- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরানের মানবাধিকারের রক্ষায় আন্তর্জাতিক আন্দোলের সাথে গ্লোবাল ভয়েসেস-এর নতুন এক সহযোগিতামূলক কার্যক্রম শুরু

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, নাগরিক মাধ্যম, মানবাধিকার, ঘোষণা
Image from the Campaign website.

ইরানের মানবাধিকারের রক্ষায় আন্তর্জাতিক আন্দোলের–এর ইরানি ফেসবুকের পাতা থেকে নেওয়া।

গ্লোবাল ভয়েসেস এখন নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইরানের মানবাধিকারের রক্ষায় আন্তর্জাতিক আন্দোলন [1] (ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর হিউম্যান রাইটস ইন ইরান)-এর প্রকাশিত গবেষণা এবং ধারাভাষ্য নিজের সাইটে প্রকাশ করা শুরু করছে।

ইরানের অভ্যন্তরে ঘটা সকল কাহিনী তুলে ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, দেশটিকে বোঝার জন্য দেশটির মানবাধিকার পরিস্থিতির এক বিশাল ভূমিকা রয়েছে।

এই আন্দোলন ইরান বিষয়ক এই সকল সংবাদ ক্রমাগত বিস্তারিত ভাবে প্রদান করবে এবং বিশ্লেষণ করবে। এই আন্দোলন অতি সতর্কতার সাথে গবেষণা করছে এবং এই সকল ঘটনাবলী নথিবদ্ধ করছে এবং মানবাধিকারের তথ্য তুলে ধরার বিষয়টি তাদেরকে নিরপেক্ষ করে তুলেছে এবং বিশ্বাসযোগ্যতা অর্জনে সাহায্য করছে, একই সাথে তারা আন্তর্জাতিক আস্থা এবং শ্রদ্ধা অর্জন করেছে।

২০০৮ সালে এই আন্দোলন যাত্রা শুরু করে একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বাধীন মানবাধিকার সংগঠন হিসেবে। মানবাধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ ঘটনা যখন চলে সামনে আসে, তখন সে বিষয়ে গ্লোবাল ভয়েসেস এই আন্দোলন-এর সংবাদ এবং এদের বিশেষজ্ঞ দলের প্রতি নির্ভর করে, কাজে আমরা উৎসাহের সাথে আমাদের এই ইরান বিষয়ক পাতাকে [2] সমৃদ্ধ করার জন্য আমাদের এই নতুন সহযোগিতাকে স্বাগত জানাচ্ছি।

““গ্লোবাল ভয়েসেস তাদের উপর তার আলোকপাত করে যারা বিশ্বজুড়ে ন্যায়বিচার এবং সমানাধিকারের জন্য লড়াই করে”, এই কথাগুলো উচ্চারণ করেছে হাদি ঘায়েমি, যিনি এই আন্দোলনের কার্য নির্বাহী পরিচালক। তিনি বলেন “ যারা ইরানের অভ্যন্তরে তাদের অধিকার অর্জনের জন্য সংগ্রাম করছে তাদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য এই আলাদা স্থাপনা যোগ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

আমরা আমাদের পাঠকদের এই আন্দোলনের ওয়েবসাইট www.iranhumanrights.org [1], প্রবেশ ও ইরানের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষার আন্দোলন পাশাপাশি এই বিষয়গুলো তুলে ধরার জন্য তারা যে সমস্ত কাজ করেছে সে সব লেখা পাঠে উৎসাহিত হয়, সে চেষ্টা করছি ।

সাম্প্রতিক সময়ে এই আন্দোলনের ইরান বিষয়ে লেখা সাম্প্রতিক প্রবন্ধ পাঠ করুন ইরানের কারাগার এক উদ্যানে পরিণত হয়েছে [3], ইরানের অন্যতম প্রধান পত্রিকা বিবাহ বর্হিভূত বসবাস নিয়ে প্রবন্ধ প্রকাশের পর এর প্রকাশনা স্থগিত করা হয়েছে [4] এবং পারমাণবিক চুক্তি ইরানের মানবাধিকার পরিস্থিতির উপর কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে ইরানের ৮ জন প্রখ্যাত ব্যক্তির চিন্তা। [5]