্ঞানিক হিসেবে প্রমাণিত করার চেষ্টা করবে যা আপনার কানের পর্দা ফাটিয়ে দেবে যদি আপনি এই দুটি বাজে শব্দের মাধ্যমে কিছু করার মত ঝুঁকি গ্রহণ করেন।
এ্যাবোট অস্ট্রেলিয়ার নবায়ন যোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা ছাঁটাই করতে ইচ্ছুক এবং বায়ুকল নিয়ে তার মন্তব্যের কারণে নবায়ন যোগ্য জ্বালানীর যারা সমর্থক, তারা টুইটারে তাঁর বেশী সমালোচনা করেছে:
Have you ever seen a coal mine @TonyAbbottMHR? That's what I call “visually awful”. #WindFarms don't even come close #coal #renewableenergy
— Ella Belfanti (@EllaBelfanti) June 11, 2015
প্রধানমন্ত্রী, আপনি কি কখনো কয়লা দিয়ে উৎপাদিত বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখেছেন, এগুলো দেখতে দারুণ দৃষ্টিকটু। বায়ুকল গুলো তার ধারে কাছেও আসে না।
Humans want more #windfarms Tony Abbott on the other hand…..http://t.co/9b88sBEZOQ
— Nigel Dobson (@Nigel_Dobson) June 11, 2015
মানবেরা আরো বায়ুকল চায়। টনি এ্যাবোট চায় তার উল্টোটা।
একই দিনে মিঃ এ্যাবোট সিডনিতে এক সন্ত্রাসবিরোধী সম্মেলনের উদ্বোধন করেছিল। অনেক ব্যক্তি ইন্টারনেটে দ্রুত এই দুই বিষয়ের মধ্যে সম্পর্ক জুড়ে দেয়:
That's funny because ‘submit and die’ is the crux of Abbott's environment, refugee, & social policies. #windfarms pic.twitter.com/gSNHZLIhS4
— Kingslayer (@squig_) June 11, 2015
এই বিষয়টি মজার কারণ এ্যাবোটের পরিবেশ, উদ্বাস্তু এবং সামাজিক রাজনীতির মাঝে “ জমা দাও এবং মেরে ফেল” হচ্ছে মূল।
The turbines are coming. #windfarms pic.twitter.com/9PllUdMMmm
— David Marler (@Qldaah) June 11, 2015
বায়ুকল আসিতেছে
কয়লার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাথে তুলনাও বেশ জনপ্রিয়:
@TonyAbbottMHR #windfarms are “visually awful” and “noisy”…compared to a coal fired power plant emitting SO2 CO2 mercury & arsenic #nope
— Geoff Sawyer (@geofsawyer) June 11, 2015
প্রধানমন্ত্রী টনি এ্যাবোটের মতে বায়ুকল দেখতে বাজে এবং এগুলো আওয়াজ তৈরী করে…তুলনায় কয়লার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাতাসে সালফার-ডাই-অক্সাইড এবং কার্বন-ডাই- অক্সাইড পারদ ও আর্সেনিক নির্গমন করে।
TonyAbbott doesn't like #windfarms visually awful ?😳 Hey but coal is good ? #abbottoutoftouch #auspol pic.twitter.com/0ieF8S1jJU
— amjulie (@amjemmo) June 11, 2015
টবি এ্যাবোট দেখতে বাজে বায়ুকল পছন্দ করেন না? কিন্তু কয়লার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভাল?
এক সিনেট কমিটি সম্প্রতি নবায়ন যোগ্য জ্বালানী শক্তির উৎস হিসেবে বায়ুকলের সম্ভাবনা যাচাই করছে। গায়েটান বুর্জিও নামক এক ব্যক্তি দি কনভার্সেশন প্রকাশিত এক প্রবন্ধ পাঠের পরামর্শ প্রদান করেছে, বৈজ্ঞানিক দিক যা বায়ুকল নিয়ে।
Some explanations there. The real science on #windfarms, noise, infrasound and health @ConversationEDU https://t.co/CuiMCSyApw
— Gaetan Burgio (@GaetanBurgio) June 11, 2015
এখানে এই বিষয়ে কিছু ব্যাখ্যা করে হয়েছে। বায়ুকলের আওয়াজ তৈরী, ইনফ্রাসাউন্ড (যে শব্দ মানুষের কানে ধরা পড়ে না) এবং এর স্বাস্থ্যগত বিষয়ে প্রকৃত বৈজ্ঞানিক আলোচনা।
তবে প্রধানমন্ত্রীর একদল বর্ণীল সমর্থক রয়েছে। লিবারেল ডেমোক্রেটিক সেনেটর ডেভিড লেওনহেজলাম সাম্প্রতিক এই বিষয়ে তার মন্তব্য তুলে ধরেছে:
David Leyonhjelm swears at satirical protest group outside windfarm inquiry http://t.co/fKsZQQx2RL brilliant work. He's a senator, folks.
— Reasonable Hank (@reasonable_hank) June 9, 2015
ডেভিড লেওনহেজলাম এক বায়ুকল তদন্ত কমিটির দপ্তরের বাইরে আয়োজিত বিদ্রূপাত্মক বিক্ষোভ দলের হয়ে শপথ গ্রহণ করেছে। দারুণ কাজ। ভাই সকল, তিনি একজন সংসদ সদস্য।
লিজ কনর নামক অন্যতম এক প্রতিবাদকারী নিউ ম্যাটিলডা'র মাধ্যমে অনলাইনে এর জবাব দিয়েছেন:
The Leyonhjelm Offensive: How And Why The Senator Told Me To F**k Off: Dr Liz Conor joined a protest of Tuesda… http://t.co/idlFBmWkwD
— newmatilda (@newmatilda) June 10, 2015
লেওনহেজলাম-এর আক্রমণঃ কখন এবং কি ভাবে সংদস সদস্য আমাকে বলছে গোল্লায় যাও।
অন্যেরা এই বিষয়ে উদ্বিগ্ন যে অস্ট্রেলিয়ার রাষ্ট্র প্রধান দেশটির বিকল্প জ্বালানি নিয়ে কাজ করার আন্তর্জাতিক প্রচেষ্টাকে নিন্দা জানিয়ে বিদেশে দেশটির সুনাম ক্ষুন্ন করছেন:
Does Abbott realise his #windfarms comments are pretty much saying FU to the international community on Climate Change Action.
— Jo Barnes (@Jo_Barnes) June 11, 2015
এ্যাবোট কি উপলদ্ধি করতে পারছে যে, বায়ুকল নিয়ে তার মন্তব্যে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সম্প্রদায় তাকে বলছে গোল্লায় যাও।