বিশ্বায়নের হাওয়া লেগেছে তাইওয়ানের অর্কিড দ্বীপে। তবে ব্যাপারটা ভাবিয়ে তুলেছে সেখানকার আদিবাসী তাওদের। তারা চেষ্টা করছেন তাদের আবাসভূমি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার।
২০১৪ সালে অর্কিড দ্বীপে প্রথম চেইন শপ চালু হয়। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে নয়নাভিরাম প্রবাল এবং আদিবাসী তাওদের অনন্য সংস্কৃতির জন্য দ্বীপটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।
তবে বেশি বেশি পর্যটক আসায় উদ্বিগ্ন দ্বীপের অনেকেই। কারণ, তারা মনে করেন, বেশি পর্যটক আসলে শুধু চাকরি আর আয়-ই বাড়ে না, দ্বীপের পরিবেশ নোংরা ও দুষিতও হয়। উল্লেখ্য, জীবিকা নির্বাহের জন্য তাও’রা মাছ ধরার প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করে থাকেন। তাই পর্যটককেন্দ্রিক দ্বীপের বর্তমান জীবনধারা তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
চিত্রগ্রাহক ওয়েন ইয়েন ওয়াং নিয়মিতভাবে দ্বীপে গিয়ে তাওদের ছবি তুলে থাকেন। সেই ছবিগুলোই সম্প্রতি তাইওয়ান নিউজ ফটোগ্রাফি স্টাডি গ্রুপ আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। নিচে তার কিছু ছবি ও বর্ণনা দেয়া হলো।
退潮的夜晚,一位蘭嶼人到海邊抓螃蟹。
他在黑色的礁岩上跳躍,浪花不時拍打上來,不見他什麼動作,手中卻已多了幾隻螃蟹。他偶爾也跳進水裡,尋找躲在水底岩縫中的龍蝦。
রাতে জোয়ারে পানি নেমে গেলে অর্কিড দ্বীপের একজন আদিবাসী কাঁকড়া ধরতে সাগরে গেলেন।
তিনি কালো প্রবাল প্রাচীরে লাফিয়ে পড়লেন। তারপর পাথরের প্রাচীরের ওপর একটার পর একটা ঢেউয়ের ধাক্কা দেখলেও তার কোনো নড়াচড়া দেখতে পেলাম না আমি। তবে যখন দেখলাম, তখন তার হাতে কয়েকটা কাঁকড়া শোভা পাচ্ছে। তাছাড়া পানির নিচে পাথরের ফাঁকে লুকিয়ে থাকা গলদা-চিংড়ি ধরতে কয়েকবার পানিতে ঝাঁপিয়ে পড়তেও দেখলাম তাকে।
達卡安是位在蘭嶼新舊時代交替下典型人物,他從小就不愛上學所以識字不多,但卻是漁人部落中有名的海王子,對於海洋的知識極其豐富,許多蘭嶼人都會前來向他討教捕魚技術。 在傳統的達悟文化中,會抓魚的男性是女性絕佳的擇偶對象,但達卡安至今仍然單身一人,因為早已進入貨幣經濟社會的蘭嶼,對於男人的捕魚能力已不那麼看重。而達卡安即使徒手潛水抓魚功夫一流,在蘭嶼也無法靠此獲得什麼金錢收入,所以他也開始在飛魚季過後,到臺灣找尋工作賺錢。
ডাকান দ্বীপের খুব পরিচিত একজন মানুষ। তিনি অর্কিড দ্বীপের পুরোনো ও নতুন জীবনধারা’র মধ্যকার যোগসূত্র হিসেবে কাজ করেন। খুব বেশি পড়াশোনা করেননি তিনি। ছোটকালে স্কুলে যেতে ভালো লাগতো না তার। তবে তিনি তার গ্রামে ‘সাগরের রাজপুত্র’ হিসেবে খুব পরিচিত। সাগরের অনেককিছু নিয়েই তার ভালো জানাশোনা আছে। অর্কিড দ্বীপের অনেকেই তার কাছে আসেন, কীভাবে মাছ ধরতে হয় সে বিষয়ে পরামর্শ নিতে। তাও সমাজের নিয়ম অনুযায়ী যে মাছ ধরতে পারেন, সেই ব্যক্তি মেয়েদের জন্য খুবই উপযুক্ত পাত্র। যদিও ডাকান এখন পর্যন্ত একা আছেন, বিয়ে করেননি। কারণ, অর্কিড দ্বীপবাসী এখন পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রবেশ করেছে। সেখানে মাছ ধরার দক্ষতার কোনো দামই নেই। তাছাড়া ডাকান যে পদ্ধতিতে মাছ শিকার করেন, সেভাবে মাছ ধরে তেমন আয়ও করতে পারেন না। তাই অতিরিক্ত টাকা উপার্জনের আশায় মাছ ধরার মৌসুমের পরে তিনি তাইওয়ানের মূল দ্বীপে চলে যান।
達卡安早上下海巡視他所設置的沉底網。
ডাকান খুব ভোরে সাগরে গিয়ে আগে থেকে পেতে রাখা জালে মাছ উঠেছে কিনা দেখছেন।
達卡安在海浪拍打的岩岸邊,游泳撿拾蠑螺。
ডাকান প্রবালের উপরিভাগে সাঁতার কেটে শামুক সংগ্রহ করছেন।
達卡安正在將他所網獲的十多尾白毛魚收起。
ডাকান জালে আটকে পড়া রাডার মাছ (মৃগেল জাতীয় মাছ) সংগ্রহ করছেন।
為了設置沉底網,達卡安必須潛入6米多的海底,搬時[石]頭壓住網底。
ডাকান ডুব দিয়ে সাগরের ৬ মিটার পানির নিচে পাথরের সাথে জাল বেঁধে রাখছেন।
在上浮至海面的途中,達卡安正與他方才捕捉的章魚搏鬥。
ডাকান পানির নিচে জাল পেতে ফিরে আসার সময়ে অক্টোপাস শিকার করছেন।
夜間潛水的達卡安,正在找出藏在岩洞內休息的魚。
রাতে পানির নিচে নেমে প্রবাল প্রাচীরের খাঁজে লুকিয়ে থাকা মাছ খুঁজে দেখছেন ডাকান।
在一個冬天夜潛結束後,達卡安使用山壁間的泉水洗澡取暖,即使在寒流來襲,他下海依然不穿任何防寒衣。
শীতের রাতে জাল পেতে পানি থেকে উঠে আসার পর ডাকান শরীর পরিষ্কার করছেন। শীতের সময়েও সাঁতার কাটতে তিনি রাবার জাতীয় কাপড় পরেন না।
在海上開船捕飛魚以及釣魚的達卡安。
উড়ুক্কু মাছ (ফ্লাইং ফিশ) ধরতে ডাকান মাছ ধরার নৌকায় বসে আছেন।
飛魚季過後,在臺灣工作的達卡安沒有機會下海,與朋友吃飯以及唱歌成了唯一的娛樂。
উড়ুক্কু মাছ (ফ্লাইং ফিশ) ধরার মৌসুম শেষে ডাকান তাইওয়ানে কাজের জন্য যান। সমুদ্র থেকে দূরে থাকার সময়ে তার একমাত্র বিনোদন হলো বন্ধুদের সাথে খাওয়া আর গান গাওয়া।
阿文在蘭嶼長大,經營著雜貨店與機車租賃,雖然幾乎不下海,對於蘭嶼的海與土地,他卻比任何人更加關切與擔憂,深怕自己美麗的家鄉土地總有一天會因會環境破壞而消失。他開始續投入島上的資源回收工作,自己接洽的回收廠商,購入一台壓縮機,到全島各處放置網袋,甚至為此還買了一台貨車。每隔幾天就開著這輛貨車,去收回已裝滿瓶罐的網袋,並放置新的空網袋。 為了置放這些瓶罐,他還向那不贊成他作此事的父親要了一塊土地,把本來應該種植芋頭的良田,變成他的儲存場地。別人的田是種出芋頭地瓜,他的田卻是長出一堆垃圾。
আওয়েনের বেড়ে ওঠা অর্কিড দ্বীপে। সেখানে তার একটি মুদি দোকান আছে। তাছাড়া মোটরসাইকেল ভাড়া দেয়ার ব্যবসাও করেন তিনি। সাগরে খুব বেশি যাওয়া হয় না তার। তবে অন্য অনেকের চেয়ে সাগর এবং দ্বীপের অনেক বেশি যত্ন নেন তিনি। পরিবেশ বিপর্যয়ের কারণে তাদের এই সুন্দর দ্বীপভূমি ধ্বংস হয়ে যাবে বলে তিনি খুব উদ্বিগ্ন। তাই তিনি রিসাইকেলের কাজে হাত দিয়েছেন: তিনি রিসাইকেল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছেন, বোতল ও ক্যানের ব্যাগগুলো সংগ্রহ করে, সেখানে নতুন ব্যাগ রেখে আসছেন। তাছাড়া তিনি কয়েকদিন পরপর ভ্যান চালিয়ে সারা দ্বীপ ঘুরে বোতল ও ক্যানের ব্যাগগুলো সংগ্রহ করে সেখানে নতুন ব্যাগ রাখছেন। আর এই বোতল এবং ক্যান রাখার জন্য বাবার কাছ থেকে একটুকরো জমিও পেয়েছেন। যদিও তার বাবা শুরুতে এসব কাজ খুব একটা ভালো চোখে দেখেননি। জমির অন্য অংশে তিনি মুখীকচু, মিষ্টি আলুর চাষ করেছেন। তবে তাদের জমি আবর্জনায় ভরে যাচ্ছে।
江民軍是朗島部落的其中一為大船船主。傳統的蘭嶼船團組織是以家族為單位,而能擔任船主的人,除了要家族興旺,也必須受眾人敬重。現今因為社會文化變遷,傳統的船團組織早已不再,而碩果僅存的幾位大船船主年事都已高。
অর্কিড দ্বীপের মাছ ধরার ঐতিহ্যবাহী নৌকা আই-রারালি’র প্রধান হলেন মিন জুন জিয়াং। নৌকাগুলো সাধারণত পারিবারিকভাবে পরিচালনা করা হয়। নৌকার যিনি প্রধান তিনি পরিবারের সদস্যদের কাছে খুব সম্মানীত ব্যক্তি। তবে বিশ্বায়নের হাওয়ায় সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থায় পরিবর্তন আসায় এই নৌকাগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। অধিকাংশ নৌকা-ই ধ্বংস হয়ে গেছে। যেগুলো অবশিষ্ট আছে, সেগুলোও পুরোনো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট লেখাগুলো:
: