থাই সংবাদ সাইট ‘প্রাচাতাই’ গ্লোবাল ভয়েসেসের নতুন অংশীদার

prachatai

প্রাচাতাই এর ফেসবুক পেইজ থেকে পাওয়া ছবি

স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস পেল নতুন এক অংশীদার। আর সেটি হচ্ছে, থাইল্যান্ড থেকে প্রকাশিত অলাভজনক অনলাইন সংবাদপত্র ‘প্রাচাতাই’

থাইল্যান্ডে বর্তমান ঘটনা এবং খবরের বিকল্প রিপোর্টের জন্য সিনিয়র সাংবাদিক ও এনজিও নেতারা ২০০৪ সালে প্রাচাতাই প্রতিষ্ঠা করেন। এছাড়াও গত দশকে পত্রিকাটি মানবাধিকারের বিভিন্ন বিষয় ও সুশীল সমাজের আন্দোলন ও সংগঠন দ্বারা সৃষ্ট অন্যান্য এডভোকেসির উপর গুরুত্ব আরোপ করেছে।

‘প্রাচাতাই’ একটি থাই শব্দ, যার অর্থ ‘মুক্ত মানুষ’। পত্রিকাটি থাইল্যান্ডে ধারাবাহিকভাবে বাক স্বাধীনতা সুরক্ষায় কাজ করে যাচ্ছে। পত্রিকাটির ওয়েবসাইটে বেনামী পাঠকদের দ্বারা ‘আপত্তিকর’ মন্তব্য পোস্টিং অনুমোদন করার জন্য ব্যাংকক বিমানবন্দরে ২০১১ সালে এর পরিচালককে গ্রেফতার করা হয়েছিল

থাইল্যান্ডে গত এক বছর আগে সেনাবাহিনী দ্বারা ঘোষিত সামরিক আইনের [মার্শাল ল] বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘প্রাচাতাই’ কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। অভ্যুত্থানের শাসকগোষ্ঠী গনমাধ্যমের উপর গুরুতর সীমাবদ্ধতা জারি করেছেন, কিন্তু থাইল্যান্ডের সর্বশেষ পরিস্থিতি এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে থাই নাগরিকদের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে ‘প্রাচাতাই’ তার মিশন অব্যাহত রেখেছে।

সেনা সমর্থিত সরকার দ্বারা গণমাধ্যমে আরোপিত অব্যাহত সীমাবদ্ধতা তৈরির কারণে থাইল্যান্ডের মূলধারার মিডিয়া অনেক সংবাদ ও মন্তব্য পর্যাপ্তরূপে প্রকাশ করতে সক্ষম হয় না। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্লোবাল ভয়েসেস সেসব সংবাদ ভাষ্য সরবরাহের উপর গুরুত্বরোপ করবে। সেন্সরের মাধ্যমে যা কিছু নিপীড়িত, নিরূত্তর এবং বিকৃত করা হবে, আমরা অব্যাহত ভাবে সেসব অভ্যুত্থান বিরোধী ভাষ্য এবং অন্যান্য দৃষ্টিকোণ তুলে ধরতে থাকব।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .