একদা বিলুপ্ত হয়েছে বলে বিশ্বাস করা লিমা অর্কিড আবারও পেরুভীয় রাজধানীতে ফুটেছে

Variedades de orquídea.

বিভিন্ন ধরনের অর্কিড। CC BY-SA 3.0 লাইসেন্স-এর অধীনে উইকিমিডিয়া কমোন্স-এ প্রকাশিত ছবি।

৫০ বছরেরও বেশী সময় ধরে লিমা অর্কিডকে একটি লোপ পাওয়া প্রজাতি বলে মনে করা হয়েছিল; কিন্তু পেরুভীয় কৃষি মন্ত্রণালয়ের একটি অংশ জাতীয় বন ও বন্যপ্রাণী সেবা বিভাগে কর্মরত একটি দলের কাছ থেকে সুখবর আসে:

Los especialistas encontraron ejemplares de dicha orquídea, típica de las lomas de la cuenca del río Rímac, en las cercanías de dicho cuerpo de agua. Pronto corrió el rumor sobre la mítica flor, que se creía desaparecida desde hace más de cincuenta años.

বিশেষজ্ঞদের একটি দল রিমাক নদীর অববাহিকায় বিশেষত পাহাড়ে দেখা যায় এমন ধরনের অর্কিডের কিছু নমুনা জলভাগের কাছাকাছি খুঁজে পেয়েছে। এই পৌরানিক ফুল সম্পর্কে গুজব খুব শীঘ্রই ছড়িয়ে পড়লো, যে ফুলটি ৫০ বছরেরও বেশী সময় ধরে লোপ পেয়েছে বলে বিশ্বাস করা হতো।

এই সংবাদটি টুইটারে ধ্বনিত হয়েছে:

লিমার অর্কিড ‘ক্লোরাইয়া উন্ডুলাটা’ পুনরাবির্ভূত হয়েছে, যদিও এটি লুপ্ত হয়েছে বলে বিশ্বাস করা হয়েছিল। উপভোগ করুন।

এখন এর যত্ন নেয়া ও এটিকে সংরক্ষণ করার দায়িত্ব কর্তৃপক্ষ ও জনগণের উপর।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .