২৫শে এপ্রিল ৭.৮ মাত্রার ভূমিকম্প নেপালকে বিধ্বস্ত করার পর দেশটি যখন সবে মাত্র স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছিল তখন ১২ই মে'তে আবারও দেশটির উপর আঘাত হানলো ৭.৩ মাত্রার এই দ্বিতীয় ভূমিকম্পটি।
সাংবাদিক নরেন্দ্র রাউলে টুইট করেছে:
Many people in the street. Big earthquake in #Nepal. #EarthquakeAgain #Nepal #NepalQuake
— Narendra Raule (@NRaule) May 12, 2015
অনেক লোকই রাস্তায় চলে এসেছে। নেপালে বড় ভূমিকম্প
এবার এটি ছিল একটি সাপ্তাহিক কর্ম দিবসে। ২৫শে এপ্রিল শনিবার ছিল এবং মানুষ তাদের ঘরেই ছিল। কিন্তু মে'র ১২ তারিখে বেশীরভাগই তাদের কর্মস্থলে ছিল। ভূমিকম্পের পর যানবাহনগুলো রাস্তায় বিশৃঙ্খল অবস্থায় ছিল।
২৫শে এপ্রিলের ভূমিকম্পে ৮,০০০ এর বেশী লোক মারা গিয়েছিল। এই বারের ভূমিকম্পে এপর্যন্ত ৫৭জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। ডোলাকা জেলা সব থেকে বেশী আঘাতপ্রাপ্ত হয়েছে, যেখানে ৩৪ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে এবং ৯০ শতাংশ ঘর ধসে পড়েছে বলে নেপাল পুলিশের সংগৃহীত প্রাথমিক তথ্য থেকে জানা গেছে।
কাশিশ দাস শ্রেষ্ঠা এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা কাঠমুণ্ডুর বিভিন্ন অংশ থেকে সংগৃহীত ছবি প্রকাশ করেছে।
#NepalEarhquake April 25 (above) and May 12. pic.twitter.com/ZUHEOstnXr
— Kashish Das Shrestha (@kashishds) May 12, 2015
#নেপালভূমিকম্প এপ্রিল ২৫ (উপরে) এবং মে ১২
This building collapsed in Naya Bus Park today's quake; Nepali security forces working to rescue elderly woman inside pic.twitter.com/B1W4yW5rJc
— Kashish Das Shrestha (@kashishds) May 12, 2015
আজকের ভূমিকম্পে নতুন বাস উদ্যানে ভবন ধসে পড়েছে; নেপালীয় নিরাপত্তা বাহিনী ভিতরে আটকে পড়া বয়স্কা নারী কে উদ্ধার করছে
Another #EarthquakeInNepal shocking images from helicopter heading towards #Everest region pic.twitter.com/lrDzaL6mAX
— DOCTORS FOR NEPAL (@DoctorsForNepal) May 12, 2015
নেপালে আর একটি ভূমিকম্প হেলিকপ্টার থেকে তোলা ভীতিকর ছবি এভারেষ্ট অঞ্চলের দিকে যাচ্ছে
এপ্রিল ২৫শের কম্পণে আঘাতপ্রাপ্ত সিন্ধুপালচোক জেলা এই দ্বিতীয়টির কারণে আরও বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Scenes from Chautara, Sindhupalchowk after today's #NepalQuake. Pics @tinokreutzer pic.twitter.com/SYoTmv2vQ5
— Ujjwal Acharya (@UjjwalAcharya) May 12, 2015
চৌতারা থেকে দৃশ্য, আজকের পর সিন্ধুপালচক
একইভাবে, দ্বিতীয় ভূমিকম্পটি ভক্তপুরের জীবনযাত্রাকে আরও অবনতি করেছে, যে জায়গাটি আগের ভূমিকম্পণের ফলে প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে।
অস্থায়ী তাবু থেকে যারা তাদের গৃহে আবার ফেরত গিয়েছিল তারা আবারও খোলা জায়গাতে তাদের তাবুতে ফেরত গেছে।
#Kathmandu going back to the tents post #NepalEarthquakeAgainpic.twitter.com/WCYCvF3gZM
— myRepública (@RepublicaNepal) May 12, 2015
কাঠমুণ্ডু আবারও তাবুতে ফেরত যাচ্ছে
Here we go again. As people were only about to get normal, #NepalEarthquakeAgain pushed them out of their house. pic.twitter.com/XgkGzugW6h
— Templ_Monk (@Templ_Monk) May 12, 2015
আবারও সেই। মানুষ কেবল মাত্র স্বাভাবিক হতে শুরু করেছিল, #আবারনেপালেভুমিকম্প তাদেরকে তাদের ঘর থেকে বের করে ছাড়লো।
Couldn't dare to stay inside! Back to tent to live wid nature- open field, starry night, mosquitoes… #NepalEarthquake2
— Smita Poudel (@Smita_Poudel) May 12, 2015
ভিতরে থাকার সাহস করতে পারলাম না! আবারও তাবুতে ফিরে গেলাম প্রকৃতির সাথে বসবাসের জন্য – খোলা মাঠ, তারা ভরা রাত, মশা…
খোলা আকাশের নীচে রাত্রি যাপন করা মানুষের দুর্দশার উপর জনপ্রিয় অনলাইন বাতায়ন অনলাইনখবর একটি চিত্র সংবাদ প্রকাশ করেছে।
গত সপ্তাহে, নেপালের সরকার বিদেশী ত্রাণ এবং উদ্ধার কর্মীদেরকে তাদের নিজেদের দেশে ফেরত চলে যাবার জন্য আহ্বান জানিয়েছে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল এবং বাকী যা ছিল তা সরকারই সামলাতে পারবে। অনেক দেশ থেকে আসা দলগুলো ইতোমধ্যে দেশে ফেরত চলে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ কাজগুলো অনেক কঠিন হয়ে উঠবে।
#Nepal jumped the gun by sending home foreign help. Relief will be an even more arduous task now. #NepalEarthquakeAgain #NepalQuakeRelief
— Mistress of Vices (@cyclopsee) May 12, 2015
#নেপাল সময়ের আগেই বিদেশী সাহায্যকে ঘরে ফেরত পাঠিয়ে দিয়েছে। ত্রাণ কাজ এখন আরও বেশী দুরূহ হবে।
যে বিদ্যালয়গুলো এই সপ্তাহে খোলা ছিল সেগুলো আবারও দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এগুলো এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মে'র ৩০ তারিখ থেকে খুলবে।
নেপালীয়রা ধাক্কা সামলিয়ে পুনর্নির্মাণ করে তাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে শুরু করেছিল, কিন্তু আবারও তারা দ্বিতীয় এই কম্পণের ফলে ভীতির মধ্যে বাস করছে।
কাশিশ দাস শ্রেষ্ঠা টুইট করেছে:
Any sense of calm that may have been restored amongst Nepalis has perhaps just collapsed with today's terrifying and long earthquake.
— Kashish Das Shrestha (@kashishds) May 12, 2015
নেপালীয়দের মধ্যে যদি কোন প্রকারের স্থিরতা বোধ পুনস্থাপিত হয়েও থাকে তা হয়তো এখন আবার আজকের এই ভীতিকর ও দীর্ঘ ভূমিকম্পের কারণে ধসে পড়লো।