
আফ্রিকান ইউনিয়ন সংস্থাটির প্রতিষ্ঠাতা পিতা, যার অবদানকে আফ্রিকা দিবস পালনের মাধ্যমে স্মরণ করা হয়। অ্যাবি রোই এর সৌজন্যে জন এফ কেনেডি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী এবং জাদুঘর থেকে পাওয়া পাবলিক ডোমেইন ছবি।
আফ্রিকা এবং আফ্রিকার বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো গত ২৫ মে, ২০১৫ তারিখে আফ্রিকা দিবস পালন করেছে। ফেইসবুক এবং টুইটারে মহাদেশটির সম্পর্কে ঐক্য এবং আশাবাদের বার্তা শেয়ার করে কেউ কেউ দিবসটি পালন করেছেন।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত আফ্রিকান ঐক্য সংস্থার (ওএইউ) স্মৃতি উদযাপনে বার্ষিক আফ্রিকা দিবস পালিত হয়। সে সময় ৩২ টি স্বাধীন আফ্রিকান রাষ্ট্রের ৩০ জন নেতা ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে সংস্থাটির প্রতিষ্ঠা দলিলে স্বাক্ষর করেন।
ফেইসবুকে দিনটিকে স্মরণ করে মালাউই থেকে স্টিভ শারা প্রশ্ন করেছেনঃ
কতগুলো দেশ #আফ্রিকাদিবস পালন করতে সরকারি ছুটি দেয়? উত্তর হচ্ছে ৪। অবাক করা বিষয়, এটাও জানিনা যে কোন দেশগুলো এটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে? #আফ্রিকাদিবস২০১৫
কেনিয়ান ব্লগার দাউদি লিখেছেনঃ
শুভ #আফ্রিকাদিবস! আফ্রিকার জনগণ এবং আফ্রিকান রাষ্ট্রগুলোর মাঝে ঐক্য, সংহতি, সুবিচার, শান্তি, সংযোগ এবং সহযোগিতা বজায় থাকুক।
সবুজের সমারোহ এই মহাদেশের সৌন্দর্যের প্রশংসা করতে অন্যদের উৎসাহিত করেঃ
সবাইকে শুভ #আফ্রিকাদিবস! আমাদের সুখী বাসস্থান এই সুন্দর মহাদেশের প্রশংসা করতে এক মূহুর্ত সময় নিন। একটি মুহূর্তের জন্য আমাদের পাওয়া অপরিমেয় ধনভাণ্ডারের জন্য কৃতজ্ঞতা স্বীকার করুন… আর সে সব অপরূপ মানুষদের অভিবাদন জানাতে, যারা আফ্রিকাকে তাঁদের #বাড়ী বানিয়েছেন।
গ্রাজিয়া এসএ একজন আফ্রিকান হিসেবে কি মনে করেন তা ব্যাখ্যা করেছেন এবং আফ্রিকার “নয়টি অজানা বিষয়” সম্পর্কে জানাতে একটি লিংক শেয়ার করেছেনঃ
কেবল আফ্রিকাতে আমাদের জন্ম হয়েছে বলেই আমরা আফ্রিকান নই। আমরা আফ্রিকান কারণ, আফ্রিকা আমাদের মাঝে বসবাস করে। #আফ্রিকাদিবস সম্পর্কে আপনাদের অজানা নয়টি বিষয়।
http://bit.ly/1FaC0wa
সিসিটিভি আফ্রিকা প্রশ্ন করেছেনঃ
আপনারা কেমন আফ্রিকা চান? এই পরিবর্তন আনতে কি করা উচিৎ?
ডাভিড উগো উত্তরে বলেছেনঃ
আমি এমন এক আফ্রিকা চাই, যা সবসময় ভিনদেশি সংস্কৃতিতে প্ররোচিত হয় না। এমন ভিনদেশি সংস্কৃতি, যা মূর্খের মতো সমগ্র জনগনের উপর প্রয়োগ করা হয়। #আমি এমন এক আফ্রিকা চাই, যা সব ধরণের দূর্নীতির চর্চাকে এড়িয়ে যেতে আগ্রহী।
মানবিক বিষয়ক এবং জরুরী ত্রাণ সমন্বয়ের জন্য আন্ডার সেক্রেটারি জেনারেল ভেলেরি আমোস টুইটারে লিখেছেনঃ
On #AfricaDay let's remember the continent's progress + the importance of putting women&girls at the centre of its longer term development
— Valerie Amos (@ValerieAmos) May 25, 2015
চলুন #আফ্রিকাদিবসে মহাদেশটির অগ্রগতি + এর দীর্ঘ মেয়াদি উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রে নারী এবং মেয়েদের রাখার গুরুত্বকে স্মরণ করি
আফ্রিকান ইউনিয়নের সভাপতি ডিলামিনি জুমা উল্লেখ করেছেনঃ
You skill your people, they'll figure out what to do. #AfricaDay
— Dr Dlamini Zuma (@DlaminiZuma) May 25, 2015
আপনাদের জনগণকে আপনারা দক্ষ করে গড়ে তুলুন, তারাই নির্ধারণ করবে কি করতে হবে। #আফ্রিকাদিবস
নাইজেরিয়ান ব্যঙ্গনবিশ এবং আইনজীবি এলনাথান জন উপদেশ দিয়ে বলেছেনঃ
Please before you put up the pic of you in African fabric, be sure it is not made in China. Support African products. #AfricaDay
— Elnathan John (@elnathan) May 25, 2015
আপনি আফ্রিকান পোশাক পরিহিত ছবি পোস্ট করার আগে দয়া করে নিশ্চিত হোন সেটি যেন চীনে তৈরি করা না হয়। আফ্রিকান পণ্যকে সমর্থন করুন। #আফ্রিকাদিবস
উগান্ডান জনসংযোগ কর্মকর্তা সারাহ কাগিঙ্গো আফ্রিকা নিয়ে তাঁর স্বপ্নটি শেয়ার করেছেনঃ
I dream of #Africa tuned in to innovation and tech, leading the way; dataways, transborder highways, railway and super waterways #AfricaDay
— Sarah Kagingo (@SarahKagingo) May 25, 2015
আমি স্বপ্ন দেখি #আফ্রিকা উদ্ভাবন এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, এ পথে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে; তথ্যভাণ্ডার, সীমান্তব্যাপী বর্ধিত রাজপথ, রেলপথ এবং উন্নত জলপথের স্বপ্ন দেখি। #আফ্রিকাদিবস
দক্ষিণ আফ্রিকান আইনজীবী ব্যারি রোক্স সতর্ক করে দিয়েছেনঃ
It is so easy to break down and destroy. The heroes are those who make peace & build. #AfricaDaypic.twitter.com/DlVICWOWui
— IG: BarryRouxLaw (@Barry_Roux) May 25, 2015
ভেঙ্গে পড়া এবং ভেঙ্গে দেওয়া খুব সহজ। তারাই বীর যারা শান্তি প্রতিষ্ঠা করে, #আফ্রিকাদিবস
২০১৫ সালের “আমি একজন আফ্রিকান” প্রতিযোগীতার সেমিফাইনালে অংশ নেয়া মিস আর্থ দক্ষিণ আফ্রিকা আফ্রিকান দেশগুলোর মাঝে বাণিজ্য সম্পর্ক রক্ষা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেনঃ
This is Africa….Imagine Africa's economy if African countries preferred doing business with one another #AfricaDaypic.twitter.com/0EUrx6LLom
— I Am an African (@Me_Chaela) May 25, 2015
এটাই আফ্রিকা… আফ্রিকান দেশগুলো যদি একে অপরের সাথে বাণিজ্যে বেশি আগ্রহী হতো, তবে কল্পনা করুন আফ্রিকার অর্থনীতি আজ কোথায় পৌঁছাত। #আফ্রিকাদিবস
উন্নত পুষ্টির জন্য বৈশ্বিক জোটের সভাপতি জয় নাইডু কীভাবে আদর্শ আফ্রিকা দিবস পালন করা যায় তাঁর বর্ননা দিয়েছেনঃ
#AfricaDay will mean so much more if we stood up, spoke truth to power and demanded #accountability from our leaders https://t.co/I1dPP3mBMX
— Jay Naidoo (@Jay_Naidoo) May 25, 2015
#আফ্রিকাদিবস আরও বেশি অর্থবহ হয়ে উঠবে যদি আমরা উঠে দাঁড়াই, ক্ষমতায় বসে সত্য কথা বলি এবং আমাদের নেতাদের কাছ থেকে দায়বদ্ধতা দাবি করি।
অনলাইনে বেশিরভাগ লোক আফ্রিকা দিবসে বিভিন্ন বার্তা শেয়ার করেছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে আফ্রিকা তাঁর দূর্নীতি, অভ্যন্তরীণ কোন্দল এবং অনুন্নত ভাবমূর্তির পরিবর্তন ঘটাবে এবং আফ্রিকান ইউনিয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পিতাদের মনে যে স্বপ্ন ছিল তা বাস্তবায়িত হবে।