কলম্বিয়ার আদিবাসী ভাষার ডিজিটাল একটিভিস্টদের সংযুক্ত হওয়ার সমাবেশ

Photo of Plaza Bolívar en Bogota, Colombia by Daniele Pieroni and used under a CC BY-SA 2.0 license.

কলম্বিয়ার প্লাজা বলিভার এন বোগোতার ছবি, তুলেছেন ড্যানিয়েল পিয়েরোনি এবং সিসি বাই এসএ ২.০ লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে

কলম্বিয়ায় ৬০ টি আদবাসী ভাষা রয়েছে যা দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ১০ লক্ষ নাগরিকের মাঝে প্রচলিত। এই সকল জীবন্ত ভাষা, সমৃদ্ধ সংস্কৃতিক ঐতিহ্যগত উপাদান এবং সেই সকল জ্ঞান ধারণ করে যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। যখন কোন আদিবাসী সম্প্রদায় তাদের পরবর্তী প্রজন্মকে তাদের মায়ের কথা বলার বিষয়টিকে নিশ্চিত করতে চায়, তখন তারা এক বিচিত্র চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তবে প্রযুক্তির বিকাশের সাথে সাথে এবং ইন্টারনেটের অগ্রগতি এই সকল সম্প্রদায়ের জন্য এক বিশেষ সুযোগ সৃষ্টি করেছে, যাতে তারা তাদের নিজের ভাষায় নতুন ডিজিটাল কন্টেন্ট তৈরী করতে পারে, বিশেষ করে যখন তারা অন্যদের সাথে সম্পৃক্ত হয়, যাদের লক্ষ্য এক আর তা হচ্ছে মাতৃভাষার পুনরুজ্জীবন ঘটানো।

কলম্বিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা সক্রিয়ভাবে ওয়েব এবং ডিজিটাল মিডিয়া টুলস ব্যবহার করছে, অনলাইনে নিজের মাতৃভাষাকে তুলে ধরতে এবং এঁর পুনরুজ্জীবনের জন্য, তাদের এ বছরের জুন মাসের ১৮ থেকে ১৯ তারিখে অনুষ্ঠিত আদিবাসী ভাষার ডিজিটাল অ্যাকটিভিজম সম্মেলনে সমবেত হওয়ার সুযোগ রয়েছে। এই ইভেন্ট রাইজিং ভয়েসেস-এর এক উদ্যোগ, যার অন্যতম আয়োজক গ্লোবাল ভয়েসেস, আর তাদের সাথে রয়েছে কারো এবং কুয়েরভো ইনিস্টিটিউট, গবেষক দল মুয়েস্কুম্বা, আর এর সমর্থনে রয়েছে হিভোস। সারা কলম্বিয়া জুড়ে এই সম্মেলন ১৫ থেকে ১৮ জন অংশগ্রহণকারীকে একত্রিত করবে যাতে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে এবং নতুন ডিজিটাল দক্ষতা অর্জনে সক্ষম হয় এবং তারা এখানে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আদিবাসী ভাষা ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং কৌশল গ্রহণ করার বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করবে।

এই ইভেন্ট আদিবাসী ভাষার ডিজিটাল কার্যক্রমের কাজ চালিয়ে যেতে চায় যা ২০১৪ সালে মেক্সিকোর ওক্সাকো, অনুষ্ঠিত একই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, সে সময় সারা মেক্সিকো থেকে ২৫ জন ডিজিটাল একটিভিস্ট একে অন্যের সাথে নিজেদের ডিজিটাল প্রকল্পে সম্পৃক্ত হওয়ার বিষয়টি শেয়ার করার জন্য সেখানে হাজির হয়েছিল।

এই অনুষ্ঠান সম্বন্ধে আরো তথ্য জানতে চাইলে ওপেন কল ফর পার্টিসিপেশন পাতায় প্রবেশ করুন। আগ্রহী ব্যক্তিরা অনলাইন ফর্মের মাধ্যমে অংশগ্রহণের আবেদন জানাতে পারে। এতে অংশগ্রহণের আবেদন জানানোর শেষ সময় ২৭ মে ২০১৫ তারিখ কলম্বীয় সময় রাত নয়টায়, বোগোটা শহর এলাকার বাইরে বসবাসকারীরা আংশিক এবং পূর্ণ বৃত্তি পাবে, যাতে তারা অংশগ্রহণের জন্য যাত্রা ও থাকার ব্যয় মেটাতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .