ব্রাজিলে প্রতিবাদরত শিক্ষকদের উপর পুলিশের সহিংস আক্রমণ

RUA-curitiba4

পারানার সরকারি কংগ্রেস ভবনের সামনে প্রতিবাদরত অবস্থায় শিক্ষকদের রাবার বুলেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ছবিঃ আর.ইউ.এ. ফটো কালেটিভো। অনুমতিক্রমে প্রকাশিত।

সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিবাদ কর্মসূচী পুলিশ সহিংস উপায়ে দমন করতে গেলে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যের রাজধানী শহরের কেন্দ্রস্থল কুরিতিবা গত বুধবার রণক্ষেত্রে পরিণত হয়।

বিভিন্ন সংস্থার হিসেব অনুযায়ী ২০ হাজার বিক্ষোভ প্রদর্শনকারী শিক্ষকের উপর পুলিশ চেতনা নাশক গ্রেনেড, কাঁদুনে গ্যাস এবং রাবার বুলেট দিয়ে হামলা চালিয়েছে। সরকারি কংগ্রেস ভবনের সামনে, যেখানে আইন প্রণেতারা পারানা রাজ্যের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পেনশন সুবিধা সংস্কার করে একটি নতুন আইন প্রণয়ন করেছেন, সেখানে প্রতিবাদ কর্মসূচিটির আয়োজন করা হয়।

গত সপ্তাহ ধরে এ এলাকাতে কয়েকটি ছোট বিক্ষোভ কর্মসূচী পালনের ফলে বিচারকদের একটি বেঞ্চ ভবনটিতে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। আদালতের সিদ্ধান্ত জোরদার করতেই পুলিশের এই কঠোর ব্যবস্থা গ্রহণ।

স্থানীয় পত্রিকা গ্যাজেটা দো পোভো প্রতিবেদনে জানিয়েছে, এই সংঘাতে ২১৩ জন প্রতিবাদকারী এবং ২০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। কুরিতিবা সিটি হল কর্তৃপক্ষের মতে, পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনও পর্যন্ত আহতদের সংখ্যা নিয়ে কিছুটা মতানৈক্য রয়েছে। পারানা রাজ্য সরকার কুরিতিবা শহরের সরকারের প্রতিদ্বন্দ্বীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাঁরা বলেছে, মাত্র ১৬০ জন প্রতিবাদকারী আহত হয়েছেন।

Photo: R.U.A. Foto Coletivo/Published with permission

ছবিঃ আর.ইউ.এ. ফটো কালেটিভো। অনুমতিক্রমে প্রকাশিত।

প্রতিবাদের বিভিন্ন ছবি, ভিডিও এবং সাক্ষ্য প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।

ব্রাজিলঃ পুলিশের কমান্ডার বলেছেন, কুরিতিবাতে শিক্ষকদের ঘিরে রাখতে রাজী না হওয়ায় ১৭ জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

লন্ড্রিনা শহরের বাসিন্দা ক্যারোলিনা ওয়েরনেক ফেইসবুকে একটি হৃদয় ভাঙা পোস্ট করেছেন যে একটি স্থানীয় পত্রিকার ওয়েবসাইটে কিভাবে তিনি তাঁর বাবার (প্রতিবাদকারী শিক্ষকদের একজন) ছবি খুঁজে পেয়েছেন। ছবিতে তাকে আহত অবস্থায় দেখা যাচ্ছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করছিলেন।

একজন তরুণী প্রতিবাদরত তাঁর নিজের বাবার একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছেন। ছবিঃ ক্যারোলিনা ওয়েনেক/ফেইসবুক

Nesta quarta-feira, enquanto acompanhava pela internet a votação do projeto que altera a ParanaPrevidência, liguei preocupada para o meu pai, que está em Curitiba, lutando, mais uma vez, pelos direitos que deveriam ser a ele assegurados por lei. Quando me atendeu, ele estava dentro de uma ambulância, porque foi ferido na perna por uma bala de borracha. Minutos depois, vi essa imagem no site da Gazeta do Povo. Esse professor deitado no asfalto, sendo atendido pelo Corpo de Bombeiros, é o meu pai.

বুধবারে আমি যখন পারানার সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পেনশন তহবিল পরিবর্তন জনিত আইন নিয়ে ভোটাভোটি সম্পর্কে ইন্টারনেটে ব্রাউজ করছিলাম, তখন আমি আমার বাবার ছবি দেখলাম। তিনি কুরিতিবাতে আছেন, আরও একবার, এমন অধিকারের জন্য সংগ্রাম করছেন, যা আইন দ্বারা নিশ্চিত হওয়া উচিত। হঠাৎ তাকে যখন খুঁজে পেলাম, তখন তিনি এ্যাম্বুলেন্সের ভিতর ছিলেন। কারন রাবার বুলেট দিয়ে তার পায়ে গুলি করা হয়েছে। কয়েক মিনিট পর আমি ছবিটি গ্যাজেটা দো পোভো পত্রিকার ওয়েবসাইটে দেখতে পেলাম। যে শিক্ষক রাস্তার উপর পড়ে আছেন, অগ্নিনির্বাপক কর্মীরা যাকে চিকিৎসা দিচ্ছেন, তিনি আমার বাবা।

ইন্টারনেট ব্যবহারকারীরা সাম্প্রতিক ডানপন্থী প্রতিবাদের কথা উল্লেখ করার সুযোগও ছাড়েননি। অনেকগুলো ব্রাজিলিয়ান শহরের বিভিন্ন রাস্তা জুড়ে উল্লেখ্য প্রতিবাদ কর্মসূচীটি পালিত হয়েছিল এবং সে সময় অনেক প্রতিবাদকারীকে পুলিশের সাথে সেলফি তুলতে দেখা গেছে।

Selfie for some, rubber bullets to others.

কারও জন্য সেলফি, আর অন্যদের জন্য রাবার বুলেট। ছবিঃ ভিটর টেইজেইরা/ ফেইসবুক

ব্রাজিল এমন একটি চটকদার দেশ, যেখানে শিক্ষার জন্য শিক্ষকরা ছাড়া সবাই প্রতিবাদ জানাতে পারেন।

10494918_858995370838595_3812998335776794424_o

একজন আহত প্রফেসর ক্যাবে করে প্রতিবাদস্থল ছেড়ে যাচ্ছেন। ছবিঃ রেডিও বান্ডা বি/ ফেইসবুক

প্রতিবাদ এবং পরবর্তী কঠোর ব্যবস্থা সত্ত্বেও আইন প্রণেতারা আইনটির অনুমোদন দিয়েছেন। আইনটি রাজ্য কোষাগারের আনুমানিক ১ দশমিক ৭ বিলিয়ন (৫৬৩ মার্কিন ডলার) অর্থ প্রতি বছর বাঁচাবে। শিক্ষক ইউনিয়ন বলছে, আইনটি সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অবসরকালীন সুযোগ-সুবিধা সমূহ বিপন্ন করে তুলবে।

একটি সংবাদ সম্মেলনে পারানা গভর্নর বেটো রিচা “অনুপ্রবিষ্ট কালো বাক্স” এবং “ধবংসকারী ব্যক্তিরা” পুলিশ কর্মকর্তাদের প্ররোচিত করেছেন বলে অনুযোগ করে, বিক্ষোভ সামলাতে পুলিশের সহিংসতাকে সমর্থন করেছেন।

স্থানীয় প্রচার মাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, প্রতিবাদকারীদের আক্রমণ করতে দেয়া আদেশ পালনে অস্বীকৃতি জানানোর পর ১৭ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কর্পোরেশন থেকে বহিষ্কারও করা হতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .