এইডস, ভালোবাসা এবং বেঁচে থাকার একটি কিউবান গল্প

Yohandra, sentada, y Gerson son de las pocas personas que conservan memorias del sanatorio de Pinar del Río. Entre ambos lograron rescatar los expedientes médicos de varios pacientes que murieron, muchos de ellos sus amigos.

কিউবার পিনার ডেল রিও হাসপাতালের স্মৃতি আঁকড়ে ধরে যে অল্প কয়েকজন বেঁচে আছেন তাদের মাঝে ইয়োহান্ড্রা (উপবিষ্ট) এবং গারসন অন্যতম। সেখানে যে রোগীরা মৃত্যু বরণ করেছেন তাদের কয়েকজনের চিকিৎসা সংক্রান্ত ফাইলগুলো তারা দুইজন উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যারা মারা গেছেন তাদের অনেকেই তাদের বন্ধু ছিলেন। ছবিঃ বেতার এ্যাম্বুলান্তে

গারসন এবং ইয়োহান্ড্রা দুইজন কিউবান ‘ফ্রিক্স’ (স্প্যানিশ ভাষায় ফ্রিকিস) নামে পরিচিত সঙ্গীত দলের সদস্য। দলটি ১৯৮০ এবং ৯০ এর দশকে রক এবং হেবি মেটাল সঙ্গীতের প্রতি বেশ অনুরাগী ছিল। ‘ফ্রিক্স’দের কাছে রক সঙ্গীত যেন বিনোদনের চেয়েও বেশী কিছু; যেকোন ধর্মের মতো এক ধরণের জীবনধারা। সেই প্রজন্মের ধারক হিসেবে এখনও বেঁচে থাকা সামান্য কয়েক জনের মধ্যে গারসন এবং ইয়োহান্ড্রা অন্যতম। তারা কিউবার পিনার ডেল রিও প্রদেশে বাস করেন। সেখানে এক সময় একটি হাসপাতাল ছিল। আশি এবং নব্বইয়ের দশকে এইচআইভি/ এইডসের মহামারী আকারে বিস্তার রোধ করাই ছিল ঐ হাসপাতালটির মূল লক্ষ্য। সেখানে এখন শুধুই ধ্বংসাবশেষ। চিকিৎসা সংক্রান্ত ফাইলগুলো তারা শুধু সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন এবং তাদের স্মৃতিগুলোই কেবল বেঁচে রয়েছে।

এর মাধ্যমে গ্লোবাল ভয়েসেস এবং বেতার এ্যাম্বুলান্তের মাঝে আমরা একটি নতুন সহযোগীতাপূর্ণ সম্পর্কের সূচনা করেছি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ স্প্যানিশ ভাষাভাষী লোকজন যেসব দেশে বাস করেন, সেসব দেশ থেকে বেতার এ্যাম্বুলান্তের বিভিন্ন বেতার গল্প প্রযোজনা করে থাকে।

গ্লোবাল ভয়েসেস লেখক এবং রেডিও এ্যাম্বুলান্তের প্রতিবেদক লুইস ট্রেলেস (@সিইউ_বাটা) আমাদের জন্য “বেঁচে যাওয়া ব্যক্তি” নামে একটি গল্প নিয়ে এসেছেন। পিনার ডেল রিও হাসপাতালের “‘ফ্রিক্স”দের নিয়ে গল্পটির কাহিনী গড়ে উঠেছে। কিউবাতে বিশেষকালে অনেক “ফ্রিক্স” এইডসে আক্রান্ত হয়ে পড়েছিলেন। যে জীবনাচরণকে তারা উন্নত বলে মনে করতেন, সেই জীবন যাপন করতে গিয়েই তারা এইডসে আক্রান্ত হয়েছিলেনঃ

Gerson: La gente prefería antes de estar viviendo en la calle, estar enfermo y venir para acá, para tenerlo todo, y de gratis que era lo que más influía, que era gratis, regalado.

গারসনঃ রাস্তায় বাস করার পূর্বে, মানুষ অসুস্থ হতে বেশি পছন্দ করত। কারণ, এর ফলে তাঁরা এখানে আসতে এবং সবকিছু পেতে পারত – এবং এখানে সবকিছু বিনামূল্যে পাওয়া যেত – যে বিষয়টি সবচেয়ে বেশি মানুষকে প্রভাবিত করত তা হলঃ এখানে বিনামূল্যে সব পাওয়া যেত, অনেকটা উপহারের মতো।

যাইহোক, সে সময় এইডস সম্পর্কে জ্ঞানের অভাব থাকায় অনেক মানুষকে তাদের জীবন হারাতে হয়েছেঃ

Narrador: Pero había tanto que no sabían acerca del virus. Aún no se hablaba públicamente de la epidemia, ni de la forma en que se contagiaba. Los frikis que se inyectaban eran casi todos hombres y no sabían que podían infectar a otra gente a través del contacto sexual.

বর্ননাকারীঃ কিন্তু এই ভাইরাস সম্পর্কে তখন কোন তথ্যই ছিল না। মানুষ এখনো এই মহামারী রোগটি সম্পর্কে খোলাখুলি ভাবে কথা বলেন না। কিভাবে রোগটি ছড়ায় সে সম্পর্কেও কথা বলা হয় না। “ফ্রিক্সরা” যারা নিজেরা ইঞ্জেকশনের মাধ্যমে মাদক সেবন করতেন, তাদের বেশিরভাগই পুরুষ ছিলেন; তারা জানতেন না যে যৌন সংস্পর্শের মাধ্যমে অন্যদের মাঝে রোগটি সংক্রমিত হতে পারে।

সম্পূর্ণ গল্পটি এখানে স্প্যানিশ ভাষায় শুনতে পাবেনঃ

এবং স্প্যানিশ ভাষার গল্পটি ইংরেজি ভাষান্তর সহ ইউটিউবে দেখতে পাবেনঃ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .