বিগত এক বছরের মধ্যে,তুরস্কের নাগরিকরা এই নিয়ে তৃতীয়বারের মত ভোট দিতে যাচ্ছে। মার্চ ২০১৪-এর স্থানীয় নির্বাচন এবং গত বছরের আগস্ট মাসের রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক পরে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জুন মাসের এই সাধারণ নির্বাচন দেশটির রাজনৈতিক চক্রকে পরিপূর্ণ করবে এবং দেশটির প্রায় ৫ কোটি পঞ্চাশ লক্ষ ভোটারকে ভোট প্রদানের এক উত্তম সুযোগ প্রদান করবে।
আগামী দুই সপ্তাহ, এই প্রবন্ধের লেখক সামনের নির্বাচনের বিষয়ে বিস্তারিত প্রবন্ধ লিখতে থাকবে সেগুলোতে অনলাইনের বিভিন্ন উপাদান (টুলসের) প্রতি মনোযোগ প্রদান করা হবে, ওপেন সোর্স ডেভলপাররা একে সহজলভ্য করেছে যাতে রাজনৈতিক উত্তেজনাপূর্ণ এই ভোটে জনগণের অংশগ্রহণ বেড়ে যায়।
এক নাম্বার উপাদান (টুল)ঃ সেসিম ভার
এপ্রিলের মাঝামাঝি সময়ে, গণসংযোগ বিভাগের স্নাতক শ্রেণীর একদল ছাত্র যারা ইস্তাম্বুলের বিলজি বিশ্ববিদ্যালয়ে “ডিজিটাল সংস্কৃতি” শিরোনামের এক বিষয় অধ্যায়ন করে, তারাই সেসিম ভার প্রকল্প স্থাপন করে, যার অর্থ “নির্বাচন সময়”। ক্রাউডম্যাপ.কম–এর জায়গা (হোস্ট) ব্যবহার করা সেসিম ভার হচ্ছে বৃহত্তর উশাহিদি নামক উদ্যোগের আরেক শাখা:
উশাহিদি ইঙ্ক হচ্ছে একটি অলাভজনক সফটওয়্যার কোম্পানি যারা বিনামূল্যে এবং উন্মুক্ত পদ্ধতিতে (ওপেন সোর্স) সফটওয়্যার নির্মাণ করে থাকে, (এলজিপিএল)-এর উদ্দেশ্য হচ্ছে তথ্য সংগ্রহ, দৃশ্য ধারণ করা এবং সক্রিয় মানচিত্রায়ণ। উশাহিদি (সোয়াহিলি ভাষায় যার মানে হচ্ছে, সাক্ষ্য অথবা প্রত্যক্ষ করা) যা ২০০৭ সালের কেনিয়ার ত্রুটিপূর্ণ নির্বাচনের পরে একটি ওয়েবসাইটে তৈরী করা হয় […], আর এটি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সহিংসতার সংবাদ সংগ্রহ করেছিল ইমেইল এবং টেক্সট মেসেজের মাধ্যমে এবং সেগুলোকে একটি গুগল মানচিত্রে স্থাপন করেছিল।
এই সংস্থাটি সামাজিক কর্মকাণ্ড এবং নাগরিক দায়িত্বশীলতার ধারণা থেকে ক্রাউডসোর্স নামক শব্দটি ব্যবহার করে, যার “একটিভিস্ট ম্যাপিং” (সক্রিয় কর্মীদের সামগ্রিক মানচিত্র) নামক প্রক্রিয়া-এর প্রাথমিক আদর্শ হিসেবে কাজ করে-যা সমন্বিত ভাবে সামাজিক কর্মকাণ্ড, নাগরিক সাংবাদিকতা এবং ভৌগলিক অবস্থান বিষয়ক প্রযুক্তির মাধ্যমে তথ্য প্রদান করে, উশাহিদি এমন উপাদানের প্রস্তাব করে যার মাধ্যমে স্থানীয় পর্যবেক্ষকরা মোবাইল ফোন বা ইন্টারনেটের সাহায্যে সংবাদ প্রদান করতে সক্ষম হয়, একই সাথে এই সকল ঘটনাবলীর একটি অস্থায়ী এবং ভৌগলিক অবস্থান বিষয়ক এক সংগ্রহশালা গড়ে তোলে।
এই সকল ছাত্রদের এই ম্যাপিং অনুশীলন, যা ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মূলধারার প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে এবং একই সাথে অনলাইনের বৃহত্তর নাগরিক উদ্যোগের নেটওয়ার্কে প্রচারণা চালানো হয়েছে, যা তাদের সাধারণ এক শ্রেণীকক্ষের প্রকল্পের চেয়ে অনেক বেশী এগিয়ে যাওয়ার এক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এই দলটি ইতোমধ্যে তুরস্কের নাগরিক সাংবাদিকতার মাধ্যমে সংবাদ সংগ্রহকারী প্রতিষ্ঠান ডকুজ৮হাবার নামে প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্কে আবদ্ধ হয়েছে, যারা প্রকৃত সময়ে (রিয়েল টাইমে) নির্বাচনের সংবাদ যাচাই করছে। ডকুজেড৮হাবার-এর যাচাই–এর বিষয়টি যাচাই-এর জন্য এক ভিন্ন ট্যাগের অধীনে সংরক্ষণ করা হবে।
২০ জনের মত ছাত্র স্বেচ্ছাসেবী যারা মডারেটর হিসেবে কাজ করেছেঃ তারা নির্বাচন বিষয়ক বেশ কিছু টুইটার হ্যাশট্যাগ পর্যবেক্ষন করেছে (#সেসিম ভার, # সেসিম ২০১৫), যার মধ্যে রয়েছে নাগরিকদের কাছ আসা প্রচার মাধ্যমের সংবাদ। এই ধরনের সংবাদের মূলত তিনটি শ্রেণী রয়েছে; মাঠ পর্যায় থেকে প্রাপ্ত সংবাদ, প্রচার মাধ্যম থেকে প্রাপ্ত সংবাদ এবং ব্যালট বাক্স থেকে পাওয়া সংবাদ।
এই উদ্যোগের মাধ্যমে যে সমস্ত সংবাদ তৈরী হয়েছে তার সবকটি ডাউনলোড করার যোগ্য, এবং সাংবাদিক এবং যে সমস্ত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের উভয়ের কাছে এটি সংবাদ সরবরাহের জন্য প্রস্তুত। নির্বাচন ছাড়াও, এই প্রকল্পে লক্ষ্যমাত্রা হিসেবে এক উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে, যা সারা দেশের নাগরিকদের নাগরিক সাংবাদিকতার মাধ্যমে সংবাদ প্রদানে উদ্ধুদ্ধ করছে।