বুর্কিনা ফাসো এবং বুরুন্ডির নাগরিক অভ্যুত্থানের পর, এবার কি নাইজার ও টোগো'র পালা ?

নিয়ামে, নাইজার প্রতিবাদ সমাবেশ, টুইটারে আবদুল্লায়ে হামিদুয়ের মাধ্যমে সংগৃহীত  (অনুমতি নিয়ে প্রকাশিত)

নিয়ামে, নাইজার প্রতিবাদ সমাবেশ, টুইটারে আবদুল্লায়ে হামিদুয়ের মাধ্যমে সংগৃহীত (অনুমতি নিয়ে প্রকাশিত)

২০,০০০ নাইজারিয়ান রাস্তায় নেমে আসেন নাইজারের নিয়ামে শহরে, গত ৬ জুন। প্রতিবাদের পেছনে একাধিক কারণ রয়েছে: দারিদ্র্যের ব্যাপকতা, সরকারী দুরবস্থা ও বাক স্বাধীনতার হস্তক্ষেপ নাইজারিয়ান সুশীল সমাজের করা অভিযোগের মধ্যে অন্যতম। এই প্রতিবাদ এমন সময়ে হলো যখন বুর্কিনা ফাসো, বুরুন্ডি ও টোগোতে একই রকম প্রতিবাদ সমাবেশ হচ্ছে। বুর্কিনা ফাসোর সরকার পদত্যাগ করেছে এবং বুরুন্ডির নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। মে মাসে লোম'র নাগরিকেরা রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিবাদ করেছে  যে নির্বাচনে টোগোলিজ প্রেসিডেন্ট ফরা নাসিঙ্গবেকে তৃতীয়বারের মতো জয়ী দেখানো হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .